আলিয়া চিৎকার করলেও বেশ চটে যান রণবীর, স্ত্রীর লিপস্টিক পরা নিয়েও তার রয়েছে সমস্যা.. এতকিছুর পরেও কিভাবে টিকে রয়েছে এই তারকা দম্পতির সংসার?

0
264
আলিয়া চিৎকার করলেও বেশ চটে যান রণবীর, স্ত্রীর লিপস্টিক পরা নিয়েও তার রয়েছে সমস্যা.. এতকিছুর পরেও কিভাবে টিকে রয়েছে এই তারকা দম্পতির সংসার?
আলিয়া চিৎকার করলেও বেশ চটে যান রণবীর, স্ত্রীর লিপস্টিক পরা নিয়েও তার রয়েছে সমস্যা.. এতকিছুর পরেও কিভাবে টিকে রয়েছে এই তারকা দম্পতির সংসার?

টানা পাঁচ বছরের প্রেম সম্পর্কের পর গত বছরের এপ্রিল মাস নাগাদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই একটি কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। সব মিলিয়ে বিয়ের বয়স মাত্র দেড় বছর হলেও এর মধ্যেই বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর উপরে খবরদারি ফলাতে শুরু করে দিয়েছেন তার স্বামী রণবীর। সম্প্রতি কিছুদিন আগেই আলিয়ার হাতে এসেছে জাতীয় পুরস্কার. সবদিক থেকেই বর্তমানে বলিউডের একজন সফল অভিনেত্রীর তালিকায় নাম রয়েছে তার এ কথা বলাই যায়.. কিন্তু এত কিছুর পরেও স্বামীর রনবীরের কর্তৃত্ব কি করে সহ্য করে আলিয়া?আলিয়ার গলার আওয়াজ থেকে শুরু করে সাজ পোশাক অথবা লিপস্টিক দেওয়া সবকিছুকে কেন্দ্র করেই বিরোধিতা রয়েছে রণবীরের। সেই ইস্যু নিয়েই মাসখানেক ধরে সমালোচনার মুখে পড়েছেন ঋষি পুত্র।

চলতি বছরেই ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমাল’। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ওই ছবির প্রচারে আপাতত ব্যস্ত রণবীর। সেই প্রচারের অংশ হিসাবেই সম্প্রতি ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন রণবীর.. সেই ভিডিও চলাকালীনই একাধিক সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি পড়তে হয় রণবীরকে। আলিয়া প্রসঙ্গে করা সেসব প্রশ্নের উত্তর একেবারে নির্বিকার ভাবে জবাব দিয়েছেন অভিনেতা। স্পষ্ট ভাষায় তিনি জানান, “আমি নিজে সমাজমাধ্যমে নেই, তাই আমাকে এ নিয়ে এত মাথা ঘামাতে হয় না। তবে আমি মনে করি, নেতিবাচক আলোচনাও দরকার। একজন শিল্পী হিসাবে আমি মনে করি, আমার কাজ নিয়ে প্রশংসা ও সমালোচনা— দুটোই দরকার।

তবেই একটা ভারসাম্য বজায় থাকে। অনেক সময় শিল্পীদের নিয়ে এমন অনেক কিছু লেখা হয়, যা তাঁদের মতামত। এমন নয় যে, আমার ব্যক্তিসত্তা ওই মতামতের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। কেউ আমার কাজ পছন্দ করতে পারেন, কারও আবার তা ভাল নাও লাগতে পারে। তবে তাঁদের মতামতের মালিক তাঁরাই, আমি নই। আমি কিছু দিন আগেই পড়ছিলাম একটা লেখা, আমার খারাপ স্বভাব নিয়ে। আর সত্যি বলতে আমার তাতে অসুবিধা নেই। যাঁরা এই ধরনের অভ্যাসের বিরুদ্ধে সরব, আমি তাঁদের পাশেই বরং দাঁড়াতে চাই। সে ক্ষেত্রে তাঁরা যদি মনে করেন আমাকে কেন্দ্র করে তাঁদের যুক্তি সামনে রাখবেন, আমি তাতেও রাজি। কারণ, তাঁদের লড়াইটা আমার রাগের চেয়ে বেশি জরুরি”।

প্রসঙ্গত কিছু মাস আগেই আলিয়া ভাটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে উঠে এসেছিল যেখানে তিনি জানিয়েছেন অভিনয় ছাড়া বর্তমানে তিনি লিপস্টিক পড়া একেবারেই কমিয়ে দিয়েছেন স্বামীর রণবীর কাপুরের পছন্দের জন্য।বিবৃতিটি ইন্টারনেটে রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়। কিছু লোক এমনকী তু ঝুঠি ম্যায় মক্কর অভিনেতাকে ‘বিষাক্ত’ বলেও অভিহিত করতে শুরু করেন। তারপরে এতদিন পর্যন্ত আলিয়া এবং রনবীর দুজনেই চুপ ছিলেন এই প্রসঙ্গে। তবে বারংবার সমালোচনা চলায় শেষমেষ ছবির প্রচারে এসে মুখ খুলতে বাধ্য হলেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অভিনেতা।

Read More: Alia Bhatt : কোন ডিজাইনার পোশাক নয়, বিয়ের শাড়ি পড়েই জাতীয় পুরস্কার হাতে তুলে নিলেন আলিয়া ভাট.. রইল বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য ব্রহ্মাস্ত ছবির শুটিং চলাকালীনই একে অপরের প্রেমে পড়েছিলেন এই যুগল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,“নিউ ইয়র্কে আমাদের একসাথে থাকার কোনও কথাই ছিল না। আমি বিমানে বসে দেখলাম ও আমার দিকে এগিয়ে আসছে। আমার পাশে এসে বসল। তারপর সিটে কিছু সমস্যা থাকায় উঠে অন্য জায়গায় বসল। আমি তো তখন মনে মনে ভাবছি কেন আমার সঙ্গে এমন হল। আমার স্বপ্ন এভাবে ভেঙে গেল। যদিও পরে সিট ঠিক হয়ে যায় আর ও আমার পাশে এসে বসে। এরপর ধীরে ধীরে ছবির শুটিং শুরু হয় আর আমরা কাছাকাছি আসতে থাকি।।ও আংটি নিয়ে এসেছিল। আর জঙ্গলের মাঝে প্রোপোজ করেছিল আমায়। গাইডকে আমাদের ছবি তুলতে বলেছিল। ও জানত, ওই ছবিগুলো আমার কাছে কত স্পেশাল।”

Read More: Alia Bhatt : একের পর এক লাস্যময়ী অবতারে দর্শকদের নজর কাড়লেন আলিয়া ভাট, মুহূর্তেই ভাইরাল ছবি