নিয়ম ভাঙ্গার অভিযোগে বেসরকারি ব্যাংকিং সংস্থা পেটিএম পেমেন্ট ব্যাংক’কে শাস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের স্বার্থে ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রিজার্ভ ব্যাংক এই সংস্থার বিরুদ্ধে বড় ঘোষণা করেছে। জানা যাচ্ছে দীর্ঘ সময় ধরেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ সামনে আসছিল। দেশের বিভিন্ন জায়গা থেকে এই সমস্যার কথা শোনা যায় যার মধ্যে অন্যতম ছিল কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা,দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না দেখানো, ইপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ নির্ভর মোবাইল ব্যাঙ্কিংয়ে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানা-সহ আরও একাধিক বিষয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথায়,মৌখিক শুনানি এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের নোটিসের উত্তরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যা জানিয়েছে তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এই ব্যাঙ্ককে শাস্তি প্রদান করা হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে গোটা দেশে পেটিএম পেমেন্ট ব্যাংকের কিন্তু প্রায় তিন কোটিরও বেশি গ্রাহক রয়েছেন। এই অবস্থায় তাদের পরিষেবায় আর কোন পরিবর্তন আসে কিনা অথবা গ্রাহকেরা এই ব্যাংককে কিরকম ভাবে গ্রহণ করেন সেটাই মূলত দেখার বিষয়!
আরও পড়ুন- SIP : এসআইপির কিস্তি বাদ পড়ে গেছে? এবার কি করনীয়!
প্রসঙ্গত নিয়ম ভাঙ্গার অভিযোগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ৫.৩৯ কোটি টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।একটি বিবৃতি অনুসারে, “ব্যাঙ্কের কেওয়াইসি/ এএমএল (অ্যান্টি মানি লন্ডারিং) -এর দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ যাচাই করা হয়েছিল। এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে অডিটরদের মাধ্যমে ব্যাঙ্কের একটি সিস্টেম অডিট করা হয়েছে। রিপোর্টগুলি পরীক্ষার পর দেখা গিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পেআউট পরিষেবা প্রদানের জন্য অনবোর্ড হওয়া সংস্থাগুলির ক্ষেত্রে Benificial Owner শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন- সেভিংস একাউন্টে কত টাকা রাখা লাভজনক? বিশদে জেনে নিন তাহলে বাড়বে আপনার টাকার অংক!
ওই পেমেন্টস ব্যাঙ্ক অর্থ প্রদানের লেনদেনগুলি পরীক্ষা করে না। পাশাপাশি, অর্থপ্রদানের পরিষেবা গ্রহণকারী সংস্থাগুলির ঝুঁকিও প্রোফাইলিং করেনি।তাই পার্সোনাল হিয়ারিংয়ের সময় ব্যাঙ্কের উত্তর এবং মৌখিক দাখিলগুলি বিবেচনার পর রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আগে উল্লেখিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশাবলীর সঙ্গে অসম্মতির অভিযোগটি প্রমাণিত। এবং ব্যাঙ্কের উপর জরিমানা করা উচিত ছিল”।