FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, FD-তে সুদ বাড়াল এই জনপ্রিয় ব্যাঙ্ক!

FD Rates : সকল গ্রাহকদের জন্য দারুন সুখবর! FD-তে সুদ বাড়ল এই ব্যাঙ্কে, জেনে নিন বিস্তারিত

0
148
FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, FD-তে সুদ বাড়াল এই জনপ্রিয় ব্যাঙ্ক!
FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, FD-তে সুদ বাড়াল এই জনপ্রিয় ব্যাঙ্ক!

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু টাকা সঞ্চয় করার জন্য ফিক্সড ডিপোজিট ব্যবহার করে থাকেন।। এটি ব্যবহার করে যেহেতু খুব ভাল রিটার্ন পাওয়া যায় তাই মানুষের কাছে বর্তমানে FD- একেবারে প্রথম তালিকায় রয়েছে। এবার যদি এতে সুদ বেড়ে যায় তাহলে কতটা সুবিধা হবে গ্রাহকদের ভাবুন তো?

প্রসঙ্গত এমনটাই হয়েছে সম্প্রতি IDFC FIRST ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে।এই ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য 3.00 শতাংশ থেকে 8.00 শতাংশ সুদের হার অফার করছে। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

সম্প্রতি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে,ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেট 1 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হয়ে যাবে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 7 দিন থেকে 14 দিনের জন্য 3.00 শতাংশ সুদের হার অফার করছে গ্রাহকদের।

  • 15 দিন থেকে 29 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
  • 30 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 3.00 শতাংশ সুদের হার অফার করছে।
  • 46 দিন থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
  • 91 দিন থেকে 180 দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
  • 181 দিন থেকে 1 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 5.75 শতাংশ সুদের হার অফার করছে।
  • 1 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 6.50 শতাংশ সুদের হার অফার করছে।
  • 1 বছর 1 দিন থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 7.50 শতাংশ সুদের হার অফার করছে।
  • 3 বছর 1 দিন থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 7.00 শতাংশ সুদের হার অফার করছে।
  • 5 বছর 1 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 7.00 শতাংশ সুদের হার অফার করছে।

সুতরাং যদি আপনি এখন নিজের অর্থ সঞ্চয় করার জন্য এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন , তাহলে কিন্তু নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন।

Read More: LIC Policy : জেনে নিন LIC-র এই সেরা পলিসিগুলি সম্পর্কে, আর কখনো চিন্তা হবে না টাকা নিয়ে