বিগত বেশ কিছু সময় ধরেই Bigg Boss OTT Winner এলভিস যাদব সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে রয়েছেন। তার বিভিন্ন ইউটিউব ভিডিও এবং অনবদ্য অভিনয় বেশ পছন্দ করে থাকেন দর্শকেরা। তবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন বিগ বসে এসে। এক কথায় বলা যায় বিগ বস যেন তার লাইফের আরো একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের বিগবস এর ওটিটি সিরিজে বহু প্রতিযোগীরাই এসেছিলেন যারা ছিলেন খ্যাতিসম্পন্ন। এরমধ্যে Elvish yadav ছাড়াও রয়েছেন Avishek Malhan, abinash sachdev, Manisha Rani,bebika,akansha Puri আরো অনেকে। যদিও এই সবার মধ্য থেকে দর্শক দের নজর কিন্তু একজনের উপরেই ছিল যিনি হলেন এলভিস যাদব। ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এলভিসের একটি বিশাল বড় ফ্যানবেস রয়েছে।
আপনারা অনেকেই হয়তো এলভিস যাদবের এই পরিচয় জানেন না? কে তিনি আর কিভাবেই বা এতটা সংখ্যক সোশ্যাল মিডিয়ার ফ্যানফলোইং তৈরি করতে সক্ষম হলেন এলভিস? প্রসঙ্গত 1997 সালের ১৪ই সেপ্টেম্বর একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এলভিশ যাদব। তার বাবার নাম রাম অবতার সিং যাদব যিনি ছিলেন একজন কলেজের লেকচারার। অন্যদিকে তার মা একজন হাউস ওয়াইফ।
মাত্র ২৫ বছর বয়সেই জীবনে যে মাইলফলক বা লাইফ স্টাইল এলভিশ অর্জন করেছেন সম্পূর্ণ নিজের চেষ্টায় তা সত্যিই খুবই নজরকাড়া। যদিও একটা সময় তিনি সম্পূর্ণরূপে নিজের পড়াশোনায় ফোকাস করে একটি সরকারি চাকরিতে জয়েন করতে চেয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি ইউটিউবের প্রতি আকৃষ্ট হন এবং সেখানে সফল ও হন। তার ফ্যান ফলোইং এবং ইউটিউবের ক্রেজ রীতিমতন দ্রষ্টব্য।
তার কমবেশি প্রতিটি ব্লগেই লক্ষাধিক ভিউ হয়ে থাকে। জানা যায় আশীষ চঞ্চলানি এবং অমিত ভাদানার মতো ইউটিউবারদের থেকে অনুপ্রাণিত হয়েই 2016 সালে নিজের ইউটিউব শুরু করেছিলেন এলভিস। কমেডি থেকে শুরু করে রোস্টিং এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্লক ভিডিও তৈরি করে থাকেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে প্রায় ১১ মিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে তার। ফেসবুক থেকে শুরু করে ইউটিউবেও তার ভক্ত সংখ্যা কম নয়। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? এলভিস যাদব কে নিয়ে হরিয়ানার মেয়েরা প্রায় অজ্ঞান! সোশ্যাল ইনফ্লুএন্সাদের মধ্যে এক কথায় তাকে অত্যন্ত হ্যান্ডসাম একজন সেলিব্রিটি বলা যেতে পারে।
বিভিন্ন তথ্যসূত্র অনুসারে জানা যাচ্ছে যে তার মোট সম্পত্তির পরিমাণ ২ কোটির বেশি। মাসিক আয় ১০ লক্ষ টাকার বেশি। ইতিমধ্যেই তার একটি বিলাসবহুল বাংলা এবং একাধিক বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে।যার মধ্যে একটি বিশ্ব বিখ্যাত গাড়ি Porsche। এ ছাড়া রয়েছে Hyundai এবং Toyota এর গাড়িও। তাঁর সংগ্রহে থাকা গাড়িগুলির মূল্য প্রায় 2 কোটির কাছাকাছি।
বিগবস এর এই সিরিজ জয় করার পর থেকেই দিন প্রতিদিন যেন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এলভিস যাদব। ভক্ত সংখ্যা বাড়ার পাশাপাশি তার প্রতি প্রেম নিবেদনের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। ২৫ বছরের এই ইউটিউবারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টের কমেন্ট বক্স চেক করলেই আপনারা দেখতে পারবেন যে ঠিক কতটা পরিমাণে মেয়েদের কাছ থেকে প্রেম প্রস্তাব পেয়ে থাকেন তিনি! যদিও এইসবে মনোযোগ না দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতেই ব্যস্ত রয়েছেন এলভিশ যাদব।