Bollywood Update : তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগার পথে? আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা!

Bollywood Update : আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা? সোশ্যাল মিডিয়ার ছবি কি জানান দিচ্ছে?

1
130
Bollywood Update : তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগার পথে? আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা!
Bollywood Update : তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগার পথে? আবারো এক হতে চলেছেন নাগা-সামান্থা!

একটা সময়ে জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত তারকা সামান্থা প্রভু এবং নাগা অর্জুন। সোশ্যাল মিডিয়া খুললেই প্রায় সময় তাদের ছবি চোখের সামনে উঠে আসতো। তবে বর্তমানে প্রায় বছর দুয়েক সময় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও এই বিবাহ-বিচ্ছেদের জন্য অন্যান্য দম্পতিদের মতন একে অপরকে বিভিন্ন রকম ভাবে দায়ী করেননি তারা। বরং সাম্প্রতিককালে তাদের একে অপরের প্রশংসা করতেই দেখা গিয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে।তবে সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায় সময় তেই কিন্তু নানান রকমের কানাঘুষা শোনা যায়। যেমন সম্প্রতি আরও একটি খবর ভেসে আসছে যে খুব শীঘ্রই হয়তো আবারও এক হতে চলেছেন এই প্রাক্তন তারকা দম্পতি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন ওঠার কারণ কি? সত্যিই কি তাই?

Read More: Bollywood Update : আলিয়ার লিপস্টিক পড়া পছন্দ করেন না স্বামী রণবীর, লেহেঙ্গা ছেড়ে রণবীরের পছন্দেই কি বিয়েতে শাড়ি পড়েছিলেন আলিয়া!

বছর দুয়েক আগে বিবাহ বিচ্ছেদের পর থেকেই দুজনেই নিজের জীবনের পথে হেটে ছিলেন দু’রকম ভাবে। সম্পূর্ণরূপে অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন সামন্থা।অন্য দিকে নাগার জীবনে এসেছেন নতুন এক রমণী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তাঁর প্রেমের কানাঘুষো এখন সর্বত্র। আসলে এই সবকিছুর মাঝে আচমকাই প্রাক্তন তারকা দম্পতির সম্পর্ক জোড়া লাগার পেছনে রয়েছে এক অবলা প্রাণী।

Read More: Bollywood : জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমানের অনুকরণ করলেন জাহ্নবী কাপুর, পাল্টা উত্তর বর্ষীয়ান অভিনেত্রীর!

সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম হ্যাশ। তাঁদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গিয়েছে। তবে এবার সেই কুকুরটির সঙ্গে ছবি শেয়ার করেছেন নাগা অর্জুন।সমাজমাধ্যমের পাতায় হ্যাশের ছবি দিয়ে লেখেন, ‘ভাইব’। অভিনেতার গাড়িতে সামান্থার পোষ্যকে দেখে অনুরাগীদের জল্পনা, ফের এক হচ্ছেন দুই তারকা। যদিও নেটিজেনদের একাংশের বক্তব্য, সম্ভবত কাজের সূত্রে বিদেশ যাওয়ার আগেই নিজের পোষ্যটিকে প্রাক্তন স্বামীর কাছে রেখে গিয়েছিলেন সামান্থা। এই বিষয়ে আপনার কোন মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে শেয়ার করে নিতে পারেন।।