অর্ধেক বেতনেই এবার থেকে কর্মীদের চালাতে হবে সংসার! ছুটির নিয়ম বদলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, জানুন বিশদে

আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের কর্মী? সম্প্রতি কিছুদিন আগেই সরকারি চাকরিতে যোগ দিয়েছেন? তাহলে ভুলেও মিস করবেন না আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন..

0
294
অর্ধেক বেতনেই এবার থেকে কর্মীদের চালাতে হবে সংসার! ছুটির নিয়ম বদলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, জানুন বিশদে
অর্ধেক বেতনেই এবার থেকে কর্মীদের চালাতে হবে সংসার! ছুটির নিয়ম বদলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, জানুন বিশদে

পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত কর্মীদের প্রায় সময়ই একাধিক ছুটি দেওয়া হয়ে থাকে। এমনিতেই পশ্চিমবঙ্গে ১২ মাসে ১৩ পার্বণ তাই ছুটির অভাব নেই বলাই যায়।। তবে এবার ছুটি দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। যদি আপনিও সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি মিস করে ভুল করবেন!পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে নিজেদের কর্মীদের বিভিন্ন ধরনের ছুটি দেওয়া হয়ে থাকে। যার মধ্যে উৎসব পার্বণ তো আছেই, সেই সঙ্গে রয়েছে ক্যাজুয়াল ছুটি, অর্জিত ছুটি, অর্ধ বেতন ছুটি। আচ্ছা আপনারা কি এই প্রত্যেকটি ছুটি সম্পর্কে কোন ধারণা রাখেন? যদি আপনি সদ্য সরকারি চাকরি শুরু করেছেন তাহলে বলবো এই গুলির মধ্যে অর্ধ বেতন ছুটি সম্পর্কে আপনাদের অবশ্যই জানা প্রয়োজন।

Read More: Healthy Lifestyle: ডায়াবেটিস থেকে ওজন নিয়ন্ত্রণে আর করতে হবে না চিন্তা! রোজকার পাতে রাখুন এই বিশেষ সবজি..

অর্ধেক বেতনেই এবার থেকে কর্মীদের চালাতে হবে সংসার! ছুটির নিয়ম বদলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, জানুন বিশদে
অর্ধেক বেতনেই এবার থেকে কর্মীদের চালাতে হবে সংসার! ছুটির নিয়ম বদলে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, জানুন বিশদে

সরকারি হিসাব অনুযায়ী,এক বছর কার্যকাল সম্পূর্ণ করার জন্য ২০ দিন অর্ধ বেতন ছুটি জমা হয়। প্রত্যেক কর্মচারীর লিভ অ্যাকাউন্টে প্রতিবছর ১ জানুয়ারি ১০ দিন অগ্রিম অর্ধ বেতন ছুটি জমা হয় এবং ১ জুলাই আবার ১০ দিন অর্ধ বেতন ছুটি জমা হয়। অর্থাৎ আপনারও যদি চাকরির সময়সীমা ১ বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি ২০ দিনের অর্ধ বেতন ছুটির আবেদন সহজেই করতে পারবেন। এই ছুটি আপনারা দশ দিন দশ দিন করে ভাগে ভাগে পাবেন।

Read MOre: Bollywood Gossip: ছোটবেলা থেকেই তোতলা, করেছেন ফটোগ্রাফি থেকে শুরু করে ওয়েটারের চাকরি, বিক্রি করতেন চা, চেনেন এই অভিনেতাকে?

সরকারি দাবি অনুযায়ী,একজন সরকারি কর্মচারী তার অর্ধেক ছুটির জন্য অর্ধেক বেতন পেয়ে থাকেন। ধরুন কোনও সরকারি কর্মী কোনও মাসের ১০ তারিখ ছুটির জন্য আবেদন করেছেন, তাহলে আগের দিন ৯ তারিখ অর্ধেক বেতন পাবেন। এর ফলে তিনি যে পরিমাণ বেতন অগ্রিম পাচ্ছেন, সেই পরিমাণ বেতনের অর্ধেক পরিমাণ স্বরূপ মহার্ঘ ভাতা(DA) পাবেন। যদি এখনো বিষয়টি আপনারা বুঝতে না পারেন তাহলে সরল করে বলি যে, কোন ১০ হাজার টাকা বেতনের কর্মচারী যদি এতদিন ছুটি নিতে চাইছেন…তবে বেসিক পে এর অর্ধেক হয়ে দাঁড়াবে ৫০০০ টাকা। পাশাপাশি অর্ধেক পে এর উপর ৬ শতাংশ মহার্ঘ ভাতা হিসেবে পাবেন ৩০০ টাকা। এরপর ১০,০০০ টাকার ১২ শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে ১২০০ টাকা পাবেন। এদিকে চিকিৎসা ভাতা হিসেবে পাবেন ৫০০ টাকা। তাহলে সব মিলিয়ে আপনি পেয়ে যাবেন ৭,০০০ টাকা। সুতরাং এক কথায় বলা যায় সরকারি কর্মচারীরা এ ক্ষেত্রে অর্ধ বেতন ছুটি গ্রহণ করলে কিন্তু কাজ কমে যাওয়ার পাশাপাশি সব দিক থেকেই বেশিরভাগ অংশ লাভবান থাকছেন। এই ধরনের আরো আপডেট পেতে নজর রাখতে থাকুন আমাদের অন্যান্য প্রতিবেদন গুলির ওপর।