Oct 2, 2023

BY: TaNMaY GiRi

iPhone 15 series এর সব ফোনে রয়েছে  ঢালাও অফার

ভারতে iPhone 15 series এর বিক্রিবাট্টা ইতিমধ্যে শুরু হয়ে পড়েছে। বিশ্বের কয়েকটি দেশের মধ্যে, ভারত দ্রুততার সঙ্গে ভারতীয়দের কাছে নতুন প্রজন্মের এই ফোনটি পৌঁছাতে সক্ষম হয়েছে।

Blinkit এর মত অনলাইন platform যেইখনে ১০ মিনিটের মধ্যে ফোনগুলি আপনর দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, ঠিক সেইখানে দেল্লী ও মুম্বাইয়ের অ্যাপল স্টোর এর iPhone 15 কেনার লম্বা লাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ঠিক এই মুহুর্তেই iPhone 15 series এর ফোনেগুলিতে রয়েছে দুর্দান্ত অফার। iPhone 15 Pro এবং Pro Ma এর ওপর থাকছে 6,000 টাকার ছাড়। ক্যাশব্যাক থাকছে 5,000 টাকার - iPhone 15 ও iPhone 15 plus এ।

Flipkart এ আপনি যদি HDFC কার্ড ব্যবহার করে কেনেন, তাহলে পেয়ে যাবেন 5,000 টাকার ডিসকাউন্ট iPhone 15 ebong 15 plus এ। নো-কস্ট EMI অফারে প্রতি মাসে 3,330 টাকা দিলেই ফোন দুটির একটি পেয়ে যাবেন।

HDFC ব্যাংকের কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন 5,000 টাকার ক্যাশব্যাক iPhone 15 এবং 15 plus এ Vijay Sales এর পক্ষ থেকে। Pro এবং Pro Max ব্যাবহারকারীদের জন্য থাকছে 4,000 টাকার ডিসকাউন্ট।

Croma ঠিক Flipkart এর মতই অফার দিচ্ছে iPhone 15 series এর ওপর। HDFC কার্ড ব্যাবহারকারীরা iPhone 15 এবং 15 Plus কিনলে পাবেন 5,000 টাকার ছাড়। 15 Pro এবং 15 Pro Max কিনলে পাবেন 4,000 টাকার ছাড়।

শুধু যে iPhone 15 সিরিজের জন্যে থাকছে অফার, তা কিন্তু নয়। অফার থাকছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 13 এবং iPhone SE-র জন্যেও। এই অফারটি শুধু মাত্র অ্যাপলের অফিসিয়াল সাইট হেকেই পাওয়া যাবে।

 HDFC ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড  ব্যবহার করে থাকলে আপনি পাবেন 4,000 টাকার ছাড় iPhone 14 , iPhone 14 Plus এ। আবার iPhone 13 কিনলে 3,000 টাকা এবং iPhone SE কিনলে পাবেন 2,000 টাকার ছাড়।