আমাদের অনেকের ত্বকেই কিন্তু নানান রকম কারণে স্ট্রেচ মার্কস বা ফাটা দাগ নিয়ে নানান রকমের সমস্যায় ভুগতে হয়। এই ধরনের দাগ কিন্তু সাধারণ ওষুধ ব্যবহার করে চট করে যেতে চায় না। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই দাগ বাড়তে থাকে। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি ফলো করলে আপনারা হয়তো ত্বকের এই স্ট্রেচ মার্কস নিয়ে কিছুটা হলেও সমাধান পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে নিয়মিত এই সমস্ত ঘরোয়া টোটকা গুলোকে ট্রাই করতে হবে। যদি ধারাবাহিকভাবে এই টোটকা গুলো পালন করতে পারেন তবেই কিন্তু এগুলো সঠিকভাবে আপনাকে ফলাফল এনে দেবে।
ঘরোয়া টোটকার সাহায্যে কিভাবে স্ট্রেচ মার্কস দূর করবেন?
আরও পড়ুন- Beauty Tips : বিশেষ কোনো ঝামেলা ছাড়াই এইভাবে দূর করে ফেলুন মুখের অবাঞ্ছিত লোম, জেনে নিন টোটকা
7আলুর রস ব্যবহার করুন:
যেকোনো ধরনের দাগ দূর করতেই কিন্তু আলুর রস কার্যকরী ভূমিকা পালন করে।কুচি করে আলু কেটে তার রস দাগের ওপর মালিশ করতে হবে। ৫-১০ মিনিট মালিশ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মোটামুটি এক সপ্তাহ টানা আপনারা এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন। কতটা কাজে লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।
6ডিমের সাদা অংশ ব্যবহার করুন:
স্ট্রেচ মার্কস দূর করার জন্য এটিও একটি দারুন কার্যকরী উপায়।ডিম থেকে কুসুম আলাদা করে নিন। সাদা অংশটি ভালোমতো মিক্স করে দাগের ওপর মাখুন। ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই দ্বিতীয় টোটকা। এটা কেউ প্রায় এক সপ্তাহ ট্রাই করে দেখতে পারেন।
5লেবুর রস:
একটি পাত্রে লেবুর রস নিয়ে দাগের ওপর ভালো করে মালিশ করুন। এভাবে ১০ মিনিট মালিশের পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়ায় সপ্তাহের ভেতর দাগ হালকা হয়। তবে অবশ্যই নিয়মিত আপনাকে এটাও করতে হবে অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হবে তবেই কিন্তু ফাটা দাগ সহজে দূর হবে। কোন রকমের অন্য মিশ্রণ ব্যবহার করবেন না।
4হলুদ:
জল বা সরিষার তেলের সঙ্গে হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন এবং এই পেস্টটি দাগের ওপর লাগান। এভাবে দিনে অন্তত দুবার লাগালে উপকার পাবেন। কিছুক্ষণ সময় অন্তর মিশ্রণটি শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে যে কোনো ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন।।
3অ্যালোভেরা জেল:
এলোভেরা জেল যে কতটা কার্যকরী আমাদের ত্বকের জন্য তা হয়তো আপনাদের আলাদা করে বলে দিতে হবে না। ফাটা দাগ ছাড়া ত্বকের অন্যান্য দাগ দূর করতেও অ্যালোভেরা জেল কার্যকরী। নিয়মিত অ্যালোভেরার জেল বা রস ব্যবহারের ফলে দাগ দূর হয়। ত্বকও সুস্থ থাকে। লক্ষ্য করে দেখবেন বাজার চলতি বিভিন্ন ক্রিম থেকে শুরু করে লোশানেও কিন্তু এই এলোভেরা জেল ব্যবহার করা হয়ে থাকে।
2চিনি ও নারকেল তেলের মিশ্রণ:
স্ট্রেচ মার্কের জায়গায় চিনি ঘষলে জায়গাটার এক্সফোলিয়েশন হবে। এর জন্য ১ কাপ চিনির সঙ্গে ১/২ কাপ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন।সামান্য লেবুর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটি ওই জায়গায় মিনিটদশেক স্ক্রাব করুন। সপ্তাহে বেশ কয়েকবার করতে পারেন। তবেই হাতেনাতে ফলাফল দেখতে পাবেন।
1কোকো বাটার ও শিয়া বাটার:
ত্বককে খুব সহজে হাইড্রেট করতে কোকো বাটারের জুড়ি নেই। স্কিনকে আগের মতো তারুণ্য গড়ে তুলতে, স্ট্রেচ মার্ক নির্মূল করতে, ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, যা নতুন করে স্কিনকে গঠন করতে সাহায্য করে। তাই নির্দ্বিধায় আপনারা এগুলো কেও কাজে লাগাতে পারেন।