নিজস্ব একটি চার চাকা গাড়ির শখ কমবেশি সকল মানুষের মধ্যেই রয়েছে। তবে চারচাকা গাড়ি কেনার আগে অন্যান্য ফিচারস এর সাথে সুরক্ষার বিষয়টাও কিন্তু দেখে নেওয়া জরুরী।গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে সংস্থাগুলো তাদের গাড়িতে নানা ফিচার্স যোগ করলে বাস্তবে তা কতটা কার্যকর হয় তা জানা যায় না। এই কার্যকারীতা পরীক্ষা করতেই গাড়িগুলোকে পাঠানো হয় গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টে। এখানে পরীক্ষা করার পরেই গাড়িগুলোকে রেটিং দেওয়া হয়ে থাকে। চলুন গ্লোবাল এনক্যাপ এর তরফে শেয়ার করা ভারতের সবচেয়ে সুরক্ষিত দশটি গাড়ির নাম জেনে নেওয়া যাক।
ভারতের সবচেয়ে সুরক্ষিত ১০টি গাড়ি
1১) Volkswagen Virtus:
সেফটি রেটিং এর দিক থেকে একেবারে প্রথম স্থানে রয়েছে এই গাড়িটি।গাড়ির গ্লোবাল এনক্যাপ সেফটি রেটিং 5 স্টার (চাইল্ড এবং অ্যাডাল্ট)। 34 পয়েন্টের মধ্যে 29.71 পয়েন্ট পেয়েছে এই গাড়িটি। চাইল্ড সেফটি রেটিংয়ে 49 পয়েন্টের মধ্যে 42 পয়েন্ট অর্জন করেছে ভক্সয়াগেন ভার্তাস। নিজের সেফটি বজায় রাখতে চাইলে আপনারা কিন্তু নিশ্চিন্তে এই গাড়িটিকে নিজের বাড়িতে আনতে পারেন।
2২) Skoda Slavia:
ভারতীয় গাড়ির বাজারে দ্বিতীয় সুরক্ষিত মডেল বলতেই এটির কথা উল্লেখ করা যেতে পারে।গাড়ির চাইল্ড এবং অ্যাডাল্ট সেফটি রেটিং দুইই 5 স্টার। চালকের পাশাপাশি যাত্রীদের সুরক্ষিত রাখার জন্য গাড়িতে রয়েছে দুর্দান্ত সব ফিচারস যা আপনাকে নিশ্চিত ভাবে মুগ্ধ করবে।
3৩) Hyundai Verna:
গ্লোবাল এনক্যাপ এই গাড়িটিকেও দারুন রেটিং দিয়েছে।চাইল্ড এবং অ্যাডাল্ট দুই ক্ষেত্রেই নিরাপদ এটি। এতে রয়েছে 6টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, হিল অ্যাসিস্ট, ফ্রন্ট পার্কিং সেন্সর
সহ আরো দুর্দান্ত সব ফিচার্স।
4৪) Volkswagen Taigun:
বিগত পাঁচ বছর ধরেই কিন্তু এই গাড়িটি গ্লোবাল এনক্যাপ টেস্টে দারুন ফলাফল করে আসছে।চাইল্ড এবং অ্যাডাল্ট দুই সেফটি রেটিংয়েই ভক্সয়াগেন টাইগুনের অর্জন 5 স্টার। কেমন লাগলো আপনাদের এই মডেল?
5৫) Skoda Kushaq:
স্টাইল এবং বৈশিষ্ট্য সবদিকে থেকেই এই গাড়িটি কিন্তু একটা দুর্দান্ত কালেকশন বলা যায়।চাইল্ড এবং অ্যাডাল্ট দুই ক্ষেত্রেই গাড়ির অর্জন 5 স্টার।
6৬) Mahindra XUV700:
এবার ভারতীয় এই সংস্থার গাড়ি সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।ভারতীয় সংস্থার তৈরি সবচেয়ে সুরক্ষিত ভারতীয় গাড়ি হল মাহিন্দ্রা এক্সইউভি700। অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে 5 স্টার এবং চাইল্ড সেফটি রেটিংয়ে 4 স্টার পেয়েছে এই মডেল। অবশ্যই এই গাড়িটি প্রসঙ্গে নিজের মতামত জানাতে ভুলবেন না।
7৭) Tata Punch (4):
টাটা মোটরসের তৈরি এই গাড়িটির সেফটি রেটিং কিন্তু ফাইভ স্টার।তবে চাইল্ড সেফটি রেটিংয়ে গাড়ির অর্জন 4 স্টার। খুব একটা খারাপ সুবিধা অফার করছে না এই মডেল!
Read More: এভাবেই নিজের পাকা চুলের রং ফেরাতে পারেন, ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি খাবার!
8৮) Mahindra XUV300:
দেশের সবথেকে সুরক্ষিত গাড়ি বলতেই মাহিন্দ্রার এই মডেলটির কথা বলাই যায়।যে ভারতীয় গাড়িগুলি সবার প্রথম গ্লোবাল এনক্যাপে 5 স্টার পেয়েছে তার মধ্যে একটি মাহিন্দ্রা এক্সইউভি300। দেশের বহু সংখ্যক মানুষ কিন্তু এই গাড়ির মালিক।
9৯) Mahindra Scorpio-N:
2022 সালে স্করপিও-এন লঞ্চ করেছে মাহিন্দ্রা। গ্লোবাল এনক্যাপের তথ্য অনুসারে, গাড়ির চাইল্ড সেফটি রেটিং 5 স্টার এবং চাইল্ড সেফটি রেটিং 3 স্টার। সম্প্রতি কিছুদিন আগেই এই গাড়িটির দাম বাড়ি দেওয়া হয়েছে যার ফলে ক্রেতাদের একটু অসুবিধার মুখোমুখি হতে হয়েছে । তবে ফিচার্স অনুযায়ী কিন্তু এটা আপনাদের জন্য একটা দারুন মডেল হতে পারে।
10১০) Tata Altroz:
টাটা মোটরসের তৈরি এই মডেলটি অ্যাডাল্ট সেফটি রেটিং এর ক্ষেত্রে ফাইভ স্টার অর্জন করেছে। তবে চাইল্ড সেফটির ক্ষেত্রে কিন্তু মাত্র ৩ টি স্টার সংগ্রহ করেছে এই চার চাকা। তবে বৈশিষ্ট্যের সব দিক মিলিয়ে এটিকে খুব একটা খারাপ বলা যায় না!
Read More: Yamaha Aerox 155: বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার, একেবারে বাজেটের মধ্যে পেয়ে যাবেন ক্রেতারা
এই কয়েকটি গাড়ির মধ্যে আপনার কোন মডেলটি সবথেকে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না..