চলতি বছরে বলিউডের যে সমস্ত চলচ্চিত্র গুলি মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম হলো শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত জওয়ান। মুক্তির পর থেকেই কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি (Jawan)। কিন্তু যদি আপনি এখনো পর্যন্ত এই ছবিটি না দেখে থাকেন তাহলে খুব শীঘ্রই কিন্তু ওটিটি প্লাটফর্মে এটি দেখে নিতে পারেন। প্রসঙ্গত গত ৭ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জওয়ান। এর প্রায় দুমাস পরে আগামী ২ নভেম্বর এই OTT প্ল্যাটফর্মে আসবে (Jawan) ছবিটি । উল্লেখ্য এদিন কিং খানের জন্মদিন, ৫৮ বছরে পা দেবেন অভিনেতা।
ইতিমধ্যেই গোটা বক্স অফিস জুড়ে প্রায় ১১০০ কোটির বেশি টাকা আয় করে ফেলেছে। রেড চিলিজ প্রোডাকশন হাউজের তথ্য অনুযায়ী ১১০৩.২৭ কোটি টাকা এক মাসে আয় করেছে জওয়ান। জওয়ান হিন্দি, তামিল, তেলুগু, মানে তিনটি ভাষায় মুক্তি পেয়েছে।মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি (Jawan)। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-ই (Jawan) প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি।সারা দেশেই এই ছবি দেখার হিড়িক লক্ষ করা গিয়েছে। ‘জওয়ান’-এর কারণেই ফের চাঙ্গা হয়ে উঠছে ‘সিঙ্গল স্ক্রিন’ থিয়েটারগুলি। ছবির নির্মাতারা জানিয়েছেন,ভারতে (Jawan) ছবিটি মোট ৭৩৩.৩৭ কোটি এবং দেশের বাইরে ৩৬৯.৯০ কোটি টাকা আয় করেছে।
কোন প্লাটফর্মে আপনারা এই ছবিটি (Jawan) দেখতে পাবেন?
শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন উপলক্ষে netflix-এ মুক্তি পেতে চলেছে এই ছবিটি (Jawan) ।২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিল (Jawan) ছবির স্বত্ত্ব। প্রসঙ্গত উল্লেখ্য জওয়ানে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তার চরিত্রের নাম বিক্রম রাঠোর।তাঁর বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন এবং নয়নতারা। অন্যদিকে এই ছবিতে (Jawan) খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন বিজয় সেতুপাতী।অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ আছেন।
Read More: Bollywood : সিনেমায় অভিনয় করার জন্য গায়ের রং বদলাতে কি করেছিলেন! জানালেন অভিনেতা বিক্রান্ত