এখনো বছর পেরোয়নি রণবীর ও আলিয়া একমাত্র মেয়ের, তার আগেই মুখে বুলি ফুটল রাহার..

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পরে নভেম্বর মাসে রণবীর ও আলিয়া কোলে এসেছিল তাঁদের প্রথম সন্তান রাহা কপূর। নিজের মেয়েকে নিয়েই এখন ব্যস্ত রণবীর ও আলিয়া। জেনে নিন তাদের সন্তানের প্রথম কথা কি?

0
319
এখনো বছর পেরোয়নি রণবীর ও আলিয়া একমাত্র মেয়ের, তার আগেই মুখে বুলি ফুটল রাহার..
এখনো বছর পেরোয়নি রণবীর ও আলিয়া একমাত্র মেয়ের, তার আগেই মুখে বুলি ফুটল রাহার..

প্রায় পাঁচ বছরেরও বেশি সময় রণবীর ও আলিয়া প্রেম সম্পর্কে আবদ্ধ থাকার পর গত বছর এপ্রিল মাস নাগাদ বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের মা হওয়ার সুখবর দিয়েছিলেন আলিয়া।গত বছরই নভেম্বর মাসে প্রথম সন্তানের মা-বাবা হন আলিয়া ও রণবীর। মেয়ের নাম রাখেন রাহা কপূর। অর্থাৎ এখনো এক বছর হয়নি তাদের সন্তানের তবে তার আগেই মুখে বুলি ফুটলো রাহার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। জেনে নিন এই জনপ্রিয় তারকা দম্পতির একমাত্র কন্যা সন্তানের প্রথম বুলি কি?

দিন কয়েক আগেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, “তাঁর জীবনের সবচেয়ে বড় পাওনা তাঁর মেয়ে রাহা। দু’বছর বয়স না হওয়ার পর্যন্ত রাহাকে ছবিশিকারিদের ক্যামেরার থেকে দূরে রাখতে চান আলিয়া ও রণবীর”। রনবীরের কথায়,“আমি তো যেখানেই যাই, সবাইকে আমার মেয়ের ছবি দেখাই। তবে আমি ক্যামেরার সামনে সেটা দেখাতে পারব না। আমার স্ত্রী আমাকে মেরে ফেলবে”! অর্থাৎ একমাত্র কন্যা সন্তানকে ক্যামেরার সামনে না আনার পেছনে যে তার স্ত্রীর শাসন রয়েছে এ কথা বোঝাই যায়..

Read More: Bollywood : জাতীয় পুরস্কার পাওয়ার পরপরেই দারুন সমালোচিত হলেন অভিনেত্রী আলিয়া ভাট! কিন্তু আচমকাই দর্শকদের ক্ষোভের মুখে পড়ার কারণ কি?

এই সাক্ষাৎকারে রণবীর আরো জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের একমাত্র মেয়ের মুখে বুলি ফুটতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয় আশেপাশের জিনিস চিনতে পারার পাশাপাশি সে হামাগুড়িও দিতে পারছে। রণবীর বলেন, “এখন থেকেই রাহা কথা বলার চেষ্টা করছে। আমরা ওকে আস্তে আস্তে ‘মা’ ও ‘পা’ বলানোর চেষ্টা করছি”। পাশাপাশি ভক্তদের সঙ্গে একটি চ্যাট শোয়ে রণবীর কপুর জানান, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাহার জন্মদিন সেলিব্রেট করা হবে। পরিবারের সদস্যরা আর তুতো ভাই-বোনদের উপস্থিতিতেই রাহার জন্মদিন পালন করা হবে।

ওই চ্যাট শো চলাকালীনই রণবীর জেহ-তৌমুরের সঙ্গে রাহার সম্পর্কের সমীকরণ নিয়েও কথা বলেন।অভিনেতা জানান, ওরা দুজনই রাহার তুতো দাদা। কিন্তু, রাহা তো এখন কাউকেই সেভাবে চিনতে পারে না।এখন তো শুধু একমাত্র বাবাকেই চিনতে পারে রাহা। আর রণবীরের ধারণা তিনিই মেয়ের সবচেয়ে প্রিয় মানুষ। মায়ের থেকেও রাহা নাকি বাবাকে বেশি ভালোবাসে। এমতাবস্থায় আগামী ৬ নভেম্বর কপুর পরিবারের ধামাকাদার বার্থডে পার্টির মুহূর্তটা বিশেষ করে ছোট্ট রাহার কেক কাটা দেখতে মুখিয়ে রয়েছে তারকা দম্পতির অনুরাগীরা।