Beauty Tips : পার্লারের কি প্রয়োজন? বিশেষ কোনো খরচ ছাড়াই কলার খোসা দিয়ে বাড়িতে করুন পেডিকিওর-মেনিকিওর

ত্বকের পাশাপাশি আমাদের হাত পায়ের যত্ন করাটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন.. নয়তো একটা সময়ে এসে নিজেদের হাত পায়ের চেহারা দেখে নিজেদেরই অবাক হয়ে যেতে হয়.. পার্লার ছাড়া বাড়িতে কিভাবে করবেন যত্ন দেখে নিন..

0
164
Beauty Tips : পার্লারের কি প্রয়োজন? বিশেষ কোনো খরচ ছাড়াই কলার খোসা দিয়ে বাড়িতে করুন পেডিকিওর-মেনিকিওর
Beauty Tips : পার্লারের কি প্রয়োজন? বিশেষ কোনো খরচ ছাড়াই কলার খোসা দিয়ে বাড়িতে করুন পেডিকিওর-মেনিকিওর

বর্তমান সময়ে রূপচর্চার জন্য বিউটি পার্লার সাধারণ মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। কিন্তু সবসময় পার্লারে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করে কিন্তু হাত আর পায়ের যত্ন করা সম্ভব হয়ে ওঠে না সকলের পক্ষে। তবে কোন ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে হাত আর পায়ের যত্নের জন্য কিছু টোটকা কাজে লাগাতে পারেন। আজ আমরা বাড়িতে সহজ উপায়ে পেডিকিওর এবং মেনিকিওর করার কথা বলব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

Beauty Tips : পার্লারের কি প্রয়োজন? বিশেষ কোনো খরচ ছাড়াই কলার খোসা দিয়ে বাড়িতে করুন পেডিকিওর-মেনিকিওর
Beauty Tips : পার্লারের কি প্রয়োজন? বিশেষ কোনো খরচ ছাড়াই কলার খোসা দিয়ে বাড়িতে করুন পেডিকিওর-মেনিকিওর

কিভাবে পেডিকিওর- মেনিকিওর করবেন?

  • হাত এবং পায়ে হুবহু পার্লারের মতো জেল্লা আনার জন্য আপনারা ফলের খোসা কাজে লাগাতে পারেন। এই প্রসঙ্গে আমরা বলবো কলার খোসার কথা। কমবেশি আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এই ফলটি খাওয়া হয়ে থাকে এবং খাবার পরে খোসা অব্যবহারযোগ্য হিসেবে ফেলে দেওয়া হয়।। তবে এবার থেকে সেটি করবেন না। বরং এই কলার খোসা কে নিয়ে তার ওপরে বেশ কয়েকটা চিনি আর সামান্য পরিমাণে মধু, নারকেল তেল দিয়ে পা কে ভালো করে পরিষ্কার করে ঘষে ফেলুন। যদি ধারাবাহিকতা বজায় রেখে করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই পা খুব সুন্দর মোলায়েম আর নরম হয়ে উঠেছে।
  • দ্বিতীয় ধাপে গরম জলে বেশ খানিকটা নুন দিয়ে পা তার মধ্যে ডুবিয়ে রেখে দিন।নুনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়াকে আপনার পা থেকে সহজে দূর করে দেবে। কিছুক্ষণ পর একটি তোয়ালে দিয়ে বা কাপড় দিয়ে ভালো করে পা ঘষে পরিষ্কার করে ফেলুন।
  • এবারে একটা পাত্রের মধ্যে গরম জল, কিছুটা পরিমাণ বেকিং সোডা এবং বেশ কয়েক টেবিল-চামচ শ্যাম্পু ফেলে দিন। এই মিশ্রণের মধ্যে কিছুক্ষণ আবারও পা ডুবিয়ে রাখুন।মাঝে মধ্যে ফুট স্ক্রাবার অথবা যদি না থাকে তাহলে কলার খোসা ব্রাশ দিয়ে আস্তে আস্তে পায়ের গোড়ালি পায়ের পাতা পরিষ্কার করুন কিংবা পুরনো দাঁত মাজার ব্রাশ থাকলে সেটিও ভালো করে ধুয়ে নিয়ে আঙ্গুলের চারিদিক, নখের কোন গুলিকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।পায়ের উপরে কালো দাগ বেশি হয়ে যায় অর্থাৎ সূর্যের তাপের টান পড়ে যায় তারা একসঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিতে পারেন। দেখবেন খুব উপকার পাবেন।
  • সবশেষে সামান্য নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল ভালো করে মিশিয়ে পায় মাসাজ করুন। অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন হাত এবং পায়ে এই প্রক্রিয়াটি করার চেষ্টা করবেন। হাতের ক্ষেত্রেও কিন্তু এই প্রক্রিয়ায় আলাদা কোনো বিশেষ পার্থক্য নেই। আর হ্যাঁ অবশ্যই কিন্তু হাত এবং পায়ের নখ সমান করে কেটে নিতে এবং সর্বদা সেগুলি পরিষ্কার করতে ভুলবেন না। দেখবেন অল্প কিছু সময়ের মধ্যেই একেবারে পার্লারের পেডিকিওর মেনিকিউর এর মতন দুর্দান্ত সুন্দর হাত এবং পা গেছেন আপনারা।

Read More: Beauty Tips : সম্পূর্ণ ঘরোয়া উপায়ের সাহায্যে ত্বক থেকে ছুলি দূর করে ফেলুন, জেনে নিন এই বিশেষ কয়েকটি টোটকা