প্রেমে আর রাখঢাক নেই অমিতাভের নাতনি নব্যার,বচ্চন পরিবারের সিলমোহর কি পেলেন ‘গলি বয়’ সিদ্ধান্ত?

কোনরকম রাখঢাক ছাড়াই নভ্যা নভেলি নব্যা আর সিদ্ধান্ত চতুর্বেদী প্রেম করছেন? সাম্প্রতিক ইনস্টা পোস্ট তো অন্তত তাই জানান দিচ্ছে!

0
271
প্রেমে আর রাখঢাক নেই অমিতাভের নাতনি নব্যার,বচ্চন পরিবারের সিলমোহর কি পেলেন ‘গলি বয়’ সিদ্ধান্ত?
প্রেমে আর রাখঢাক নেই অমিতাভের নাতনি নব্যার,বচ্চন পরিবারের সিলমোহর কি পেলেন ‘গলি বয়’ সিদ্ধান্ত?

সরাসরি অভিনয়ের সঙ্গে বিশেষভাবে যুক্ত না থাকলেও সোশ্যাল মিডিয়া এবং মডেলিং জগতের এক অতি পরিচিত মুখ হলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। বিগত বেশ কিছু সময় ধরে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সকলের সামনে বারবার উঠে আসছিল। তবে এবার কি শেষমেষ সেই সম্পর্ককেই সীলমোহর দিতে চলেছে বচ্চন পরিবার? প্রসঙ্গত কয়েক মাস আগে গোয়া থেকে একসঙ্গে ফিরতে দেখা গিয়েছিল সিদ্ধান্ত এবং নব্যাকে। মুম্বইয়ের রাস্তাতেও একে অপরের হাতে হাত রেখে ঘুরেছেন বলিপাড়ার চর্চিত যুগল। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। তবে এবারে আর মুম্বাইয়ের রাস্তায় নয় সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ধরা দিলেন এই দুই তারকা।

আসলে চলতি সপ্তাহের সোমবার সমাজমাধ্যমের পাতায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সিদ্ধান্ত। প্রতিটি ছবিতেই স্পষ্ট সিদ্ধান্তের অনাবৃত শরীর। আলতো রোদে শুয়ে রোদ পোহাচ্ছেন তিনি। এই ছবিগুলোতেই প্রতিক্রিয়া জানিয়েছেন নভ্যা নভেলি নন্দা।সোমবারের আড়মোড়া ভাঙা সেই ছবি দেখেই মন গলেছে নব্যার। তবে তা দেখে সমাজমাধ্যমের পাতায় বিশেষ কোনও মন্তব্য করেননি নব্যা। স্রেফ সেই সব ছবিকে ‘লাইক’ করেই কাজ সেরেছেন তিনি। তবে অমিতাভের নাতনির সেই ইঙ্গিত বুঝতে খুব একটা সময় লাগেনি অনুরাগীদের। মুহূর্তে বলি পাড়ার অভ্যন্তরে এই ঘটনাকে কেন্দ্র করে নানান রকমের গুজব শুরু হয়ে গিয়েছে।

Read More: Bollywood : জুতো খুলে মা দুর্গার সামনে মাথা নত করলেন ক্যাটরিনা কাইফ, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা!

যদিও বহুদিন ধরেই যে তাদের সম্পর্কের সমীকরণ সমান তালে চলছে তা বারংবার নজরে এসেছে পাপারাজ্জিদের। গত জুন মাসে গোয়ায় একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধান্ত এবং নব্যা। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল তাঁদের ছবি। চিত্রগ্রাহকদের ক্যামেরা দেখেও কোনও রকম লুকোচুরি করেননি তাঁরা। বরং একে অপরের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছিল সিদ্ধান্ত এবং নব্যাকে। সেই থেকে অনেকে মনে করছেন যে সম্ভবত এই জুটি পরিবারের সিলমোহর পেয়েই গিয়েছেন.. এই প্রসঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীর পরিচয় দিয়ে দেওয়া যাক।২০১৭ সালে টেলিভিশন ধারাবাহিক ‘লাইফ সহি হ্যায়’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন সিদ্ধান্ত। তার পর ‘ইনসাইড এজ’-এর মতো সিরিজ়, রণবীরের সিংহের সঙ্গে ‘গাল্লি বয়’ ছবিতে কাজের সুযোগ। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্য দিকে নব্যা ব্যস্ত তাঁর পডকাস্ট শো নিয়ে ‘হোয়াট দ্য হেল নব্যা’ নিয়ে। এই পরিপ্রেক্ষিতে বলিউডের এই চর্চিত তারকা যুগলের প্রেম কবে পরিণতি পায় তাই এখন দেখার বিষয়!