বর্তমান সময়ে টেলি দুনিয়ার একজন জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা হলেন রণজয় বিষ্নু। কমবেশি এই অভিনেতার অভিনয় হয়তো আপনাদের সকলেরই মন জয় করে নিয়েছে। তবে সম্প্রতি তার ভাইরাল হওয়া ছবি যেন আরো বেশি করে পছন্দ করেছেন দর্শকেরা।একটি ছবিতে তিনি বসে তাঁর দিদার কোলে। সম্ভবত অন্নপ্রাশনের ছবি। অন্য আর একটি ছবিতে তিনি বসে গামলায়। দুটোই ছোটবেলার ছবি। তখন হয়তো বয়স হবে মাত্র কয়েক মাস। অথচ এখন এই ছোট বাচ্চাটাই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা।
বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে রনজয় বিষ্নু অভিনীত গুড্ডি ধারাবাহিক। প্রথমদিকে এই ধারাবাহিক বেশ ভালো গল্প নিয়ে শুরু হলেও শেষের দিকে যদিও এটা অনেকটা একঘেয়ে হয়ে গিয়েছিল দর্শকদের কাছে। তবে রনজয় যে এক দারুন অভিনেতা তাতে কিন্তু কোন সন্দেহ নেই। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে তার প্রেম সম্পর্ক ভেঙে যাওয়া নিয়েও ব্যাপক রকমের চর্চা হয়েছে। শোনা যায় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়ক ।
View this post on Instagram
যদিও প্রেম ভেঙ্গে যাওয়ার পরেও খুব একটা ভেঙে পড়েন রণজয়। বরং দ্রুত পরের ধারাবাহিকের কাজে যুক্ত হয়ে পড়েছেন তিনি। এই সবকিছুর মাঝেই সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছোটবেলাকার কিছু মুহূর্ত শেয়ার করলেন রনজয়।সেখানে শুধু ছোটবেলার ছবি নয়। ছোট থেকে বড় হওয়ার প্রতিটা মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেতা। কখনও মুখেভাতের ছবি। কখনও আবার ছোটবেলায় স্নান করার ছবি।
Read More: স্লিভলেস ব্লাউজ আর লাল পাড় সাদা শাড়িতে একেবারে অনন্য রূপসী সোহিনী সরকার, মুহূর্তেই ভাইরাল ছবি!
বড় হয়ে ওঠার প্রতিটি ধাপের ছবি পোস্ট করেছেন নায়ক। সঙ্গে বেশ কিছু হ্যাশট্যাগ ও জুড়ে দিয়েছেন তিনি। ফলোয়ার সংখ্যার দৌলতে ইতিমধ্যেই তার এই ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। টেলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতাকে আপনার কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।