আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পরেই শুরু হয়ে যাবে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপূজা। এই সময়ে বহু মহিলারাই কিন্তু নিজেদের ত্বকের যত্ন করার নানান রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যারা বাইরে কোন রকমের স্কিন ট্রিটমেন্ট করতে পারছেন না অথবা পার্লারে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ কিছু ঘরোয়া টোটকা। কোনরকম বিশেষ খরচ ছাড়াই বাড়িতে বসে আপনারা এই টোটকা কাজে লাগাতে পারেন। দেখবেন অতি অল্প দিনের মধ্যেই আপনার চেহারায় বহু পরিবর্তন আসবে এবং দাগ -ছোপের সমস্যা দূর হয়ে যাবে। এই টোটকা কাজে লাগানোর জন্য আপনাদের শুধুমাত্র একটি উপকরণের প্রয়োজন হবে এবং কোন খরচা হবে না। এই উপকরণটি হল বরফ। আজকাল কমবেশি সকলের বাড়িতেই রেফ্রিজারেটর রয়েছে তাই বরফ সংগ্রহ করতে খুব একটা অসুবিধা হবে না।। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এই বরফ কি কাজে লাগবে? চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক..।
Table of Contents
ব্রণ প্রতিরোধ করতে:
কমবেশি সকল বয়সের মেয়েদের মধ্যেই কিন্তু ব্রণের সমস্যা ব্যাপক রকম ভাবে লক্ষ্য করা যায়। এর জন্য অনেকেই বাজার চলতি নানান ধরনের নামিদামি ক্রিম ব্যবহার করে থাকেন।তবে এত কিছু না করে আপনারা খুব সহজেই কিন্তু বরফ কাজে লাগাতে পারেন।বরফ হল একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি যা ব্রণ কমাতে এবং নিরাময় করতে সহায়তা করে। এটি ফোলা ত্বককে ভালো করে এবং প্রশমিত করে এবং আপনার ত্বকের ছিদ্রের আকারকে ছোট করে। এটি অতিরিক্ত সিবাম কমিয়ে দেয়, যা ব্রণের জন্য দায়ী। তাই এবার থেকে অতিরিক্ত ব্রণ বা একনের সমস্যা হলে আপনারা একেবারে নিশ্চিন্তে বরফ ব্যবহার করুন।
উজ্জ্বল এবং চকচকে ত্বক:
আমাদের ত্বককে বিশেষ কোনো খরচ ছাড়াই উজ্জ্বল এবং চকচকে আপনারা করে ফেলতে পারেন এই বরফের সাহায্যে।মুখে বরফ লাগালে তা আপনার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং উজ্জ্বল করে। এটি ত্বকে অক্সিজেনের মাত্রা উন্নত করে এবং প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন সরবরাহ করে। তাই মুখের দাগ ছোপ কমানোর জন্য অথবা মুখে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে আপনারা কিন্তু দিনে কয়েক মিনিট সময় কিছুটা পরিমাণ বরফ নিয়ে মুখে লাগাতে পারেন।।
ডার্ক সার্কেল দূর করতে:
অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের কারণে বা দেরি করে ঘুমানোর কারণে আজকাল কিন্তু অনেকের চোখের নিচেই ডার্ক সার্কেল এর সমস্যা খুবই সাধারণ। পুজোর আগে একটু ভালোভাবে সাজগোজ করার জন্য অনেকেই হয়তো এই ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে চান। সেই হিসেবে আপনারা বরফ কাজে লাগাতেই পারেন।এর মধ্যে কিছু গোলাপ জল ফুটিয়ে তাতে শসার রস মিশিয়ে নিতে পারেন।
বয়সের ছাপ কমাতে:
অনেক ক্ষেত্রেই বয়স বাড়তে শুরু করলে আমাদের ত্বকে নানান রকমের বলিরেখা বা দাগ লক্ষ্য করা যায়। নিয়মিত বরফ ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত কোনরকমের খরচ না করে হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পেতে এবং নিজেদের সৌন্দর্য ধরে রাখতে আপনারা কিন্তু ঘরোয়া টোটকা হিসেবে বরফ কাজে লাগাতেই পারেন।