Hero Splendor কিনলে EMI শুরু 2024-এ! নিম্নবিত্ত মানুষদের জন্য শুরু হচ্ছে এই বিশেষ অফার, জেনে নিন চলবে কতদিন?

Hero Splendor কিনতে চাইলে পেয়ে যাবেন দুর্দান্ত অফার, জেনে নিন কি কি সুবিধা থাকছে এবং কতদিন পর্যন্ত এই সুবিধা পাবেন?

0
171
Hero Splendor কিনলে EMI শুরু 2024-এ! নিম্নবিত্ত মানুষদের জন্য শুরু হচ্ছে এই বিশেষ অফার, জেনে নিন চলবে কতদিন?
Hero Splendor কিনলে EMI শুরু 2024-এ! নিম্নবিত্ত মানুষদের জন্য শুরু হচ্ছে এই বিশেষ অফার, জেনে নিন চলবে কতদিন?

আপনি কি বর্তমানে একটি টু হুইলার কিনতে আগ্রহী রয়েছেন? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই! জনগণের কাছে টু হুইলারের ক্ষেত্রে একটি বেশ চাহিদা সম্পন্ন সংস্থা হল হিরো মটোকর্প। এই সংস্থার একটি জনপ্রিয় মডেল Hero Splendor Plus। এই টু হুইলার বিশেষত্ব হলো যে এখানে একবার সার্ভিসিং করালে বা একবার তেল ভরালে কিন্তু বারবার করে এদিক-ওদিক ছুটতে হয় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের কাছে এটা ঠিক কতটা সুবিধা জনক। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কাছে এই বাইকটি কিন্তু দুর্দান্ত একটি সুযোগ নিয়ে আসছে। যদি আপনাদের মধ্যে কেউ এই বাইকটি কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই জেনে নিন কিছু বিশেষ দিক।

Hero Splendor কিনলে Emi শুরু 2024-এ! নিম্নবিত্ত মানুষদের জন্য শুরু হচ্ছে এই বিশেষ অফার, জেনে নিন চলবে কতদিন?
Hero Splendor কিনলে Emi শুরু 2024-এ
  • সম্প্রতি Grand Indian Festival Of Trust বা GIFT 2023 এর ঘোষণা করেছে হিরো মটোকর্প। সেখানেই বিশেষ কিছু সুবিধার কথা গ্রহণ করা হয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে।
  • হিরো জানিয়েছে, গ্রাহকদের জন্য নূন্যতম সুদের হার 6.99 শতাংশ থেকে শুরু হবে।
  • একটি ‘Buy Now Pay in 2024’ ক্যাম্পেইনের কথাও উল্লেখ করেছে সংস্থা।অর্থাৎ গ্রাহকেরা কমিউটার বাইক কিনবেন এই বছর, কিন্তু EMI শুরু হবে 2024 সাল থেকে। উক্ত অফারগুলোর পাশাপাশি 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও রাখা হয়েছে।
  • শুধুমাত্র হিরোর এই মডেলটি নয় পাশাপাশি আরো বহু মডেলও কিন্তু আপনারা এই সুবিধা গুলো পেয়ে যাবেন।

আরও পড়ুন- Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!

Hero Splendor Plus এর বৈশিষ্ট্য:

হিরো মটোকর্প এর এই জনপ্রিয় মডেলটি তে রয়েছে 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ @8000Rpm এ 7.91 হর্সপাওয়ার শক্তি এবং @6000Rpm এ 8.05 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে থাকছে 4 স্পিড গিয়ারবক্স।বাইকের দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক এবং টেলিস্কপিক ফর্ক সাসপেনশন। এছাড়াও আপনারা এতে পেয়ে যাবেন 18 ইঞ্চি অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, হ্যালেজন হেডল্যাম্প, ইলেকট্রিক সেল্ফ স্টার্ট, 9.8 লিটার ফুয়েল ট্যাংক। এই বাইকটি ব্যবহারকারীদের মোটামুটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে বলে জানা যাচ্ছে।বাইকের সিটের উচ্চতা 785 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং ওজন 112 কেজি। বাজারে এই বাইকের ড্রাম ভেরিয়েন্টের দাম 75,000 টাকা থেকে 77,986 টাকা (এক্স শোরুম)। নগদ অর্থ দিয়ে কিনতে অসুবিধা থাকলে আপনারা কিন্তু এই অফারে হিরো মটোকর্প এর দুর্দান্ত এই মডেলটি বাড়িতে নিয়ে আসতেই পারেন।

আরও পড়ুন- Yamaha Bikes : লঞ্চ হচ্ছে ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স ১০০ মডেল, জেনে নিন দাম এবং ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য