Beauty Tips : কাজে লাগান এই বিশেষ ৭টি টোটকা, খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর!

Beauty Tips : এই বিশেষ সাতটি উপায় ফলো করুন মেকআপ করার সময়, নিমেষেই হয়ে উঠবেন সুন্দর ত্বকের অধিকারী

1
228
Beauty Tips : কাজে লাগান এই বিশেষ ৭টি টোটকা, খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর!
Beauty Tips : কাজে লাগান এই বিশেষ ৭টি টোটকা, খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর!

আর মাত্র হাতে গোনা কয়েক দিনের অপেক্ষার পরেই শুরু হয়ে যাবে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে রয়েছে প্রস্তুতি তুঙ্গে।কোন দিন কি জামা পড়া হবে বা কিভাবে সাজগোজ করা হবে অথবা কোন জামার সাথে থাকবে কি ধরনের হেয়ার স্টাইল সবকিছুই কিন্তু অনেকে ঠিক করতে বসে গিয়েছেন! বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের চান যেন সাজগোজের মধ্যে একেবারে হিরোইনদের মতো ছোঁয়া থাকে। অন্যান্য বিষয়গুলো কিছুটা সামঞ্জস্য রক্ষা করলেও মেকআপ এর ক্ষেত্রেই হয়ে যায় সমস্যা। কিভাবে মেকআপ করলে ঠিক একেবারে নায়িকাদের মতন দেখতে লাগবে এটা নিয়ে অনেকের মনেই নানান রকমের সংশয় রয়েছে! তারা নিশ্চিন্তে আমাদের আজকের এই প্রতিবেদনটি ফলো করতে পারেন।

চলুন একেবারে বলিউডের নায়িকাদের মত মেকআপ করার সিক্রেট টিপস জেনে নেওয়া যাক:

খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর
খুব সহজেই এভাবে মেকআপ করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর সুন্দর

১) প্রথম ধাপে আপনাদের স্ক্রাবার ইউজ করে ভালোভাবে মৃত কোষগুলোকে পরিষ্কার করে নিতে হবে।। এরপর একটা স্কিনটোনার ব্যবহার করে ভালো করে টোনিং কমপ্লিট করে ফেলুন।

২)এ বার হাইলুরোনিক অ্যাসিডযুক্ত ফেস সিরাম ব্যবহার করুন। খেয়াল রাখবেন যাতে এর মধ্যে ভিটামিন সি এর উপস্থিতি থাকে যা আপনার ত্বকে জেল্লা আনতে সাহায্য করবে।

৩) সামান্য পরিমাণ মশ্চারাইজার ব্যবহার করুন গোটা ত্বকে। যদি আপনার খুব ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে অল্প গোলাপ জল মশ্চারাইজার এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন।

Read More: Health Tips : ব্লাড প্রেসার থেকে চুলের সমস্যা অথবা ত্বকের, এক সবজির রসেই দূর হবে, অবশ্যই পড়ে দেখুন

৪)সারা মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। প্রাইমার লাগিয়ে নিন। ত্বকের রন্ধ্রগুলি ঢেকে রাখতে ও মেকআপ বেশি ক্ষণ স্থায়ী করতে এই পদ্ধতিটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু ভুল করেও এটাকে মিস করবেন না।

৫)ফাউন্ডেশন ব্যবহারের আগে স্ট্রব ক্রিম ব্যবহার করতে ভুলবেন না যেন। চকচকে মেকআপ লুক তৈরি করার ক্ষেত্রে এই ধাপটি কিন্তু ভীষণ জরুরি। এবার নিজের স্কিনটোন এর সঙ্গে মিলিয়ে পছন্দমত ফাউন্ডেশন ব্যবহার করুন আর সেটা কে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন।

৬)সেটিংয়ের জন্য ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। তারপর আপনার স্কিন শেডের সঙ্গে মিশিয়ে হাইলাইটার ব্যবহার করুন। সবশেষে আরেকবার মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করে আই মেকআপ আর লিপস্টিক লাগিয়ে ফেলুন। বলিউডের নায়িকাদের মতন আপনার সৌন্দর্য আর আটকায় কে?

Read More: Beauty Tips : একবার ট্রাই করে দেখুন এই বিশেষ ফেসপ্যাক, মুখ থেকে দাগ-ছোপ সহ অন্যান্য সমস্যা দূর হবে সহজেই!