উৎসবের মরশুমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Flipkart big billion days sale। বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ইতিমধ্যেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই কোন প্রোডাক্টের উপর ঠিক কতটা অফার রাখা হচ্ছে তা জানতে আগ্রহী রয়েছে অনেকেই। সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্লিপকার্ট ইতিমধ্যেই কিছু স্মার্ট ফোন তালিকাভুক্ত করেছে যেগুলো বেশ কমে পেয়ে যাবেন আপনারা।
তাই আগামী কয়েক দিনের মধ্যে যদি একটি ফোন কেনার কথা চিন্তাভাবনা করছেন তবে আর দেরি নয়! ফ্লিপকার্টের তালিকাভুক্ত করা ফোন গুলির মধ্যে যে সমস্ত মডেল রয়েছে তাতে নাথিং ফোন 1, Samsung galaxy F13,poco M5 ইভেন্টের আগে থেকেই বেশ খানিকটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। আবার আপনি চাইলে এই ফোনগুলোর দাম আরো কমাতে ব্যাঙ্ক অফার বা অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক যাতে ক্রেতাদের ফোন কিনতে গিয়ে কোন সমস্যায় পড়তে না হয়।
১) Samsung Galaxy F13: ভারতে লঞ্চ হয়েছে Rs. 11,999 টাকায়। ফোনটি আপনারা flipkart এ পেয়ে যাচ্ছেন 9,199 টাকায়। এদিকে, নাথিং ফোন 1 বিক্রি হচ্ছে Rs. 23,999 টাকায়— হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ করা হয়েছিল 32,999 ট্যাগিং মূল্য দিয়ে।
২) গুগলের ফ্ল্যাগশিপ Pixel 7: হ্যান্ডসেট গত বছর ভারতে লঞ্চ হয়েছিল Rs. 59,999তে, তবে ফোনটি বর্তমানে Rs. 36,499 পেয়ে যাবেন Flipkart big billion days sale এ। মাইক্রোসাইটে তালিকাভুক্ত অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে, এই ছাড়ের মূল্য ফ্লিপকার্ট অনুসারে উপলব্ধ সমস্ত অফার সহ। Infinix Smart7 Rs. 5,939 তে আপনারা এখানে পেয়ে যাবেন।এর লঞ্চ মূল্য ছিল ভারতে 7,299 টাকা।
Read More: Tablets : মাত্র ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যান সেরা ৫ টি মডেলের ট্যাবলেট, রইল বিস্তারিত
৩) Vivo V29e: গত মাসে 26,999 টাকায় পাওয়া যাচ্ছিল। Flipkart এর মাধ্যমে 24,999 টাকা। এদিকে, আপনি Realme C55 9,499 টাকায় কিনতে পারবেন। এই মডেলটির লঞ্চ মূল্য 10,999। Oppo A17k, ভারতে লঞ্চ হয়েছে Rs. 10,499, এখন বিক্রি হচ্ছে ভারতে 7,999 টাকায়। অর্থাৎ সবমিলিয়ে একেবারে দুর্দান্ত ধামাকা অফার।
৪) Redmi Note 12: যদি আপনি ভাল ফিচারসহ রেডমি ফোন কেনার কথা ভাবছেন সেক্ষেত্রে গ্রাহকরা Redmi Note 12 কিনতে পারেন Rs. 10,799 — কোম্পানি এই হ্যান্ডসেটটি একটি রুপি দিয়ে পেশ করেছে। এই বছরের শুরুতে 17,999 মূল্য ট্যাগ। Poco M5 বিক্রি হচ্ছে ছাড়ের দামে। 6,999 টাকার পরিবর্তে 12,499 প্রাইস পয়েন্ট এটি গত বছর চালু হয়েছিল। ফ্লিপকার্ট এর আগে হ্যান্ডসেটের দাম এই বছরের শুরুতে এর বিগ সেভিং ডেস সেল থেকে 3,750 এগিয়ে।
৫) Oppo Reno 10 Pro 5G: সবশেষে বলবো Oppo Reno 10 Pro 5G মডেলটির কথা যার বর্তমানে Rs. 35,999, এর লঞ্চ মূল্য Rs. ৩৯,৯৯৯। এছাড়াও আপনি Moto G14 এবং Moto G32 কিনতে পারেন Rs. 8,099 (মূলত 9,999) এবং Rs. 8.999 (মূলত 10,499), যথাক্রমে। Realme 10 Pro 5G এখন টাকায় পাওয়া যাচ্ছে। 15,999, এর লঞ্চ মূল্য Rs. 18,999। সুতরাং যদি আপনি একজন অনলাইন শপিং প্রেমি হয়ে থাকেন তাহলে ফ্লিপকার্টের এই big billion days sale ভুলেও মিস করবেন না। এই ধরনের আরও আপডেট পেতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Read More: পুজো Sale-এর ঘোষণা করল Xiaomi, জেনে নিন কোন প্রোডাক্টে পাচ্ছেন কত শতাংশ ছাড়!