টেলিভিশনের দুনিয়ায় সম্পূর্ণ নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছেন জিতেন্দ্র কন্যা একতা কাপুর। শুধুমাত্র ছোট পর্দা নয় বলিউড ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠা করছেন একতা।‘ড্রিম গার্ল’, ‘বীরে দি ওয়েডিং’, ‘কাঁঠাল’-এর মতো ছবির প্রযোজনা করেছে তাঁর সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’।সদ্য মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘থ্যাঙ্কি ইউ ফর কামিং’। আর এই ছবির জন্যই রীতিমতন ভয়ংকর ভাবে সমালোচনার মুখোমুখি হয়েছেন একতা কাপুর। তবে সমালোচনা শুনে থেমে থাকেননি তিনি। সমালোচনাকারীদের রীতিমতন যোগ্য জবাব দিয়েছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনা।
একতা কাপুরের থ্যাঙ্ক ইউ ফর কামিং চলতি বছরের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে।তবে ভারতে তেমন ব্যবসা করে উঠতে পারছে না এই ছবি। একেবারেই নারীকেন্দ্রিক একটি ছবি। নারীদের ইচ্ছা, যৌন অভিরূচি থেকে তাঁদের চরমসুখের মুহূর্তকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। তাতেই যেন চটেছেন সমাজের একাংশ। বর্তমান সময়ে দাঁড়িয়েও অনেকেই কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এই ধরনের কনটেন্ট মেনে নিতে পারেন না। তাই স্বাভাবিকভাবে এই সমালোচনার মুখোমুখি করতে হয়েছে একতা কাপুর কেও।
এই ছবিটি দেখার পর এক ব্যক্তি লিখেছেন,“ দয়া করে প্রাপ্তবয়স্কদের ছবি বানানো বন্ধ করুন”। তার উত্তরে একতা বেশ সাবলীলভাবেই বলেন,“আমি এক জন পূর্ণবয়স্ক তাই তেমনই ছবি বানাবো”। আরও এক ব্যক্তি লেখেন, “আপনার লজ্জা লাগা দরকার”। উত্তরে তিনি বলেন,“আপনারও লজ্জা লাগা দরকার”। অন্য দিকে আর এক জন লেখেন, “থ্যাঙ্ক ইউ ফর কামিং দেখে খুব হতাশ হলাম। বুঝলাম না কেন নির্মাতারা এই ছবি বানিয়েছেন, সব কিছু করতে পারাকে স্বাধীনতা বলে না”। এই কমেন্টেও যোগ্য প্রত্যুত্তর দিয়েছেন একতা।লেখেন,“থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবিটি হইচই ফেলে দিয়েছে তা ভালই বুঝতে পারছি। আর স্বাধীনতার কথা আপনি কম বললেই ভাল। তবে ধন্যবাদ এমন একটা রিভিউয়ের জন্য”।
Read More: Bollywood Update : তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগার পথে? আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা!
আরেকটা পোস্টে তিনি লেখেন, ‘থ্যাংক ইউ ফর কামিং একটু পাগলাটে ধরনের ছবি যা আমি এবং আমার পার্টনার রিয়া কাপুর বানিয়েছি। এটা যে কেবল পুরুষতন্ত্রকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেটাই নয়, এমনকি সেটাতে সুড়সুড়ি পর্যন্ত দিয়েছে যাতে হাঁচির মাধ্যমে যা যা ভুলভাল জিনিস আছে সেগুলো বেরিয়ে যায়।’ পাশাপাশি একতা একটি টুইটে লেখেন, ‘আত্মতুষ্টির জন্য কালচার ধ্বংস করা থেকে আন্তর্জাতিক প্রেসে ভারতীয়দের থেকে হাততালি পাওয়া….’। এই ছবিটি প্রসঙ্গে আপনাদের কি মতামত তা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করে নিতে পারেন ।