মায়ের বিদায়বেলায় প্রেমিকা দেবাদৃতার গালে সিঁদুর দিয়ে প্রেম প্রকাশ করলেন রাহুল, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

“সিরিয়ালে গৌরব হয়তো আলোকে পায়নি ঠিকই, কিন্তু গৌরব খুঁজে পেয়েছে দেবাদৃতাকে”... সমাজ মাধ্যমের পাতায় কেন এমন লিখলেন রাহুল দেব বসু?

0
206
মায়ের বিদায়বেলায় প্রেমিকা দেবাদৃতার গালে সিঁদুর দিয়ে প্রেম প্রকাশ করলেন রাহুল, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি
মায়ের বিদায়বেলায় প্রেমিকা দেবাদৃতার গালে সিঁদুর দিয়ে প্রেম প্রকাশ করলেন রাহুল, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সকলের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রাহুল দেব বসু এবং দেবাদৃতা বসু।। এই ধারাবাহিকে আলোর চরিত্রে অভিনয় করেছিলেন দেবাদৃতা অন্যদিকে পার্শ্ব চরিত্র হিসেবে গৌরবের ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল। কিন্তু ক্যামেরার সামনে যাই ঘটুক না কেন বাস্তব জীবনে কিন্তু অভিনেত্রীকে হাতছাড়া করলেন না পর্দার ‘গৌরব’। দুর্গাপুজোর শেষ লগ্নে মায়ের বিদায় বেলায় তিনি ছবি শেয়ার করে প্রেমিকার প্রতি প্রেমের ইশ্তেহার প্রকাশ করেই ফেলেছেন শেষমেষ।মায়ের বিদায়বেলায় সিঁদুরখেলার ছবি পোস্ট করে নায়ক লেখেন, “সিরিয়ালে গৌরব হয়তো আলোকে পায়নি ঠিকই, কিন্তু রাহল খুঁজে পেয়েছে দেবাদৃতাকে।”

Read More: Tollywood Gossip : বিয়ের শাড়িতেই অষ্টমী কাটালেন শ্রুতি দাস, সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল অভিনেত্রীর এই ছবি

নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানাতে গিয়ে রাহুল বলেছেন, “আলোর ঠিকানা সিরিয়ালে আমি দুটো ধাপে কাজ করেছি। প্রথম যখন শুটিং করেছি তখন এ সব কিছু হয়নি। কিন্তু আবার যখন আমার চরিত্রের ট্র্যাকটা শুরু হয় তখনই একে অপরের প্রতি একটা অন্য অনুভূতি উপলব্ধি করি। আমাদের সম্পর্কের প্রায় সাত-আট মাস হয়ে গেল। পুজোর চারটে দিন একসঙ্গেই কাটিয়েছি। খুবই খুশি আমরা।” প্রসঙ্গত এর আগেও একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন রাহুল। কখনোই এইসব সম্পর্ক নিয়ে লুকোচাপা করতে দেখা যায়নি তাকে। তবে দেবাদৃতার ক্ষেত্রে ব্যাপারটা যেন একেবারেই অন্যরকম। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাহুলকে প্রশ্ন করা হলো তিনি জানিয়েছেন এখনই বিয়ে করতে চান না তারা। বরং প্রেম করার পাশাপাশি চুটিয়ে অভিনয়েই মন দিতে চান এই তারকা যুগল। কাজের দিক থেকে বলতে গেলে বর্তমানে ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে রাহুলকে। পাশাপাশি পদাতিক বলে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি।

Read More: Bollywood Update : ঘটনাচক্রেই টাইগার হয়েছিলেন সলমান খান, কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কে?

অন্যদিকে দেবাদৃতা বসু টেলি দুনিয়ার একটি অত্যন্ত পরিচিত মুখ।মঞ্চ নাটক দিয়ে তিনি তার পেশা জীবন শুরু করলেও পরে তিনি একটি বাংলা ধারাবাহিক ( আলো ছায়া ) প্রধান চরিত্রে অভিনয় করেন। এর আগে তার প্রথম ধারাবাহিকটি ছিল জয়ী। তার প্রথম থিয়েটার নাটক হলো দ্রোহি চইটোনন্যা।ভারতের কলকাতা শহরে। তিনি সঞ্জয় বসু ও শুক্লা বসুর জ্যেষ্ঠ কন্যা এবং কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং মোহুন বাগানের প্রাক্তন ক্যাপ্টেন বিদেশ বসুর নাতনি । আলো ছাড়া ধারাবাহিকের পর আলোর ঠিকানা থেকে শুরু করে একাধিক ধারাবাহীকে দেখা গিয়েছে তাকে।