বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের তালিকায় রয়েছেন রণবীর কাপুর। কমবেশি প্রায় অ্যাকশন থেকে কমেডি সকল ধরনের সিনেমাতেই অভিনয় দক্ষতা তিনি সকলকে বুঝিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি এক সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আসন্ন রামায়ণ ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তার আগে কিভাবে নিজের শুদ্ধিকরণ করতে চান অভিনেতা! একটা সময় ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নায়িকাদের সঙ্গে প্রেম করেছেন রণবীর.. দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ বাদ রাননি এই তালিকা থেকে কেউই.. তবে শেষ পর্যন্ত চলতি বছরে আলিয়া ভাটের সঙ্গে গাটছড়া বেধেছেন অভিনেতা। তাদের এক কন্যা সন্তানেরও জন্ম হয়েছে। তবে আলিয়ার ওপরেও যে কর্তৃত্ব ফলাতে ভীষণ পছন্দ করেন রনবীর খোদ আলিয়া জানিয়েছিলেন নিজেই। আলিয়ার লিপস্টিক পড়া থেকে শুরু করে সাজগোজ সবকিছুই খেয়াল রাখেন রনবীর। তবে এইবার সমস্ত কিছু ছাপিয়ে রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজের শুদ্ধিকরণ করতে চলেছেন তিনি।
Read More: সদ্যই প্রেম ভেঙেছে তার! দেখুন তো বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা’কে চিনতে পারেন কিনা?
সূত্রের খবর অনুযায়ী,খুব শীঘ্রই নাকি নিজের খাবারের তালিকা থেকে মদ ও মাংস বাদ দিতে চলেছেন রণবীর। কপূর পরিবারের সন্তান তিনি। একে পঞ্জাবি, তায় ফিল্মি পরিবার তার।তার পরেও এই কৃচ্ছ্রসাধন করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।তবে তার নেপথ্যে নাকি কারণ সম্পূর্ণ আলাদা। ‘ছিঁছোড়ে’ খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর। আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হচ্ছে ছবির শুটিং। খবর, ওই ছবির শুটিংয়ের আগে প্রস্তুতির অঙ্গ হিসাবেই নাকি মদ ও মাংস খাওয়া বন্ধ করতে চলেছেন রণবীর। সাধারণত আমাদের দেশের মানুষের কাছে এই মহাকাব্য কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি আপনারা সকলেই জানেন। স্বাভাবিকভাবেই এই মহাকাব্যের প্রধান চরিত্রে অভিনয় করতে গেলে যে তারকাকে কিছু নিয়ম মানতে হবে তা অবশ্যই কর্তব্য।
Read More: নতুন কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই মুখ খুললেন নায়িকা, মুখোমুখি সোহিনী সরকার!
প্রসঙ্গত উল্লেখ্য নীতিশের রামায়ণ দীর্ঘ সময় ধরেই চর্চার বিষয়বস্তু হয়ে রয়েছে।বেশ কিছুদিন ধরেই খবর ভাইরাল হচ্ছিল যে,নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মাধ্যমে আবারো একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর আলিয়া। তবে সেই আশায় যে গুড়ে বালি সেটা সম্প্রতি প্রকাশ পেল। কানাঘুষো শোনা গেলেও এই ছবিতে যে রণবীরের বিপরীতে আলিয়াকে দেখা যাবে না তা একেবারে নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী এই ছবিটি তৈরি করা হচ্ছে। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছে ছবির কাজ। নিজের ছবির জন্য রণবীর কপূরকে রামচন্দ্রের চরিত্রে পছন্দ করেছিলেন পরিচালক। সীতার চরিত্রে প্রাথমিক ভাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে ভাবলেও পরে আলিয়াকে নিয়ে উৎসাহ দেখান নির্মাতারা। এই সময়েই নীতিশের অফিসে বেশ কয়েকবার আলিয়াকে দেখতে পাওয়া যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সীতার চরিত্রে অভিনয় করবেন তিনি।
Read More: স্লিভলেস ব্লাউজ আর লাল পাড় সাদা শাড়িতে একেবারে অনন্য রূপসী সোহিনী সরকার, মুহূর্তেই ভাইরাল ছবি!
ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবি।অন্য দিকে, রাবণের চরিত্রের জন্য রাজি হয়েছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশ। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং। কিছু সময় আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদিপুরুষ। যদিও VFX থেকে কোন কিছুই দর্শকদের নজর কাড়তে পারেনি। আদিপুরুষের এই বিতর্কের পরে এক সাক্ষাৎকারে নীতেশ জানিয়েছিলেন, তিনি যে ভাবে ‘রামায়ণ’কে ভেবেছেন, তাতে নাকি দর্শক চটবেন না। তাঁর কথায়, “আমি খুব সহজ ভাবে এই বিষয়টাকে দেখি। দিনের শেষে আমি নিজেও তো এখনও এক জন দর্শক। দর্শক হিসাবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন ছবি আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না”।