Intimate Area Dark Spot Remover: আপনিও কি গোপনাঙ্গে কালো দাগ নিয়ে সমস্যায় ভুগছেন? বিশেষ কোনো ঝামেলা ছাড়াই কাজে লাগান এই কয়েকটি ঘরোয়া টোটকা!

Intimate Area Dark Spot Remover: নারী-পুরুষ নির্বিশেষে অনেকের কাছেই গোপনাঙ্গের কালো দাগ হচ্ছে একটা বড় সমস্যা! কোনরকম কেমিক্যাল ব্যবহার না করে কিছু ঘরোয়া উপায় এর সাহায্যে কিন্তু আপনারা এটা দূর করতে পারেন

0
162
Intimate Area Dark Spot Remover: আপনিও কি গোপনাঙ্গে কালো দাগ নিয়ে সমস্যায় ভুগছেন? বিশেষ কোনো ঝামেলা ছাড়াই কাজে লাগান এই কয়েকটি ঘরোয়া টোটকা!
Intimate Area Dark Spot Remover: আপনিও কি গোপনাঙ্গে কালো দাগ নিয়ে সমস্যায় ভুগছেন? বিশেষ কোনো ঝামেলা ছাড়াই কাজে লাগান এই কয়েকটি ঘরোয়া টোটকা!

মহিলা পুরুষ নির্বিশেষে অনেকেই কিন্তু গোপনাঙ্গের কালো দাগ নিয়ে দীর্ঘ সময় ধরে সমস্যায় ভুগে থাকেন। বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের সমস্যার কথা কারুর সঙ্গে শেয়ার করতে চান না যার ফলস্বরূপ এর সঠিক পদ্ধতিতে কোন সমাধান হয় না। তবে কোনরকম আলোচনা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে বসে এই দাগ দূর করে ফেলতে পারেন। নানান রকম কারণে এই ধরনের কালো দাগ হয়ে থাকে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে হরমোনাল পরিবর্তন।

অনেকের শরীরে ই বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নানান রকমের হরমোনাল পরিবর্তন হয়ে থাকে তাই এই ধরনের কালো দাগ লক্ষ্য করা যায়। আবার চাপা বা টাইট অন্তর্বাস বা প্যান্ট পরলে নাকি এই সমস্যা হতে পারে। শোনা যায় যে,কারও Polycystic Ovary Syndrome (PCOS) থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা বাড়বাড়ন্ত হতে পারে। চলুন তাহলে কিভাবে ঘরোয়া টোটকা সাহায্যে আপনারা এই সমস্যার সমাধান করবেন জেনে নেওয়া যাক।

  1. যদি আপনার শরীরেও এই ধরনের কালো দাগজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই স্ক্রাবার ব্যবহার করবেন না। অবশ্যই বডি ওয়াশ জাতীয় জিনিস ব্যবহার করুন যাতে তা সঠিকভাবে কাজে লাগতে পারে।
  2. প্রতিদিন স্নানের পরে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কালো দাগের জায়গাগুলোতে মশ্চারাইজার ক্রিম ব্যবহারের চেষ্টা করুন।
  3. চন্দন এবং হলুদের গুনাগুন রয়েছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন কারণ এগুলো ভীষণভাবে কার্যকরী।
  4. এক চামচ মধু এবং এক চামচ নারকেল তেল নিয়ে, হালকা গরম করুন। এরপর সেটা গোপনাঙ্গে লাগিয়ে, ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এটি কিন্তু খুবই কার্যকরী একটি পদ্ধতি যা অবশ্যই আপনাকে ফলাফল দেবে।
  5. শসা এবং অ্যালোভেরা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে, সেটা ১৫ মিনিট লাগাতে পারেন। পরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। শসা এবং এলোভেরার মধ্যে কালো দাগ দূর করার গুণাগুণ রয়েছে। এই দুটি উপাদান আমাদের স্কিনের জন্য দারুন উপকারী।
  6. এই কালো দাগ যুক্ত জায়গা গুলোতে আপনারা সামান্য আলুর রস ঘষতে পারেন। এটারও কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়।
  7. শুধু দই ব্যবহার করেও গোপনাঙ্গের কালো দাগ পরিষ্কার করা যায়। সঙ্গে ত্বকের র‌্যাশ ও জ্বালাপোড়ার সমস্যা থাকলেও আরাম দেয় টক দই। টক দই মাখুন গোপনাঙ্গে, ১০-১৫ মিনিট রাখুন ও উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
  8. ভারতীয় ত্বকের জন্য ফরসা করার সবচেয়ে ভালো টোটকা হচ্ছে গুঁড়ো হলুদ আর কমলালেবুর রস। এটা প্রাকৃতিক ব্লিচ হিসেবেও কাজ করে। তিনভাগ কমলালেবুর রসের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মেশান এবং ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দেখবেন মাত্র কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আপনার গোপনাঙ্গের এই কালো দাগের সমস্যা দূর হয়ে যাবে।

আরও পড়ুন- Blood Pressure : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অবশ্যই মেনে চলুন এই ঘরোয়া টোটকা, শরীর থাকবে সম্পূর্ণ সুস্থ