গত বছরেই মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত ব্রহ্মাস্ত্র। অমিতাভ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর, আলিয়া সহ আরো অনেকে। ছবিটির VFX দারুন ভাবে প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে। ব্রহ্মাস্হের পর আবারো একটি সাই-ফাই থ্রিলার এ অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি গতকাল
অভিনেতার ৮১ বছরের জন্মদিনে নির্মাতারা শেয়ার করলেব ছবির ফার্স্ট লুক। যা ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে শুরুতেই জানিয়ে রাখি,এই সিনেমার নাম ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটির পোস্টার শেয়ার করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে লেখা হয়,‘আপনার যাত্রার অংশ হওয়া এবং আপনার মহত্ত্বের সাক্ষী হওয়া সম্মানের। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন স্যার।’
প্রসঙ্গত উল্লেখ্য, পুরাণের উপর ভিত্তি করে তৈরি এই সাই-ফাই থ্রিলারের মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি।একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কালকি ২৮৯৮ এডি’-র। ছবিটির প্রযোজক অশ্বিনী দত্ত। ভারতীয় সিনেমার ৫০ বছর উদযাপন করছে ছবিখানা। সবমিলিয়ে আগামী বছর যে এই ছবিটি একটি দারুন ক্ষেত্র প্রস্তুত করতে চলেছে তাতে আর কোন সন্দেহ নেই।। একজন সিনেমাপ্রেমী মানুষ হিসেবে কিন্তু আপনারা এই কথা অস্বীকার করতে পারবেন না। ভাইরাল ছবির পোস্টারে আলো-আঁধারিতে দেখা গেল অমিতাভ বচ্চনকে । মাথায় জোত, লম্বা দাড়ি, কপালে তিলক, ঋষি বেশ, শুধু দেখা যাচ্ছে দু’টো বলিষ্ঠ চোখ । আগে এরকম কোনও লুকে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে।স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে যে উন্মাদনা বেড়ে গিয়েছে তাতে কোন সন্দেহ নেই।
Read More: ‘অভিনেতারা কখনও বয়স নিয়ে সত্যি কথা বলে না’, ফাঁস হল তমন্না ভাটিয়ার ১৮ বছরের পুরনো ভিডিও?
সম্প্রতি চলতি বছর জুলাই মাসে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানে এই ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়। পাঠক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই ছবিটি শুটিং করতে গিয়েই চোট লাগার কারণে দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন বিগ বি।
কবে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’?
অফিসিয়াল কোন তারিখের এখনো অবধি ঘোষণা হয়নি এই ছবির মুক্তির জন্য। তবে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন,১২ জানুয়ারি মুক্তি পেতে পারে ‘কাল্কি ২৮৯৮ এডি’। কিন্তু এখন শোনা যাচ্ছে, শ্যুট মাঝে বন্ধ থাকায় জানুয়ারিতেও মুক্তি সম্ভব নয়। সম্ভবত মে-জুন মাস নাগাদ ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বলিউড নয় সাউথের দর্শকেরাও এই ছবিটির অপেক্ষায় রয়েছেন প্রভাসের কারণে। প্রভাস অভিনীত পূর্ববর্তী দুটি ছবি রাধে শ্যাম এবং আদিপুরুষ বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। তাই এই ছবিটি নিয়ে ব্যাপক আশা রেখেছেন অভিনেতার ভক্তরা।
Read More: Paoli Dam: ৪৩-এও ভরপুর সৌন্দর্য, পাওলি দামের হট ছবি দেখে ঘায়েল হলেন পুরুষ ভক্তরা!