উৎসবের মরসুম উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইটগুলোতে নানান রকমের সেলের অফার চলছে। সম্প্রতি কিছু সময় আগেই শুরু হয়েছে Amazon Great Indian sale 2023। এখানে বিভিন্ন স্মার্টফোন আপনারা অত্যন্ত কম দামে পেয়ে যাবেন। যদি আপনিও স্মার্টফোন কেনার ব্যাপারে আগ্রহী রয়েছেন তাহলে নিশ্চিন্তে কিন্তু এই অফারটি সুবিধা গ্রহণ করতে পারেন। পাঠক বন্ধুদের সুবিধার্থে আজকের এই বিশেষ প্রতিবেদনে আরো বিস্তারিতভাবে আমরা অফার গুলো সম্পর্কে আলোচনা করতে চলেছি।।
Top smartphone deals in Amazon:
1) OnePlus c2E lite :
ওয়ানপ্লাসের এই দুর্দান্ত মডেলটি আমাজনের সেল শুরু হওয়ার অনেক আগে থেকেই দাম কমিয়ে দেওয়া হয়েছে। লঞ্চের সময় এর দাম ২০ হাজার টাকা থাকলেও বর্তমানে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই।
2) one plus Nord 3:
ওয়ানপ্লাসের আরও একটি এই দুর্দান্ত মডেল আপনারা পেয়ে যাবেন মোটামুটি ২৮ হাজার টাকার মধ্যেই। যদিও লঞ্চের সময়ে বাজার মূল্য ছিল প্রায় ৩৫ হাজারের কিছু বেশি।
3) oneplus 11:
এই মডেলটির বাজার মূল্য মোটামুটি ৫৫ হাজার টাকার কাছাকাছি।Amazon Great Indian sale 2023 এ আপনারা খুব সহজেই এটা মোটামুটি ৪৫ হাজার টাকা পর্যন্ত দামে কিনে নিতে পারবেন।
4) iPhone 12:
যদি আপনি একজন আইফোন প্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে এই অফারটি শুধুমাত্র আপনাদের জন্য। লুকের দিক থেকে কিন্তু আপনি খুব একটা পার্থক্য পাবেন না। অ্যামাজনে এটি 35 থেকে 37 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন।
5) iPhone 13:
আইফোনের এই মডেলটি আপনারা পেয়ে যাবেন মোটামুটি 40 থেকে 43 হাজার টাকার মধ্যে। যাদের এই সিরিজগুলি নিয়ে কোন সমস্যা নেই তারা নিঃসন্দেহে অফারটি এগিয়ে গ্রহণ করতে পারেন।।
6. iPhone 14:
আইফোনের এই পূর্বতন সিরিজটি আপনারা পেয়ে যাবেন মোটামুটি ৫০ থেকে ৫৪ হাজার টাকা পর্যন্ত দামে। পাশাপাশি এটার উপর কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ব্যাংক ডিসকাউন্ট এর অফার ও পাচ্ছেন।
7. Xiaomi 12 Pro:
এই ফোনের 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 79,999 টাকা। তবে আপনাকে এর জন্য এত বেশি টাকা খরচ করতে হবে না। এটি 50 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্টে 39,998 টাকায় কেনা যাবে।
8. samsung galaxy s23:
samsung এর এই মডেলটি আপনারা পেয়ে যাবেন মোটামুটি ৫৫ হাজার টাকা পর্যন্ত দামে। পাশাপাশি এই মডেলটির উপরে কিন্তু আরো নানান রকমের অফারের সুবিধা ও পেয়ে যাচ্ছেন।
9) samsung galaxy s23 plus:
samsung এর এই প্লাস মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি ৬৫ হাজার টাকা পর্যন্ত দামে। তবে এটাতেও রয়েছে নানান রকমের ব্যাংক ডিসকাউন্ট।
10) samsung galaxy s23 ultra:
বাজারে যে কোন দোকানেই samsung এই মডেলটি মোটামুটি এক লক্ষ টাকার আশেপাশের দাম হবে। তবে অ্যামাজনের ফেস্টিভালে আপনারা এটা পেয়ে যাচ্ছেন ৯০ হাজার টাকায়।
Read More: Tablets : মাত্র ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যান সেরা ৫ টি মডেলের ট্যাবলেট, রইল বিস্তারিত
11) Samsung galaxy M14:
এই মডেলটির লঞ্চ মূল্য ছিল ১৫ হাজার টাকা। কিছুদিন আগে পর্যন্ত এই মডেলটি পাওয়া যাচ্ছিল ১৩০০০ টাকায় তবে আপাতত আমাজনের ফেস্টিভালে আপনার একটা পেয়ে যাবেন 10000 টাকা পর্যন্ত দামে।
12) IQOO Z7S:
তথাকথিত ব্র্যান্ড গুলির একটু বাইরে বেরিয়ে এসে আপনারা যদি এই মডেলটি গ্রহণ করেন তাহলে মোটামুটি ১৫ হাজার টাকাই আপনাদের জন্য যথেষ্ট।
13) IQOO 9 pro :
আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে ( amazon Great Indian festival) এই মডেলটি ও একটি দুর্ধর্ষ দামে পাচ্ছেন আপনারা। লঞ্চ মূল্য ৪২০০০ টাকা হলেও ৩৫ হাজার টাকা দিয়ে এটা আপনারা কিনে নিতে পারবেন।
14) Lava Agni 2 :
যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে এই মডেলটি কেউ আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। কম দামের মধ্যে ভালো ফিচারস এবং চার্জিং ব্যাকআপ সহ মাত্র ১৮ হাজার টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন।
Read More: আর ঠকবেন না গ্রাহকেরা! এবার থেকে iPhone 15-এর রিটেল বক্স থেকেই জানতে পারবেন সেটি আসল না নকল