মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফিরে পান উজ্জ্বল ত্বক! আসন্ন পুজোয় কি কি ফেসপ্যাক ব্যবহার করবেন?

মাত্র ১৫ মিনিটেই হয়ে যাবে উজ্জ্বল এবং চকচকে ত্বক; জেনে নিন এই বিশেষ ৩টি ফেসপ্যাক সম্পর্কে!

0
168
মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফিরে পান উজ্জ্বল ত্বক! আসন্ন পুজোয় কি কি ফেসপ্যাক ব্যবহার করবেন?
মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফিরে পান উজ্জ্বল ত্বক! আসন্ন পুজোয় কি কি ফেসপ্যাক ব্যবহার করবেন?

আসন্ন পুজো উপলক্ষে ইতিমধ্যেই হয়তো বিভিন্ন মানুষ বাড়িতেই রূপচর্চা অথবা পার্লারে গিয়ে নানান রকমের স্কিন ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন। তবে যাদের খুব একটা বেশি খরচ করার ইচ্ছে নেই তারা কিন্তু খুব সহজেই মাত্র ১৫ মিনিটের চেষ্টায় পুজোর আগে বাড়িতেই খুব সুন্দর উজ্জ্বল ত্বক পেতে পারেন।। তার জন্য আপনাকে অবশ্যই বিশেষ কিছু ফেসপ্যাক ট্রাই করতে হবে এবং নিজেকে একটু সময় দিতে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমনই তিনটি ফেসপ্যাক সম্পর্কে আলোচনা করব যা আপনার হারানো সৌন্দর্য ফিরে পেতে এবং আপনার ত্বকের জেল্লা পুনরুদ্ধার করতে আপনাকে ব্যাপক রকমের সাহায্য করবে।এমন অনেকেই আছেন যাঁদের আলিয়া, কিয়ারার মতো ‘নো মেকআপ লুক’-ই বেশি পছন্দ। তবে পুজোয় অল্প মেকআপে নজর কাড়তে হলে ত্বককে ভিতর থেকে জেল্লাদার দেখানো ভীষণ জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু বিশেষ টোটকা।

১) মধু, দই আর গোলাপ জলের ফেসপ্যাক:

আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি উপাদান। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সময়ে এই উপাদানগুলিকে ফেসে ব্যবহার করেছেন। তাহলে এবার ১ চামচ দই, ১ চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। রাতে এই প্যাক মুখে মেখে মিনিট ১৫ রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মাত্র তিন থেকে চার দিন ঠিক সমানভাবে এই ফেসপ্যাক ব্যবহার করলেই আপনারা কিন্তু পরিবর্তন হাতেনাতে বুঝতে পারবেন।। চলুন এবার দ্বিতীয় ফেসপ্যাকটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Skin Care Tips : কোনরকম রাসায়নিকের ব্যবহার ছাড়াই কিভাবে দূর করবেন ত্বকের কালো দাগ, রইল বিশদে

২) কাঠবাদাম ও ওট্স ফেসপ্যাক:

আমাদের ত্বকের জন্য এগুলিও খুব গুরুত্বপূর্ণ উপকরণ। আপনারা চাইলে কাঠবাদাম এবং ওটস ব্যবহার করেও কিন্তু ফেসপ্যাক প্রস্তুত করতে পারেন।১০টি খোসা ছাড়ানো বাদাম বেটে নিয়ে তার সঙ্গে ১ চামচ ওট্স, সামান্য দই মিশিয়ে নিন। ত্বকের প্রকৃতি শুষ্ক হলে ১ চা চামচ মধু মেশান আর ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে এক চামচ গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। মিনিট দশেক সময় এটাকে মুখে লাগিয়ে রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা কতটা বাড়লো তা অবশ্যই জানাতে ভুলবেন না।

আরও পড়ুন: সহজ উপায়ে বগলের লোম আর কালো দাগ দূর করবেন কিভাবে? জেনে নিন এই বিশেষ কয়েকটি টোটকা!

৩) শসা ও মধুর ফেসপ্যাক:

যারা একটু ঝটপট ত্বকের জেল্লা ফিরে পেতে চান এবং একেবারেই বেশি সময় নষ্ট করতে চান না তাদের জন্য এই বিশেষ ফেসপ্যাক।অর্ধেকটা শসা মিক্সিতে বেটে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। মিনিট দশেক পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটাও আপনারা রোজ ট্রাই করতে পারেন।

আরও পড়ুন: এভাবেই নিজের পাকা চুলের রং ফেরাতে পারেন, ট্রাই করে দেখুন এই বিশেষ কয়েকটি খাবার!