সম্প্রতি কিছু সময় আগেই ভারতীয় বাজারে Honda Activa 6G লিমিটেড এডিশন লঞ্চ করা হয়েছে। এই নতুন এডিশনে মূলত গ্রাফিক্সের ক্ষেত্রে চমক পাবেন ব্যবহারকারীরা। পাশাপাশি বহু সময় থেকেই হণ্ডা অ্যাক্টিভা মাইলেজ এর দিক থেকে এগিয়ে রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। তবে এবারে এই স্কুটারকে টেক্কা দিতে বাজারে এসে গিয়েছে টিভিএস জুপিটারের একটি নতুন এডিশন। কিছুদিন আগেই tvs এই নতুন এডিশনটি লঞ্চ করেছে বলে জানা যাচ্ছে।নাম TVS Jupiter SmartXonnect এডিশন। চলুন জেনে নেওয়া যাক এই দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা এবং কোন দিক থেকে?
প্রথমেই বলা যাক ইঞ্জিনের কথা।হন্ডা অ্যাক্টিভাতে মিলবে 109 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 7.73 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই স্কুটারে রয়েছে 12-10 ইঞ্চি অ্যালয় হুইল। স্কুটারের মাইলেজ 60 কিমি প্রতি লিটার। অন্যদিকে টিভিএস জুপিটারের নতুন এডিশনে আপনারা পেয়ে যাবেন 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 8.04 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই স্কুটারের মাইলেজ 62 কিমি প্রতি লিটার। এবার আসি ফিচার্সের কথায়। হন্ডা অ্যাক্টিভাতে মিলবে অ্যানালগ কনসোল। কোন রকমের ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া না গেলেও এতে আপনারা পেয়ে যাবেন 18 লিটার আন্ডার সিট স্টোরেজ।
অন্যদিকে টিভিএস জুপিটারের যে নতুন এডিশনটি লঞ্চ হয়েছে তাতে ভরপুর ফিচার্স পাবেন গ্রাহকেরা। যার মধ্যে রয়েছে TFT স্ক্রিন, স্মার্টফোন কানেকশনের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খেলার আপডেট সবকিছুই এই স্কুটারে আপনারা দেখতে পারবেন। সবশেষে আসুন দামের কথা আলোচনা করা যাক।Honda Activa 6G লিমিটেড এডিশনের দাম 80,734 টাকা (ডিলাক্স), 82,734 টাকা (H-Smart)। অপরদিকে নতুন TVS Jupiter SmartXonnect এর দাম রাখা হয়েছে 96,855 টাকা (এক্স শোরুম)। সুতরাং স্পষ্ট ভাষায় বলা যায় যদি আপনারা মাইলেজ এবং বিল্ড কোয়ালিটি কে অগ্ৰাধিকার না দিতে চান সেক্ষেত্রে নিশ্চিন্তে বাড়িতে নিয়ে আসতে পারেন টিভিএস জুপিটারের এই নতুন মডেল। কারণ হুন্ডা এক্টিভার থেকে টিভিএস জুপিটার সব দিক থেকেই এগিয়ে রয়েছে।