Tech News : গুগলে (Google) জানতে গেলেই হতে পারেন প্রতারণার শিকার, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদন!

Tech News : আপনি কি নিয়মিত google এ সার্চ করেন? তাহলে ভুলেও এই প্রতিবেদনটি মিস করবেন না, নয়তো পড়তে পারেন সমস্যায়

0
234
Tech News : গুগলে (Google) জানতে গেলেই হতে পারেন প্রতারণার শিকার, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদন!
Tech News : গুগলে (Google) জানতে গেলেই হতে পারেন প্রতারণার শিকার, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদন!

google এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা সমস্ত তথ্যই কিন্তু জানতে পারবেন। এই প্লাটফর্মে এমন কিছু নেই যা হয়তো মানুষের কাজে লাগে না! যে কোনো রকমের বিশেষ খবর থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট জগতের খবর, খেলা অথবা রাজনীতি থেকে শুরু করে সমস্ত ধরনের ঘটনাই কিন্তু আপনারা এই গুগল থেকে খুব সহজেই জেনে নিতে পারেন।তবে প্রযুক্তির যেমন ভাল দিক আছে, তেমন কিছু খারাপ দিকও তো রয়েছে। জ্ঞানের জানলা খোলা রাখলে সেখানে তো যে কেউ ঢুকে পড়তেই পারে। জালিয়াতেরা এই সুযোগটিকেই হাতিয়ার করে। তাই আপনিও যদি বিভিন্ন কাজে google এর সাহায্য নিয়ে থাকেন তবে এই প্রতিবেদনটি কিন্তু আপনার মিস করা উচিত নয়।

অনেক ক্ষেত্রেই গুগলের মতো সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে বা নানান রকমের ওয়েবসাইটকে কাজে লাগিয়ে জালিয়াতেরা কিন্তু আমাদেরকে লুঠ করে নেয়। তাই বিগত কিছু সময় ধরেই কিন্তু সাইবার অপরাধ বা আর্থিক প্রতারণার সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে।। হয়তো আপনাদের আশেপাশে অনেকেই এই সমস্যাগুলোর ভুক্তভোগী রয়েছেন, যাদের মধ্যে অনেকেই হয়তো আপনার চেনা পরিচিত।

Tech News : গুগলে (Google) জানতে গেলেই হতে পারেন প্রতারণার শিকার, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদন!
Tech News : গুগলে (Google) জানতে গেলেই হতে পারেন প্রতারণার শিকার, জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদন!

3অনলাইনে টাকা আয় করা কি এতই সহজ!

বেকার সমস্যায় জর্জরিত বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে টাকা ইনকাম করার নানান রকমের উপায় খুঁজে দেখেন।একাধিক সংস্থা রয়েছে, যারা লগ্নি এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে থাকে। তবে তার মধ্যে বেশ কিছু সংস্থা ভুয়ো। মনে রাখবেন অনলাইনে অত সহজ ভাবে কিন্তু টাকা ইনকাম করা যায় না। তাই এবার থেকে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে।

আরও পড়ুন- Yamaha Bikes : লঞ্চ হচ্ছে ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স ১০০ মডেল, জেনে নিন দাম এবং ফিচারস সহ অন্যান্য বিস্তারিত তথ্য

2কোন সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে আচমকাই যোগাযোগ করবেন না

এই বিশেষ দিকটিও কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।বাড়ির নিত্য প্রয়োজনীয় কোনও যন্ত্র খারাপ হলে পাড়ার মিস্ত্রি নয়, সোজা ফোন করেন নির্দিষ্ট সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে। গুগলে এই ধরনের নম্বরের খোঁজ করা তুলনামূলক ভাবে সহজ। তবে মাথায় রাখুন যে এর মধ্যে অনেক নম্বর কিন্তু সম্পূর্ণ ভুল এবং আপনারা যদি এই নম্বরগুলোতে কোনভাবে যোগাযোগ করে ফেলেন তাহলে কিন্তু প্রতারণা কারীরা নানান রকম ভাবে আপনাদের ফোন হ্যাক করে আর্থিক লুটের চেষ্টা করে থাকে যা ব্যাপকভাবে ভয়ানক। দেশ বিদেশে বহু মানুষ বিশেষ করে আমাদের ভারতে বহু মানুষ কিন্তু ঠিক এইরকম ভাবে প্রতারণার শিকার হয়েছেন। তাই কাস্টমার কেয়ার নাম্বার হঠাৎ করেই কিন্তু আপনারা যেখানে ইচ্ছে সার্চ করে বসবেন না।

আরও পড়ুন- একবার খেয়ে দেখুন এই বিশেষ জিনিস, সহবাসের আগে আর প্রয়োজন হবে না অন্য ট্যাবলেট খাওয়ার!

1বন্ধু খোঁজার অ্যাপ্লিকেশনের সাহায্যে প্রতারণা:

অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব কিন্তু স্কুল-কলেজের বন্ধুত্বের মতো অতটা সহজ নয়।। অনেকেই আছেন যারা কিন্তু নানান রকমের বন্ধু খোঁজার অ্যাপ্লিকেশন নিজেদের ফোনে ইন্সটল করে থাকেন অথবা সার্চ করে সেখানে রেজিস্ট্রেশন করে সেগুলোকে ব্যবহার করেন।।একাধিক সংস্থা রয়েছে, যারা এই ধরনের অ্যাপের ছদ্মবেশে আসলে প্রতারণার জাল পেতে রাখে। তাই এবার থেকে সমস্ত দিক যাচাই করে কিন্তু আপনি বন্ধুত্বের হাত বাড়ান, নয়তো বিপদ মুহূর্তেই হাত বাড়াতে পারে আপনার দিকে।