সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার বেশ খানিকটা চাপের মধ্যে দিয়েই স্টক মার্কেট গিয়েছে। বিগত শুক্রবারের মতোই সোমবারেও বাজারের ঊর্ধ্বগতির আশা করেছিলেন সকলে তবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বাজারের পরিবেশ নষ্ট করেছে। সোমবার লেনদেন শেষে, সেনসেক্স ০.৭৩% বা ৪৮৩.২৪ পয়েন্ট কমে ৬৫৫১২ পয়েন্টে বন্ধ হয়েছে। যেখানে নিফটি ০.৭২ শতাংশ অর্থাৎ ১৪১.১৫ পয়েন্ট কমে ১৯৫১২ পয়েন্টে বন্ধ হয়েছে। সোমবার বাজারের এই পতনের কারণে মিডক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার গুলো কিন্তু মারাত্মকভাবে আঘাত পেয়েছে বলাই যায় ।
বিগত পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলেই বুঝবেন যে এই সময় অনেক শক্তিশালী শেয়ারও কিন্তু নিম্নমুখী হয়ে যেতে পারে । তবে আপনারা এটার উপরে বাজি ধরে কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভালো রিটার্ন পেতেই পারেন চেষ্টা করলে।। তবে তার জন্য আপনাকে আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তেই হবে। আজকের এই প্রতিবেদনে আমরা তিনটি এমন স্টকের কথা বলব যার উপরে বাজি ধরলে আপনারা খুব শীঘ্রই কিন্তু দুর্দান্ত রিটার্ন পেয়ে যাবেন।
Read More: UPI Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে
রুদ্র শেয়ারস অ্যান্ড স্টকস ব্রোকার্স লিমিটেডের এমডি সুনীল বনসাল দীর্ঘমেয়াদে তিনটি স্টকের কথা গ্রাহকদের উদ্দেশ্যে বলেছেন আর সেগুলোই আমরা তুলে ধরতে চলেছি।
- প্রথম নির্বাচিত স্টক হল IRFC লিমিটেড। সোমবার এটির ৫ শতাংশের বেশি পতন দেখা গেছে। বর্তমানে শেয়ারটির দাম ৭১ টাকা। এই শেয়ারটি এক বছরে ২৩২ শতাংশ চমৎকার রিটার্ন দিয়েছে। এক মাসে শেয়ারটি ১৬.০৫ শতাংশ কমেছে৷ এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৯২.৩৫ টাকা৷ সুতরাং অল্প সময়ের মধ্যে ভালো রিটার্ন পেতে চাইলে এই স্টক কিন্তু একটা দারুণ অপশন হতে পারে।
- দ্বিতীয় যে স্টকটির কথা আমরা বলব তা হল পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার ।সোমবার PNB শেয়ার ৪.৬৯% কমেছে। শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৮৩.৫০ টাকা, বর্তমানে শেয়ারটির দাম ৭৩.১৫ টাকা।
- NMDC NMDC শেয়ার বর্তমানে ১৪২.৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১৫৪.২৫ টাকা এবং সোমবার এই শেয়ারে ২ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে। খুব শীঘ্রই এই স্টকটিও বিনিয়োগকারীদের কাছে একটা দারুণ রিটার্ন দায়ক স্টক হিসেবে বিবেচিত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সুতরাং এই সময়ের মধ্যে যদি আপনারা যুদ্ধ পরিস্থিতিতে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে এই শেয়ারগুলোকে বেছে নিতে পারেন। তবে অবশ্যই ভালোভাবে সমস্ত দিক যাচাই করে নিতে ভুলবেন না।
Read More: UPI: যদি ভুল একাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলেন, কিভাবে তা ফেরত পাবেন জেনে নিন!