বেশ কিছুদিন ধরেই নিজের ‘বুড়ো বয়সের প্রেম’ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চর্চার বিষয়বস্তু হয়ে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। খাতায়-কলমে রত্না চট্টোপাধ্যায় তার স্ত্রী হলেও বর্তমানে তিনি তার বান্ধবী বৈশাখী ব্যানার্জির সাথেই বসবাস করেন। রীতিমত একসাথে সুখের সংসার পেতেছেন তারা। যদিও এই ঘটনা নিয়ে কাটাছেড়া কম হয় না। তবুও যেন কোনরকম আক্ষেপ নেই বান্ধবী বৈশাখীর। অকপটে সব জায়গায় শোভনের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয় পুজো- পার্বন একসঙ্গে সেলিব্রেট করার পাশাপাশি সম্প্রতি কিছুদিন আগে জামাইষষ্ঠী উপলক্ষে শোভনকে খাইয়েছিলেন বৈশাখী। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে আরো কিছু গোপন কথা শেয়ার করলেন তিনি।
আরও পড়ুন: নতুন কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই মুখ খুললেন নায়িকা, মুখোমুখি সোহিনী সরকার!
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক প্রশ্নের উত্তরে শোভন-বান্ধবী বৈশাখী জানান,“সহবাসের গ্লানি আর সহবাসের সৌন্দর্য দু-টোই গ্রহণ করতে হয়।আমার মতো স্বাধীন মানুষ, যে লোকের কথা খুব কম চিন্তা করি, তাকেও ভাবতে হয় হোয়াট নেক্সট।” কথা প্রসঙ্গে এরপর নীনা গুপ্তার এক সাম্প্রতিক সাক্ষাৎকারের কথা টেনে আনেন। ‘সাহসী’ নীনা গুপ্তা আশির দশকে সহবাস সম্পর্কে জড়িয়ে ছিলেন অথচ নিজের মেয়ে মাসাবাকে সেই পথে হাঁটতে দেননি। বিয়ে করতে জোর করেছিলেন, অথচ মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে যায় মাসাবার বিয়ে। এর জন্য আত্নগ্লানিতে ভুগেছিলেন নীনা। তিনি কখনোই তার সন্তানের জীবনে এই ধরনের কিছু চান না বলেই জানিয়েছিলেন।
আরও পড়ুন: Paoli Dam: ৪৩-এও ভরপুর সৌন্দর্য, পাওলি দামের হট ছবি দেখে ঘায়েল হলেন পুরুষ ভক্তরা!
বৈশাখী আরো বলেন, “মহুল (আসল নাম রিলিনা) এখন অনেক ছোট। আমি শোভনকে এখন বলি, ও আমায় (পালটা) বলে- ‘পুরো পাগলি একটা’। আমি মাঝে মাঝেই বলি, আমার জীবনে যেমন তুমি আছো, ওর জীবনে যেন একটা শোভন থাকে। আমি সত্যি জানি না আমার মেয়ে আদেও একটা ছেলেকে বিয়ে করবে কিনা। হতেই পারে ওর কোনও মেয়েকে ভালো লেগে গেল। এটা ওর জীবন। আমি মুক্তমনা। আমি কোনওদিন ওর উপর কিছু চাপিয়ে দিইনি। চাই না আমি যেমন স্বামী পেয়েছিলাম তেমন স্বামী ও পাক, তার চেয়ে শোভনের মতো কোনও পার্টনার ওর জীবনে আসুক। যে সম্পর্কে ওর গ্রোথ থাকবে, যে সম্পর্কে ওর সম্মান থাকবে। সে সম্পর্কটা নিয়ে প্রতিদিন ও আনন্দে মেতে থাকবে”। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি কিছুদিন আগেই শুধুমাত্র বান্ধবীর সঙ্গে থাকা নয় তার একমাত্র এই কন্যা মহল কেউ দত্তক নিয়েছেন শোভন।প্রকাশ্যে মহুলকে নিজের সন্তান বলে পরিচয় দিয়েই ক্ষান্ত থাকেননি শোভন, বাবার যাবতীয় দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন। মহুলের স্কুলের পেরেন্টস টিচার মিটিং-এ যেতে আজ পর্যন্ত ভোলেননি শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী কোথায়, “মেয়ে মহুল আদর করে শোভনকে দুষ্টু বলে ডাকে। আবার সম্মান দিয়ে বাবাও বলে”..।