Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!

Okaya Motofaast: জেনে নিন এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার সম্পর্কে, দাম সহ রইল অন্যান্য তথ্য

3
233
Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!
Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!

বিগত কিছু সময় ধরেই বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার গুলির বহু রকমের সুবিধা রয়েছে। সম্প্রতি Okaya EV) এক দারুণ স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে যার নাম রাখা হয়েছে–Motofaast। ইতিমধ্যেই স্কুটারটির জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। এই স্কুটারটি নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যদি আপনি ইলেকট্রিক স্কুটার কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি কিন্তু মিস করবেন না।

কি কি বৈশিষ্ট্য থাকছে এই নতুন স্কুটারে?

জানা যাচ্ছে,Okaya EV Motofaast-এর সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার। সিঙ্গেল
চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত পথ দৌড়তে পারবে। সুতরাং দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই স্কুটার কিনলে কোন রকমের সমস্যার মুখোমুখি হতে হবে না বলাই যায়।ওকায়া ইভি তাদের মোটোফাস্ট মডেলটি পাঁচটি কালার অপশনে অফার করছে – সায়ান, ব্ল্যাক, গ্রীন, রেড এবং গ্রে।

Read More: Tech News : বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার আনল HP, জানুন দাম সহ অন্যান্য বিস্তারিত তথ্য

জানা যাচ্ছে এই নতুন মডেলটিতে মোটরটি হাব মাউন্টেড হবে বলে নিশ্চিত করা হয়েছে। অ্যালয় হুইল থাকার কারণে টিউবলেস টায়ার অফার করা হতে পারে। ফলে চাকা পাংচার হলেও ঠিক করতে বেশি কষ্ট করতে হবে না। এছাড়াও কিছু বিশেষ ফিচারস থাকছে যার মধ্যে রয়েছে—সাত ইঞ্চির বিশাল টাচ স্ক্রিন রয়েছে,যেখানে স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, রাইডিং মোড, টাইম এবং ব্যাটারি পার্সেন্টেজ ভেসে উঠবে। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে অফার করা হচ্ছে এলইডি হেড ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর।

সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেকও আছে। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে এই ইলেকট্রিক স্কুটারের কোন রকমের দাম ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে যে মোটামুটি ভারতীয় মুদ্রায় ১.৫০ লাখের কাছাকাছি এর দাম হতে পারে। নতুন এই ইলেকট্রিক স্কুটারের মডেলটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Read More: Tech News : দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে কিনে নিয়ে আসুন এই ল্যাপটপ!