Priyanka Chopra : নাকের জন্য একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা, কিভাবে তার কেরিয়ার বাঁচান ‘গদর’ খ্যাত পরিচালক

Priyanka Chopra : কেন একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা? কিভাবে তাকে বাঁচান পরিচালক অনিল শর্মা।

2
169
Priyanka Chopra : নাকের জন্য একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা, কিভাবে তার কেরিয়ার বাঁচান ‘গদর’ খ্যাত পরিচালক
Priyanka Chopra Jonas

বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রির একেবারে প্রথম সারির নায়িকার কথা বলতে গেলেই প্রিয়ঙ্কা চোপড়ার নাম বলা যায়। শুধুমাত্র যে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তা নয়, বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়ার পাশাপাশি আপাতত হলিউড এও বেশ খানিক জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তিনি। তবে বর্তমানের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর অতীত কি আপনি জানেন? জানেন কি কেরিয়ার শুরু করার সময় কেন একের পর এক সিনেমা থেকে বাদ হয়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন নায়িকা? সম্প্রতি এই বলি সুন্দরীর খারাপ সময় নিয়ে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন ‘ গদর’ পরিচালক অনিল শর্মা।

প্রিয়ঙ্কা, Priyanka Chopra, Priyanka Chopra : নাকের জন্য একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা, কিভাবে তার কেরিয়ার বাঁচান ‘গদর’ খ্যাত পরিচালক
প্রিয়ঙ্কা

২০০২ সালে একটি তামিল ছবির মাধ্যমে প্রথমবার অভিনয় জগতে পা রেখেছিলেন প্রিয়ঙ্কা। সেই ছবির নাম ছিল ‘থামিজান’। এরপর বলিউডে অভিনয় করার ইচ্ছে থাকায় একের পর এক জায়গায় অডিশন দিতে থাকেন প্রিয়াঙ্কা। ঠিক এই সময়েই অনিল শর্মার নজরে এসেছিলেন অভিনেত্রী।।‘দ্য হিরো: লভ স্টোরি অফ এ স্পাই’ ছবিতে প্রিয়ঙ্কাকে অভিনয়ের প্রস্তাব দেন অনিল। প্রিয়ঙ্কার বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল।২০০১ সালে অনিলের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গদর’। এই ছবিতে সানির সঙ্গে অভিনয় করেন অমিশা পটেল। গদরের চূড়ান্ত সাফল্যের পরেই বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন অনিল।এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন যে এই ছুটি কাটাতে যাবার আগে প্রিয়াঙ্কার সাথে পরবর্তী ছবির সমস্ত কথাবার্তা সেরে গিয়েছিলেন তিনি। অনিলের কথায়, “প্রিয়ঙ্কাকে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলাম আমি। বিদেশ যাওয়ার আগে এক মন্দিরে ওর সঙ্গে দেখাও করেছিলাম। আমার স্ত্রী ওকে কিছু অগ্রিমও দেয়। তার পর আমি বিদেশ চলে যাই।আমেরিকা, ইউরোপ ঘুরে দু’মাস পর দেশে ফিরেছিলাম আমি। ফেরার পর যেন অচেনা এক প্রিয়ঙ্কাকে দেখলাম। আগে ও কত সুন্দর দেখতে ছিল। ফিরে এসে দেখলাম মুখটা কী রকম কালো কালো হয়ে গিয়েছে”।

প্রিয়ঙ্কা চোপড়া, Priyanka Chopra, Priyanka Chopra : নাকের জন্য একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা, কিভাবে তার কেরিয়ার বাঁচান ‘গদর’ খ্যাত পরিচালক
প্রিয়ঙ্কা চোপড়া

Read More: Swara Fahad : ভিন্ন ধর্মে বিয়ে করায় পেয়েছিলেন কটাক্ষ, তবে সব সমালোচনা কাটিয়ে এবার মেয়ে রাবিয়াকে নিয়ে ষষ্ঠী পূজোয় স্বরা-ফাহাদ!

প্রসঙ্গত অনিল জানিয়েছেন যে এই সময় বিভিন্ন কাগজপত্র থেকে তিনি জানতে পেরেছিলেন যে নিজের নাকের অস্ত্র প্রচার করিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।প্রিয়ঙ্কা নাকি হলি অভিনেত্রী জুলিয়া রবার্টসের মতো দেখতে হতে চেয়েছিলেন। অস্ত্রোপচারের খবর কানে যেতেই প্রিয়াঙ্কাকে ডেকে পাঠান পরিচালক। শোনা যায় সেদিন প্রিয়াঙ্কার সাথে তার মা মধু চোপড়াও এসেছিলেন অনিল শর্মার অফিসে। অস্ত্রোপচারের ব্যাপারে প্রশ্ন করলে কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। অভিনেত্রী এবং তার মা নাকি জানান সাইনাসের সমস্যা থাকা এই অস্ত্র প্রচার তাদের করতে হয়েছিল, যদিও সে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। অনিল আরো জানিয়েছেন যে,“অস্ত্রোপচারের ফলে প্রিয়ঙ্কার নাকের তলায় কালো দাগ তৈরি হয়েছিল। নাকের গোড়ার দিকটাও কেমন একটা আকার নিয়েছিল। সেই সময় একের পর এক ছবিগুলো ওর হাতছাড়া হয়ে যায়। মানসিকভাবে ও ব্যাপক ভেঙে পড়েছিল ও। নাকের এই সমস্যা ঠিক হতে বেশ কয়েক মাস লাগবে শোনা যাচ্ছিল। শেষমেষ
আমার এক পরিচিত রূপটানশিল্পীকে ডেকে পাঠাই আমি। প্রিয়ঙ্কার মুখের অবস্থা ঠিক করে দিতে বলি তাঁকে”। এরপরই ধীরে ধীরে আবার নিজের হারানো আগের রূপ পুনরুদ্ধার করে ফেলেন প্রিয়াঙ্কা এবং ছবিতে কাজ শুরু করেন। অনিল শর্মার পরিচালনায়,দ্য হিরো: লভ স্টোরি অফ এ স্পাই’ ছবিটি ২০০৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখান থেকেই প্রিয়ঙ্কার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট শুরু হয় এবং আর তাকে কখনো পেছন ফিরে তাকাতে হয়নি।

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, Priyanka Chopra, Priyanka Chopra : নাকের জন্য একের পর এক ছবি থেকে বাতিল হচ্ছিলেন প্রিয়ঙ্কা, কিভাবে তার কেরিয়ার বাঁচান ‘গদর’ খ্যাত পরিচালক
প্রিয়ঙ্কা চোপড়া জোনাস

Read More: দেব – মিমি কি রাজঘাটে গিয়েছিলেন? যদিও কারুর নজরে পড়েননি তারা, তবে ধর্নায় দেখা গিয়েছে নুসরত জাহানকে

প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরেই বেশ কয়েকটি হলিউডের সিরিজ এবং ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অ্যাকশন ও রহস্য-রোমাঞ্চে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ় ‘সিটাডেল’এ দেখা গিয়েছে তাকে। পাশাপাশি মে মাসে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি লভ এগেন।তবে খুশির খবর, ফারহান আখতারের ছবি ‘জি লে জ়রা’ দিয়ে বলিউডে ফিরছেন প্রিয়ঙ্কা। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভট্ট।

Read More: মিঠাই কি শত্রু বাড়াচ্ছেন?