Tech News : দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে কিনে নিয়ে আসুন এই ল্যাপটপ!

Tech News : ভারী কাজের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ চান? দেখে নিন এই ল্যাপটপ!

3
168
Tech News : দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে কিনে নিয়ে আসুন এই ল্যাপটপ!
Tech News : দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে কিনে নিয়ে আসুন এই ল্যাপটপ!

বিগত বেশ কিছু সময় ধরে লঞ্চ হওয়া নানান রকমের ল্যাপটপে কিন্তু আপনারা বেশ কিছু নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন।। আগে সাধারণত হালকা কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করা হলেও, এখন ধীরে ধীরে এটি পাওয়ার ইউজার বা অত্যাধুনিক সুবিধা সহ কম্পিউটারে পরিণত হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত ফিচার যোগ করতে গিয়ে অনেক ক্ষেত্রে ল্যাপটপের চার্জিং এর সমস্যা হয়ে যায়, যার ফলস্বরূপ বাড়াতে হয় ল্যাপটপের আকার। তবে আমরা সাধারণত ল্যাপটপকে সহজে বহনযোগ্য এবং হালকা ডিভাইস হিসেবেই জানি। সুতরাং এটি যে একটা বড় সমস্যা ইউজারদের জন্য তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এবার থেকে আর ব্যবহারকারীদের খুব একটা সমস্যায় পড়তে হবে না কারণ কারণ এক সুবিধা নিয়ে এসেছে আসুস।

Read More: Smart Watch Deal : একেবারে জলের দামে কিনে নিন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির স্মার্টওয়াচ, রইল ফিচারস সহ

সম্প্রতি asus এর তরফ থেকে বাজারে ল্যাপটপের একটি নতুন মডেল নিয়ে আসা হয়েছে। যার নাম-জেনবুক প্রো ১৪ ওএলইডি ল্যাপটপ। সংস্থার দাবি কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে প্রোগ্রামিং সবকিছুর জন্যই এই ল্যাপটপ দারুন কার্যকরী।মাত্র ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ল্যাপটপটি মাত্র ১৭ দশমিক ৯ মিলিমিটার পুরু। এর স্ক্রিনটি ১৬: ১০ অনুপাতের এবং আকার সাড়ে ১৪ ইঞ্চি। এটা কিন্তু পোর্ট করার সুবিধাও রয়েছে। জানিয়ে রাখি এই মডেলটিতে এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ এবং টাইপ–সি চার্জিং পোর্ট রয়েছে। এ ছাড়া একটি করে ইউএসবি ৩.২ জেনারেশন ২ টাইপ–এ পোর্ট, একটি কার্ড রিডার ও একটি অডিও জ্যাক রয়েছে। ইতিমধ্যেই এই ল্যাপটপ মিলিটারি গ্রেড পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে গিয়েছে।মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ এই ল্যাপটপটির ব্যবহারকারীকে যেকোনো পরিস্থিতিতে দীর্ঘক্ষণ একটানা সেবা দেওয়ার নিশ্চয়তা দেয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি,মিলিটারি–স্ট্যান্ডার্ড–৮১০ এইচ হলো এমন একটি পরীক্ষা যা উতরে গেলে কোনো একটি পণ্যকে সব ধরনের পরিস্থিতিতে ব্যবহার উপযোগী বলে বিবেচনা করা হয়।

Read More: USB-C cable ও CarPlay নিয়ে সমস্যায় পড়ছেন iPhone 15 এর ক্রেতারা, জানুন বিস্তারিত

সব থেকে বড় সুবিধা হচ্ছে যতই ভারি কাজ করুন না কেন এই ল্যাপটপের চার্জিং নিয়ে বা ব্যাটারি নিয়ে কিন্তু আপনাদের কোন সমস্যা হবে না।এই ল্যাপটপটিতে ১৩ জেনারেশনের কোর আই৯–১৩৯০০ এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে।সর্বোচ্চ ৪৮ জিবি ডিডিআর ৫ র‍্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ x৪ এনভিএমই এম.২ এসএসডি ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপ প্রসঙ্গে নির্মাতারা দাবি করেছেন যে, এতে ব্যবহৃত এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস কার্ড ল্যাপটপটির পারফরম্যান্স বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীকে দেবে বাস্তবসম্মত ভিজ্যুয়াল এবং উচ্চ রেজুলেশন নিশ্চিত করবে। এতে রয়েছে সিইউডিএ কোরস, আরটি কোরস, টেনসর কোরস এবং ৮ জিবির একটি ডিডিআর ৬ মেমোরি। সবদিক মিলিয়ে এটিকে একটা আইডিয়াল ল্যাপটপ বলা যেতে পারে যারা হালকা থেকে ভারী সকল কাজ করতে চান তাদের জন্য। ভারতীয় মুদ্রায় এই ল্যাপটপটির দাম পড়ছে ২ লক্ষ ২৭ হাজার টাকার কিছু বেশি।