বর্তমান সময় দাঁড়িয়ে যেহেতু সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্র খুব একটা শক্তিশালী নয়, তাই বহু মানুষ কিন্তু একটি বিকল্প পন্থার সন্ধান করছেন নিজেদের কাজ শুরু করার জন্য। কথাতেই রয়েছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ তাই বর্তমানে অনেকেই এই ব্যবসার উপরেই আগ্রহ দেখিয়েছেন। আপনিও যদি এই সময়ে দাঁড়িয়ে নিজস্ব একটি ভালো ব্যবসা শুরু করতে চান তাও আবার কম খরচে সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনটি আপনার সবথেকে বড় সহায়ক হতে পারে।
তাই অবশ্যই কিন্তু এই প্রতিবেদনটি মিস করবেন না। অনেকেই আছেন যারা ঝুঁকির কারণে ব্যবসা শুরু করতে গিয়েও অনেক সময় পিছিয়ে আসেন। সেই সমস্ত পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আমরা প্রথমেই বলব যে যে কোন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি থাকবেই। তবে আপনি যদি আগে থেকে সম্পূর্ণ মার্কেট যাচাই করে নিতে পারেন তাহলে কখনোই আর্থিক লোকসানের মুখোমুখি হতে হবে না।
বাজারে একটু লক্ষ্য করে দেখলেই বুঝবেন যে শিশু থেকে বয়স্ক সকলের কাছেই কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের চাহিদা অত্যন্ত বেশি রকমের। তাই আপনি যদি এই খাদ্যদ্রব্য ভিত্তিক ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যায় আপনাকে পড়তে হবে না এবং যে কোন জায়গাতেই দোকান দিয়ে আপনি তা বিক্রি করতে পারবেন।। আজ আমরা যে ব্যবসাটির কথা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে নেব সেটি হল ললিপপ তৈরির ব্যবসা।
কিভাবে শুরু করবেন এই ব্যবসা?
ললিপপ তৈরির ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনাদের খুব একটা অসুবিধার মুখোমুখি হতে হবে না। ললিপপ তৈরির ব্যবসা শুরু করার জন্য আপনাদের প্রথমে ই এটি তৈরীর করার একটি মেশিন কিনে নিতে হবে। এছাড়াও কাঁচামাল হিসেবে প্রয়োজন হবে সিরাপ গ্লুকোজ, চিনি, কৃত্রিম ভাবে স্বাদ তৈরি করার জন্য উপকরণ। এই মেশিনের সাহায্যে দিনে ২ হাজার থেকে ৩ হাজার ললিপপ তৈরি করা যায়। ললিপপ এর উপরে আপনারা দুই থেকে তিন টাকা পর্যন্ত লাভ রেখে তা বাজারে বিক্রি করতে পারেন।
আরও পড়ুন- শুধুমাত্র ঘোরাঘুরি করেই টাকা ইনকাম করতে চান? চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে!
মার্কেটিং করার জন্য আপনারা কিন্তু চাইলে নিকটবর্তী দোকান থেকে বিক্রি করতে পারেন অথবা নিজেদের একটা ছোট দোকান খুলে সেখান থেকেও আপনারা কিন্তু এই ললিপপ বিক্রি করতে পারেন।। আবার কারুর যদি বইখাতার দোকান থেকে শুরু করে অন্য যেকোন দোকান থাকে সেখানেও কিন্তু একটা ধারে আপনি এই ললিপপ রেখে বিক্রি করতে পারেন। বাচ্চাদের কাছে যেহেতু এটা একটা অত্যন্ত চাহিদা সম্পন্ন খাবার তাই বিক্রি নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবে না।
কেমন খরচ পড়বে?
ললিপপ তৈরি করার এই মেশিনটি আপনি বাজারে কিনতে পারবেন। তবে তার জন্য আপনাকে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ করতে হবে। এর জন্য সরকারের তরফে বিভিন্ন লোনের ব্যবস্থা রয়েছে। এবার দেখে নেওয়া যাক যে কিভাবে লাভ করবেন এই ক্ষুদ্র ব্যবসা থেকে। একটি ললিপপ বিক্রি করে আপনি গড়ে ১ টাকা থেকে দেড় টাকা লাভ করতে পারবেন। এবার একটি মেশিনে সারাদিনে ২ হাজার ললিপপ তৈরি করা যায়। কিন্তু আপনার কাছে যদি এত পুঁজি না থাকে সে ক্ষেত্রে কিন্তু ৮-১০ হাজার টাকার মধ্যে একটি ছোট মেশিন কিনে আপনি প্রাথমিক অবস্থায় কাজ শুরু করতে পারেন।