Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!

Top 7 Bikes : উৎসবের মরসুমে নতুন বাইক বা স্কুটার কিনতে চান? অবশ্যই আজকের এই প্রতিবেদনটা মিস করবেন না, নয়তো সঠিক খোঁজ পেতে সমস্যা হবে

3
255
Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!
Top 7 Bikes : বাইক বা স্কুটার কিনতে আগ্রহী রয়েছেন? উৎসবের মরশুমে কোনটা কিনলে লাভে থাকবেন? জেনে নিন আজকের প্রতিবেদন!

ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। নবরাত্রি বা দুর্গাপূজো চলাকালীন এই সময়ে অনেকেই কিন্তু বিভিন্ন টু হুইলার বা ফোর হুইলার কিনে থাকেন। যদি আপনিও সম্প্রতি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটা ভুলেও মিস করা উচিত নয়।আপনার কাজ যাতে সহজ হয় তার জন্য সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া সেরা 7টি মোটরবাইক এবং স্কুটারের খোঁজ রইল। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন।

Triumph Speed 400:

প্রতিবেদনের একদম শুরুতেই রয়েছে টু হুইলারের এই মডেলটি।জুন মাসে লঞ্চ হয়েছে বাইকটি। 398 সিসির ইঞ্জিনের সঙ্গে বেশ একটা রেট্রো লুক রয়েছে এই দু চাকায়। সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইটিং, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকটির দাম রাখা হয়েছে 2.33 লাখ টাকা।

Royal Enfield Bullet 350:

সম্প্রতি কিছুদিন আগেই রয়েল এনফিল্ডের এই মডেলটি লঞ্চ করা হয়েছে।এতে দেওয়া হয়েছে ‘J’ সিরিজের 350 সিসি ইঞ্জিন যা আগের থেকে বেশি পারফরম্যান্স দেবে বলে দাবি সংস্থার। বাইকটির দাম শুরু হচ্ছে
1.73 লাখ টাকা থেকে।

Hero Karizma XMR:

চলতি বছরেই সম্পূর্ণ নতুনভাবে এই বাইকটি লঞ্চ করা হয়েছে। বাইকটিতে 210 সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন ও 6 স্পিড গিয়ারবক্স রয়েছে । এটির দাম রাখা হয়েছে মোটামুটি 1.80 লাখ টাকার কাছাকাছি।

আরও পড়ুন- Yamaha Bikes : লঞ্চ হচ্ছে ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স ১০০ মডেল, জেনে নিন দাম এবং ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য

TVS Apache RTR 310:

অ্যাপাচি সিরিজের সবথেকে বেশি ক্ষমতা সম্পন্ন বাইকের কথা বলতে গেলে এটির কথা প্রথমেই বলা যায়। আধুনিক উপাদান ও ডিজাইন দেওয়া হয়েছে আরটিআর-এ। থাকছে ট্র্যাকশন কন্ট্রোল, ভেন্টিলেটেড সিটের মতো সুবিধা। বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি 310 সিসি। মডেলটির দাম রাখা হয়েছে মোটামুটি 2.40 লাখ টাকার কাছাকাছি।

Honda Shine 100:

অনেকে এমন মোটরসাইকেল চান যা প্রতিদিন ব্যবহার করা যাবে, মেইনটেনেন্স খরচ কম হবে এবং দারুণ মাইলেজ দেবে। তাঁদের জন্য ভালো বিকল্প হতে পারে Honda Shine 100। এই বাইকটি ব্যবহারকারীকে প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এবং এটার দাম রাখা হয়েছে
65,000 টাকা (এক্স-শোরুম)। কম খরচের মধ্যে আপনারা চাইলে নিশ্চিন্ত এটিকে বাড়ি নিয়ে আসতে পারেন।

Bajaj Pulsar N150:

এবার আমরা যে বাইকের মডেলটির সম্পর্কে আপনাদের জানাব সেটাও কিন্তু একটা দারুন মডেল।150 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে এতে। বাজাজের বাইক যারা পছন্দ করেন তাঁরা।বাইকের দাম 1.17 লাখ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন- Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল, রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!

Honda Activa 6G:

ভারতীয় গাড়ির বাজারে সবথেকে জনপ্রিয় স্কুটার বলতে রয়েছে এটি।সম্প্রতি এই স্কুটারের একটি নতুন লিমিটেড এডিশন লঞ্চ করেছে সংস্থা। যেখানে ডিজাইন ও চেহারায় বদল করা হয়েছে। স্কুটারটির দাম রাখা হয়েছে 80,734 টাকা (এক্স-শোরুম)।