SIP : এসআইপির কিস্তি বাদ পড়ে গেছে? এবার কি করনীয়!

SIP-এর কিস্তি বাদ পড়ে গেলে কি করবেন? পুরো টাকাটাই কি নষ্ট হবে?

2
167
SIP : এসআইপির কিস্তি বাদ পড়ে গেছে? এবার কি করনীয়!
SIP : এসআইপির কিস্তি বাদ পড়ে গেছে? এবার কি করনীয়!

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা SIP সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রতিবেদনটি শুরু করার আগে প্রথমেই আপনার জেনে নেওয়া প্রয়োজন SIP কি! সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি হল মিউচুয়াল ফান্ডে একটি জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতি, যেখানে বিনিয়োগকারীরা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন।অনেক সময় দেখা যায় যে বিনিয়োগকারীরা এক বা একাধিক এসআইপির কিস্তি দিতে ভুলে যান। যদি ভুলবশত বা বিশেষ কোনো কারণে আপনার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে থাকে তাহলে কি করবেন সেই বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব! যদি প্রয়োজন মনে হয় অবশ্যই কিন্তু প্রতিবেদনটি শেয়ার করে নিতে ভুলবেন না..জেনে রাখুন,এসআইপির কিস্তি বাদ পড়লে তা বিনিয়োগ পোর্টফোলিওতে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি আপনি পরপর তিনটি কিস্তি মিস করে যান কোন কারনে সেক্ষেত্রে কিন্তু আপনার এসআইপি বাদ হয়ে যাবে।

• মিস কম্পাউন্ডিং:

এক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষমতার একটি সবথেকে বড় সুবিধা রয়েছে। এটি সাধারণ রিটার্নের সাথে অতিরিক্ত রিটার্ন কেউ জেনারেট করে।এসআইপি পেমেন্ট মিস করার অর্থ হল ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করছেন না, যা তাঁর বিনিয়োগের উপর চক্রবৃদ্ধি প্রভাব কমিয়ে দেয়। সুতরাং আপনাকে কিন্তু এই কিস্তির বিষয়টা খেয়াল রাখতেই হবে।

• নিম্নমুখী সঞ্চয়:

এসআইপির ক্ষেত্রে যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি না রাখতে পারেন তাহলে কয়েকটি কিস্তি মিস করাও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বিনিয়োগের উপরে প্রভাব ফেলতে পারে এবং সঞ্চিত সম্পদ নিম্নমুখী হবে।

আরও পড়ুন: আজকের শেয়ার বাজারে IT কোম্পানিতে রেকর্ড লাভ! 290 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক, জেনে নিন বিস্তারিত

• গড় প্রভাব:

এসআইপিগুলির দাম কম হলে বেশি ইউনিট এবং দাম বেশি হলে কম ইউনিট কেনার অনুমতি দিয়ে তা বাজারের ওঠানামার প্রভাব কমাতে সাহায্য করে। তাই যদি আপনারা কোন কারনে কিস্তি মিস করে যান তবে গড় প্রভাব ব্যাহত হয়ে যেতে পারে।

• আর্থিক লক্ষ্য অর্জনে ঘাটতি –

কেউ যদি নির্দিষ্ট আর্থিক লক্ষ্যগুলি অর্জনের জন্য এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে কিস্তির টাকা বাদ গেলে, সেই লক্ষ্যগুলো কিন্তু আপনারা সঠিকভাবে পূরণ করতে পারবেন না এবং কোন রকম অগ্রগতি ও লক্ষ্য করা যাবে না।। এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

আরও পড়ুন: মাসে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে পান লক্ষাধিক টাকার রিটার্ন, জেনে নিন বিশদে!

সুতরাং কোন কারনে বা ভুলবশত যদি আপনি এই এসআইপির কিস্তি মিস করে যান তাহলে দ্রুত সেই কিস্তি চালু করুন বা এসআইপি চালু করার চেষ্টা করুন।। সঠিক সময় মতন এটি না করলে কিন্তু আপনার আর্থিক লক্ষ্যের পাশাপাশি এটা আপনার উপরে মানসিক প্রভাব ফেলতে পারে। সুতরাং যতটা সম্ভব যত্ন নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে।