পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন। এই সময়ে প্রায়শই বহু মানুষ কিন্তু নানান রকমের ইলেকট্রিক ডিভাইস এবং গ্যাজেট কিনতে ব্যস্ত রয়েছেন। তাই সাধারণ জনগণকে টার্গেট করে বহু কোম্পানি বা সংস্থা কিন্তু নিজেদের নানান রকমের নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। সম্প্রতি ঠিক এই অবস্থাতেই যেমন বাজারে আসতে চলেছে google এর নতুন ল্যাপটপ গুগলক্রোমবুক প্লাস। উন্নত মানের প্রসেসর ছাড়াও এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে খুব সুন্দর ভাবে। নিশ্চয়ই আপনারাও এই ল্যাপটপের ব্যাপারে জানতে আগ্রহী হয়ে পড়েছে ইতিমধ্যেই? আসুন তাহলে দেখে নেওয়া যাক এই ল্যাপটপের মধ্যে কি কি সুবিধা রাখা হয়েছে!
সংস্থা জানিয়েছে যে,এই নতুন ল্যাপটপটিতে ১২ ইন্টেল কোর আই৩ বা এএমডি৩ ৭০০ সিরিজ কিংবা তার উপরের প্রসেসর থাকবে। পাশাপাশি ৮ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ফুল এইচডি আইপিএস ডিসপ্লে নিয়ে আসছে এটি।এছাড়াও ১০৪০ মেগাপিক্সেলের ওয়েবক্যামেরা থাকবে এই ল্যাপটপটিতে। সিঙ্গেল চার্জে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণভাবে এই কয়েকটি বৈশিষ্ট্য যুক্ত করার পাশাপাশি অসাধারণভাবে এই ল্যাপটপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা
Artificial intelligence এরও প্রয়োগ করা হয়েছে।
আরও পড়ুন- শুধুমাত্র ঘোরাঘুরি করেই টাকা ইনকাম করতে চান? চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে!
ল্যাপটপের নীচের দিকে একটি বোতাম থাকবে যা ভিডিয়ো কনফারেন্সের ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজের ক্যামেরা বন্ধ-খোলা বা শব্দের বিকল্পকে তাড়াতাড়ি খুলতে বা বন্ধ করতে সাহায্য করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চারপাশের অতিরিক্ত আওয়াজ, পিছনের দৃশ্যের পরিবর্তন ও অতিরিক্ত আলোর প্রয়োজন হলে তা পাওয়া যাবে ল্যাপটপটিতে। আমাদের স্মার্টফোনে যেমন ভাবে বিভিন্ন ছবি এবং ভিডিওকে একত্রিত করে স্বল্প দৈর্ঘ্যের কোন ভিডিও প্রস্তুত করা যায় ঠিক তেমনভাবেই এই ল্যাপটপটিতেও করা যাবে।
ক্রেতাদের আকর্ষণ করার জন্য আরও একটি বিশেষ সুবিধা রেখেছে সংস্থা। সেটি হল গুগল ক্রোমবুক প্লাস ল্যাপটপটি যারা কিনবেন, তাঁরা তিন মাসের জন্য অ্যাডোব ফটোশপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই এই ল্যাপটপটি লঞ্চ করা হবে। ভারতের বাজারে এই ল্যাপটপটি লঞ্চের জন্য কোন রকমের সময়সীমা এখনো অবধি সংস্থার তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি। জানিয়ে রাখি ভারতীয় মুদ্রায় এই ল্যাপটপটির দাম পড়বে প্রায় ৩৩ হাজার টাকার কাছাকাছি।
আরও পড়ুন- Top 10 Cars in India : ভারতের সবচেয়ে সুরক্ষিত ১০টি গাড়ি কি কি? জেনে নিন বিস্তারিত!