সাধারণ মানুষের কাছে বগলের লোম আর কালো দাগ কিন্তু একটি অস্বস্তিকর জিনিস। অনেকেই এই দুটোকে দূর করার জন্য নানান রকমের ঘরোয়া উপায় এবং টোটকা ব্যবহার করে থাকেন যা, খুব একটা কার্যকরী নয়। আবার অনেকেই বাজার চলতি বিভিন্ন ক্রিম ব্যবহার করেন যা হয়তো কাজ করার বদলে সমস্যা আরো বাড়িয়ে দেয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই এমন কিছু টোটকা নিয়ে এসেছি যাতে বগলের লোম আর কালো দাগ খুব সহজ উপায়ে আপনার দূর করে ফেলতে পারেন। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।
১) পাতিলেবু ও চিনি:
একটা লেবুকে টুকরো করে কেটে সেই টুকরো করা অংশটার মধ্যে একটু চিনি লাগিয়ে যদি আপনারা কালো দাগ থাকা অংশে ঘষতে পারেন তাহলে কিন্তু সহজেই সেই দাগ দূর হয়ে যাবে । লেবু ত্বক পরিষ্কার করতে ব্যাপক রকমের সাহায্য করে। অনেকেই হয়তো জানেন লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়।
২) কফি পাউডার ও কাঁচা দুধের মিশ্রণ :
স্নান করার আধ ঘন্টা আগে এক টেবিল চামচ কফি পাউডারের মধ্যে সামান্য কাঁচা দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার বগলের কালো জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে রেখে দিয়ে চান করার সময় ধুয়ে নেবেন। মোটামুটি প্রায় সপ্তাহখানে ট্রাই করে দেখুন এই টোটকা।
৩) অ্যালোভেরা জেল ও ভিটামিন ই অয়েল:
এই টোটকাটি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন। সামান্য এলোভেরা জেল এর মধ্যে ভিটামিন ই অয়েল বা ক্যাপসুল মিশিয়ে লাগিয়ে নিন আন্ডার আর্মসে। দেখুন নিমেষেই হয়ে যাবে আপনার কালো দাগ জনিত সমস্যার সমাধান। আর অন্য কিছুই ব্যবহার করতে হবে না।
৪) পাতিলেবুর রস, টুথপেস্ট, বেকিং সোডা, মধু –
কালো দাগ দূর করতে এক টেবিল চামচ লেবুর রস ১ টেবিল চামচ, সাদা টুথপেস্ট সামান্য, এক টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কালো দাগের উপর ঘষে ঘষে অন্তত লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। একবার ব্যবহার করলেই আপনারা পরিবর্তন বুঝতে পারবেন।
৫) পাতিলেবুর রস, বেকিং সোডা, চিনি –
লেবুর রসের সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কালো দাগের উপর ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন এবং সাত দিন পর পর করলেই দেখবেন, কালো দাগ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এর সঙ্গে সামান্য পরিমাণে বেকিং সোডাও মিশিয়ে নিতে পারেন যা খুবই কার্যকরী।
Read More: Weight Loss Tips : জল খেলেই কমে যাবে ওজন, শুধু জানতে হবে আসল কায়দা
৬) আলুর রস:
শরীরের যে কোনও দাগ সরাতে আলুর রস কিন্তু দারুণ উপকারী। দাগছোপ দূর করার পাশাপাশি শরীরের যে কোনও অংশের চুলকানির সমস্যা দূর করতেও আলুর রস বেশ উপকারী। কয়েক ফালি আলু বেটে তার রস বার করে তাতে ভিনিগার মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণ লাগিয়ে রাখুন বাহুমূলে। শেভিংয়ের পরে তো বটেই, নিয়ম করে সপ্তাহে তিন দিন এই রস লাগান বগলে। কালো দাগ গায়েব হবে সহজেই।
৭) গোলাপ জল ও বেকিং সোডা:
এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। দাগছোপ দূর করতে, মিশ্রণটি সপ্তাহে দু’ থকে তিন বার বগলে লাগাতে পারেন। মিনিট পাঁচেকের বেশি রাখবেন না যেন।