Best Scooters in India : স্কুটার কিনতে চান? আজ দেখাবো মাত্র ৭০ হাজারের মধ্যে সেরা ১০’টি স্কুটারের খোঁজ!

Best Scooters in India : আসন্ন পুজোয় টু হুইলার কিনতে আগ্রহী? দেখে নিন মাত্র ৭০০০০ টাকার মধ্যেই সেরা কিছু স্কুটারের খোঁজ!

2
189
Best Scooters in India : স্কুটার কিনতে চান? আজ দেখাবো মাত্র ৭০ হাজারের মধ্যে সেরা ১০'টি স্কুটারের খোঁজ!
Best Scooters in India : স্কুটার কিনতে চান? আজ দেখাবো মাত্র ৭০ হাজারের মধ্যে সেরা ১০'টি স্কুটারের খোঁজ!

উৎসবের মরশুমে বহু মানুষ কিন্তু টু হুইলার বা ফোর হুইলার (Scooters) কেনাকাটার কথা চিন্তাভাবনা করছেন। সাধারণত এই সময়ে বিভিন্ন বড় বড় সংস্থাগুলি তাদের নিজস্ব মডেলের উপর বড়সড়ো ডিসকাউন্ট অফার করে থাকে। আজকে আমরা তাই আগ্রহী পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে কম খরচের মধ্যে সেরা দশটি স্কুটারের খোঁজ যা আসবে অসাধারণ ফিচার্স সহ। যদি আপনারা সম্প্রতি স্কুটার কেনার কথা চিন্তাভাবনা করছেন, তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি মিস করবেন না (Best Scooters in India)।

১) Best Scooters in India: Honda Activa 6G:

কম খরচে ভালো টু হুইলার বলতেই এই মডেলটির কথা নিঃসন্দেহে প্রথমে বলা যায়।Honda-এর Activa 6G মডেলের এক্স-শোরুম দাম ৭৬ হাজার ২৩৪ টাকা থেকে শুরু হচ্ছে। তবে টপ মডেলের স্কুটারটির দাম হচ্ছে ৮২ হাজার ৭৩৪ টাকা। স্কুটারটির মাইলেজ কিন্তু দুর্দান্ত।

২) Best Scooters in India: Honda Activa 125:

এবার যে স্কুটারের দ্বিতীয় মডেলটির কথা আমরা বলব তা হল Honda Activa 125।এই স্কুটারটির দাম ৭৯ হাজার ৮০৬ টাকা শুরু হচ্ছে। বিভিন্ন ভেরিয়েন্টে এই স্কুটার পাওয়া যায়। সর্বোচ্চ 88,979 টাকা। দেশের বহু সংখ্যক মানুষ এই মডেলটি ব্যবহার করেন।

৩) Best Scooters in India: TVS Jupiter:

ভারতীয় বাজারে সবথেকে বিক্রি হওয়া স্কুটারের মধ্যে এই মডেলটির নাম উল্লেখ করা যায়।TVS এর Jupiter এর দাম (এক্স-শোরুম) ৭৩ হাজার ২৪০ টাকা থেকে শুরু হয়েছে। সর্বোচ্চ ৮৯ হাজার ১০৫ টাকা। এই মডেলটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Read More: USB-C cable ও CarPlay নিয়ে সমস্যায় পড়ছেন iPhone 15 এর ক্রেতারা, জানুন বিস্তারিত

৪) Best Scooters in India: Honda Dio:

মহিলাদের জন্য একটি দুর্দান্ত মডেল হিসেবে পরিচিত রয়েছে Honda Dio। এই মডেলটির দাম মোটামুটি 70,211 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 77,712 টাকা পর্যন্ত হয়। দেখুন তো এই মডেলটি আপনার পছন্দ হয় কিনা!

৫) Best Scooters in India: Suzuki Access 125:

এই স্কূটারটিরও দাম ৭৯ হাজার ৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। টপ ভেরিয়েন্টের দাম 90,000 টাকা পর্যন্ত হবে। মোটামুটি নির্দিষ্ট বাজেটের মধ্যে এটাও একটা দারুণ মডেল।

৬) Best Scooters in India: TVS XL100:

মফস্বল এবং গ্রামের দিকে এই মডেলটির কিন্তু ব্যাপক চাহিদা হয়ে থাকে তা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।মাত্র ৪৪ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে এই মোপেড। সংস্থা বেশ কয়েকটি ভেরিয়েন্ট প্রকাশ্যে এনেছে। সবগুলি বেশ চাহিদা সম্পন্ন।

Read More: Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!

৭) Best Scooters in India: 2023 Hero Xoom:

এই স্কুটারের দাম মাত্র ৭০ হাজার ১৮৪ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ ৭৮ হাজার ৫১৭ টাকা পর্যন্ত ভেরিয়েন্টের দাম রয়েছে। ইচ্ছা থাকলে এই মডেলটি একবার আপনারা ট্রাই করতে পারেন।

৮) Best Scooters in India: Ola S1 Pro:

দেখুন তো ভালো দামের মধ্যে এই দুর্দান্ত মডেলটি আপনার পছন্দ হয় কিনা? একটু দাম বেশি হলেও এই মডেলটি কিন্তু আপনার পরিবহন খরচ বাঁচাতে অনেকটাই সাহায্য করতে চলেছে।1.40 লাখ টাকা থেকে শুরু হচ্ছে এই বাইক। সর্বোচ্চ 1.47 লাখ পর্যন্ত মিলবে এই বাইকের টপ ভেরিয়েন্ট।

৯) Best Scooters in India: Ather 450X:

Ather এনার্জির সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার 450X। এই স্কুটারটিও কিনতে হলে আপনাকে 1.26 লাখ টাকা থেকে কিনতে হবে। অনেকগুলি ভেরিয়েন্ট আছে। টপ মডেলের দাম 1.30 লাখ টাকা পর্যন্ত।

Read More: Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল, রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!

১০) Best Scooters in India: TVS iQube :

TVS এর iQube ইলেকট্রিক বাইক প্রকাশ্যে আসার পরেই ধূম ফেলে দিয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা থেকে শুরু এই স্কুটারর দাম। তবে টপ ভেরিয়েন্টের দাম 1.62 লাখ টাকা। তাহলে এতগুলি মডেলের মধ্যে থেকে আপনার কোন মডেলটি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ‌।