Bollywood : জাতীয় পুরস্কার পাওয়ার পরপরেই দারুন সমালোচিত হলেন অভিনেত্রী আলিয়া ভাট! কিন্তু আচমকাই দর্শকদের ক্ষোভের মুখে পড়ার কারণ কি?

Bollywood : গত ১৭ ই অক্টোবর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া, কিন্তু এরপরেই এমন কি কাণ্ড করলেন তিনি যে সমালোচনার শিকার হতে হলো?

2
222
Bollywood : জাতীয় পুরস্কার পাওয়ার পরপরেই দারুন সমালোচিত হলেন অভিনেত্রী আলিয়া ভাট! কিন্তু আচমকাই দর্শকদের ক্ষোভের মুখে পড়ার কারণ কি?
Bollywood : জাতীয় পুরস্কার পাওয়ার পরপরেই দারুন সমালোচিত হলেন অভিনেত্রী আলিয়া ভাট! কিন্তু আচমকাই দর্শকদের ক্ষোভের মুখে পড়ার কারণ কি?

গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’.. নানান রকমের সমস্যা সত্বেও সেই সময়ে এই ছবিটি কিন্তু দারুণ ব্যবসা করেছিল এবং আলিয়ার অভিনয়ও যে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল তা আপনারা সকলেই জানেন। সিনে প্রেমী মানুষ যদি আপনারা সত্যিই হয়ে থাকেন তাহলে এই ছবিতে আলিয়ার অসাধারণ অভিনয়কে অস্বীকার করবেন এমন সাধ্য কারো নেই।চলতি বছরে সেই ছবির জন্যই সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। মাসখানেক আগে ঘোষণা হয়ে গেলেও মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আলিয়া। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কপূর। লাল গালিচায় আলিয়ার পাশে দাঁড়াতে না চাইলেও স্ত্রী পুরস্কার গ্রহণ করার সময় তাঁর ছবি তুলতে ভোলেননি রণবীর। কিন্তু এত কিছুর পরেও পুরস্কার হাতে নিয়ে সমালোচনার শিকার হলে আলিয়া? কেন তাকে ট্রোল করতে শুরু করে দিলেন নেটিজেনরা? এমন কি দোষ করেছিলেন অভিনেত্রী?

Read More: The Bong Guy: দার্জিলিঙে প্রি-ওয়েডিং ভিডিও শ্যুট করলেন কিরণ দত্ত, সত্যিই কি বিয়ে করছেন তিনি?

প্রসঙ্গত উল্লেখ্য,পুরস্কার গ্রহণ করার পরে রণবীরের সঙ্গে নিজস্বী তোলেন আলিয়া। আর এই সেলফিতেই ঘটেছে বিপত্তি।ছবিতে দেখা যায়, রণবীরের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন অভিনেত্রী। পুরস্কার হাতে পাওয়ার পর এই দৃশ্যটি কিন্তু নেটিজেনদের একাংশ ভালো চোখে দেখেননি। নয়া দিল্লির বিজ্ঞান ভবনের মতন এমন এক জায়গায় কিভাবে এমন ধরনের সেলফি তুললেন আলিয়া তা নিয়ে একের পর এক প্রশ্ন ধেয়ে আসছে! এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াহিদা রহমান থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন.. স্বাভাবিকভাবেই আলিয়ার এহেন কর্মকাণ্ড যে দৃষ্টিকটু তা অনেকেই বলেছেন..নেটাগরিকদের মধ্যে একাংশের মন্তব্য,“লজ্জাও করে না এঁদের”! অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, “দেশের রাষ্ট্রপতির সামনে কেমন আচরণ করতে হয়, তা-ও জানেন না এঁরা।”

Read More: Alia Bhatt : কোন ডিজাইনার পোশাক নয়, বিয়ের শাড়ি পড়েই জাতীয় পুরস্কার হাতে তুলে নিলেন আলিয়া ভাট.. রইল বিস্তারিত

তবে শুধু সমালোচনা নয়, এদিন কিন্তু প্রশংসাও কুড়িয়েছেন আলিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বিয়ের শাড়িটিকেই আবারো সুন্দরভাবে ড্রেপিং করেছিলেন অভিনেত্রী। সাধারণত তারকারা এক পোশাক দুইবার ব্যবহার করেন না তবে আলিয়া ছিলেন একেবারেই ব্যতিক্রম। কোন রকমের ডিজাইনার নতুন ড্রেস নয় ,সব্যসাচী মুখার্জির ডিজাইন করা এই বিয়ের শাড়িটিকেই জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য ব্যবহার করেন নায়িকা। এই শাড়িটি ব্যবহার করে বিয়ের দিনের মতো এই দিনটিকেও বিশেষ করে তুলতে চেয়েছিলেন তিনি তা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত ২০১২ সালে বরুণ ধাওয়ান এবং সিদ্দার্থ মালহোত্রার বিপরীতে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে নিজের যাত্রা শুরু করেছিলেন আলিয়া। তারপর এই ১১ বছরে ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ নিজের চেষ্টায় একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। আলিয়ার অভিনয় করা দুর্দান্ত ছবিগুলির মধ্যে রয়েছে রাজি, হাইওয়ে, ডিয়ার জিন্দেগি, উড়তা পাঞ্জাব, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা, রকি অর রানি কি প্রেম কাহানি সহ আরো অনেক চলচ্চিত্র।