ফিক্সড ডিপোজিটে ব্যাপক অফার নিয়ে এলো SBI, জেনে নিন কত সুদ পাবেন আর কি কি সুবিধা!

0
125
ফিক্সড ডিপোজিটে ব্যাপক অফার নিয়ে এলো SBI, জেনে নিন কত সুদ পাবেন আর কি কি সুবিধা!
ফিক্সড ডিপোজিটে ব্যাপক অফার নিয়ে এলো SBI, জেনে নিন কত সুদ পাবেন আর কি কি সুবিধা!

আমাদের দেশে ব্যাংকিং খাতের সব থেকে বড় নাম গুলির মধ্যে একেবারে প্রথমেই রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাহকদের সুবিধার্থে নানান রকমের পরিকল্পনা নিয়ে এসে প্রায়শই হাজির হয় এই ব্যাংক। সম্প্রতি কিছুদিন আগেই SBI-এর ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে দারুণ হারে সুদ মেলার খবর সামনে এসেছে। যার ফলস্বরূপ আগ্রহী গ্ৰাহকদের মধ্যে উৎসাহ বেড়েছে অনেক গুণ। তবে অনেকেই কিন্তু এখনো সম্পূর্ণ ব্যাপারটি সম্পর্কে কোন ধারণা রাখেন না। সে সমস্ত পাঠক বন্ধুদের জন্যই নিয়ে এসেছি আমরা আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন অফার সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিক উভয়ই এখন ভালো রিটার্ন পাচ্ছেন। সবথেকে বড় কথা গ্রাহকদের এই ফিক্সড ডিপোজিট এর সুরক্ষার উপরেও নজর রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।SBI তার ফিক্সড ডিপোজিট (FD) স্কিম ছাড়াও অপর দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম অফার করে থাকে। এই দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম হল অমৃত কলস বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম ও উইকেয়ার বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম। জানিয়ে রাখি,অমৃত কলস বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম ও উইকেয়ার বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর সাধারণ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম থেকে বেশি সুদ দেওয়া হয়। তাই আপনারা চাইলে কিন্তু এগুলোতেও বিনিয়োগ করতে পারেন। এবার আসুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) FD-তে দেওয়া সুদের হার সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Read More: SBI UPI Problem: এসবিআই-এর অ্যাকাউন্ট থেকে ফোনপে,গুগল পে চালাচ্ছেন? বন্ধ হতে পারে পরিষেবা! জেনে নিন বিশদে..

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) FD-তে 7 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হার ৩ শতাংশ।
  • 46 দিন থেকে 179 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হার ৪.৫ শতাংশ।
  • 180 দিন থেকে 210 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 5.25 শতাংশ সুদ পাবেন গ্রাহকেরা।
  • 211 দিন থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 5.75 শতাংশ সুদের হার পাওয়া যায়।
  • যদি 1 বছর থেকে 2 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট হয় তাহলে সুদের হার 6.80 শতাংশ।
  • 2 বছর থেকে 3 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 7.00 শতাংশ সুদের হার পাওয়া যায়।
  • 3 বছর থেকে 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.50 শতাংশ সুদের হার দেওয়া হয়।
  • 5 বছর থেকে 10 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.50 শতাংশ সুদের হার পাওয়া যায়।