Oct 2, 2023

BY: TaNMaY GiRi

আদা দিয়ে চা বানানোর সঠিক নিয়ম জেনে নিন,বেশিরভাগ লোকের কাছেই অজানা

চা ভারতীয়দের কাছে, এক অন্যতম প্রিয় খাবার।

এই চা এর ও আবার অনেক রকমের varities রয়েছে। দূধ চা, লিকার চা, গ্রীন টি, আরও অনেক প্রকার।

তাদের মধ্যে আদা চা এক অন্যতম প্রকার। শুধু স্বাদেই ভালো টা নয়, শরীরের জন্যেও উপকারী।

কাশি এবং সর্দি থেকেও বাঁচার উপায় হলো এই আদা চা।

আদা চা বানানোর  সঠিক পদ্ধতি অনেকের কাছেই অজানা, শুনতে অবাক লাগছে তাই না?

আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই আদা চা বানাবার সেই সঠিক পদ্ধতি।

যা যা উপকরণ প্রয়োজন:- দুধ, জল চিনি, চা পাতা, আদা কুচি।

প্রথমেই একটা পাত্রে একটু গরম জল করে, সেই জলে আদা কুচি দিয়ে দিতে হবে। তারপর একটু ফুটতে দেওয়ার জন্যে ছেড়ে দিতে হবে।

 তারপর সেই মিশ্রনে চা পাতা দিয়ে দিতে হবে। তারপর দুধ ঢেলে ভালো মত মিশিয়ে নিতে হবে। এবার সেই চা ফুটিয়ে নিতে হবে।

ব্যাস, তারপরই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু আদা চা।