কমবেশি অনেক মহিলাদের মুখের মধ্যেই কিন্তু অবাঞ্ছিত লোমের সমস্যা লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এই ফেসিয়াল হেয়ার আমাদের সৌন্দর্য কে আটকে রাখে এবং মেকআপ করতেও নানান রকমের সমস্যা সৃষ্টি করে। ফেসিয়াল হেয়ার এর কারণে অনেক সময় ফাউন্ডেশন সহ অন্যান্য ক্রিম আমাদের মুখে ভালোভাবে বসতে চায় না। আবার সাজগোজ করার পরেও কিন্তু দেখতে খারাপ লাগে। তাই স্বাভাবিকভাবেই অনেকে চেষ্টা করেন এই অবাঞ্ছিত লোম সরিয়ে ফেলার। কিভাবে সহজ উপায়ে এটাকে সরিয়ে ফেলা যায় বিশেষ কোন ঝামেলা ছাড়াই তা কিন্তু আপনারা অনেকেই জানেন না! সেই সমস্ত পাঠক বন্ধুদের জন্যই আমরা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ প্রতিবেদন…
আপনারা যারা ফেসিয়াল হেয়ার সহজেই দূর করতে চান তারা নিম্নলিখিত টোটকা গুলো কাজে লাগাতে পারেন
১) ফেসিয়াল হেয়ার দূর করতে চাইলে আপনারা প্রথম যে কাজটি করবেন তা হলো দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং ৮-৯ টেবিল চামচ জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন।যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে উঠছে গরম করুন। তারপর নামিয়ে মিশ্রণটি ঠান্ডা করে নেওয়ার পরে ঠোঁটের উপরের লোমের অংশে লাগিয়ে ফেলুন। ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত এটাকে রেখে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন.. লেবুর রস এবং গরম চিনি ঠোটের উপরের এই লোমের অংশে লেগে গিয়ে সহজেই এগুলোকে তুলে দিতে সাহায্য করবে।
২) দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে গরম করুন। মোটামুটি মিনিট তিনেক সময় মিশ্রনটি ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা জল মিশিয়ে দিন।মিশ্রণটা পাতলা হয়ে গেলে ঠান্ডা হতে দিন। লাগানোর পর ওয়াক্সিং স্ট্রিপ বা কটনের কাপড় দিয়ে মুছে ফেলুন। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে ডিরেকশনে আপনারা এই মিশ্রণটি কে লাগাবেন তার উল্টো দিকে কিন্তু আপনাদের এটিকে মুছতে হবে। নয়তো বিশেষ কোনো কাজ দেবে না।
আরও পড়ুন- দামি ডিজাইনার ড্রেস নয়, সাধারণ শাড়িতেই পাবেন পুজোর ট্রেন্ডি লুক, কি জানাচ্ছেন টলিউডের এই ডিজাইনার!
৩) তৃতীয় পদ্ধতিটির জন্য আমাদের যা প্রয়োজন হবে তা হল পাকা কলা ও ওটমিল গুড়া। এই দুটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং সেটাকে প্রায় ১৫ মিনিট পর্যন্ত আপনার ফেসিয়াল হেয়ারের অংশে লাগিয়ে রাখুন।। কিছুক্ষণ পর ভালোভাবে ধুয়ে নেবেন। এই বিশেষ মিশ্রণটি কিন্তু আপনার ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা ধরে রাখতেও আপনাকে সাহায্য করবে লোম দূর করে দেওয়ার পাশাপাশি।
৪) ১ টেবিল চামচ কর্নস্টার্চ ও চিনির সঙ্গে ডিমের সাদা অংশ মেশান। যে জায়গার লোম দূর করতে চাইছেন সেখানে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে দিলেই দেখবেন আর কোন রকমের অবাঞ্ছিত লোম সেখানে নেই।
৫) প্রতিবেদনের সব শেষে যে টোটকাটি আমরা বলব তার জন্য হলুদ গুড়ার সঙ্গে ১ টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে অবাঞ্ছিত লোম এর জায়গায় লাগিয়ে রাখুন। অন্যান্য মিশ্রণ গুলির মতন এটিও শুকিয়ে গেলে ধুয়ে দেবেন।
আরও পড়ুন- Weight Loss Tips : জেনে নিন সহজে রোগা হওয়ার কিছু উপায়, সর্বদাই থাকবে ওজন নিয়ন্ত্রণে!
বিশেষ দ্রষ্টব্য: যদি কোন কারণবশত উপরিউক্ত উপাদান গুলোর কোন একটিতে আপনাদের অ্যালার্জি বা সেই জাতীয় কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই টোটকাটি আপনারা বাদ দিতে পারেন।