UPI Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে

UPI Lite X : জনসাধারণের জন্য চালু হলো নতুন সুবিধা! এবার ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে টাকা ট্রান্সফার হবে

2
199
UPI Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে
UPI Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই UPI দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইন UPI পেমেন্ট এর সুবিধা ভোগ করতে পছন্দ করেন। টাকা পাঠানো মানেই যে ব্যাংকে যেতে হবে এখন কিন্তু আর এমনটা নেই। কিন্তু এই অনলাইন UPI পেমেন্টের ক্ষেত্রে একটাই সমস্যা তা হচ্ছে ইন্টারনেট। অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিকভাবে ইন্টারনেট চালু না থাকার দরুন বা ইন্টারনেট স্লো থাকলে কিন্তু আর UPI টাকা ট্রান্সফার হতে চায় না। ধরুন আপনি কোন দোকানে কেনাকাটা করতে গেলেন না ঠিক পেমেন্টের সময়েই ইন্টারনেটের অসুবিধা লক্ষ্য করা গেল তাহলে কি করবেন? তবে আর চিন্তা নেই এবার এই সমস্যার সমাধানও চলে এসেছে।

সম্প্রতি জানা যাচ্ছে যে,ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং তাদের উদ্ভাবনী বৈশিষ্ট্য – ইউপিআই লাইট এক্সের জন্য ব্যক্তিরা সহজেই ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউপিআই-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারেন।গ্লোবাল ফিনটেক ফেস্টের সময় ইন্টারনেট ছাড়াই অর্থ স্থানান্তরের এই বৈশিষ্ট্যটি চালু করা হয়েছিল। তবে যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যের সুবিধা উপভোগ করতে পারবেন না। শুধুমাত্র এন্ড্রয়েড ইউজাররাই এভাবে ইন্টারনেট ব্যবহার না করে টাকা ট্রান্সফার করতে পারবেন।
রিপোর্ট অনুযায়ী, ইউপিআই লাইটের মাধ্যমে লেনদেন ২০০ টাকা পর্যন্ত হতে পারে। আসুন এবার একটু বিশদে জেনে নেওয়া যাক কিভাবে এই অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে!

Upi Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই Upi দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে
Upi Lite X : চালু হলো নতুন পরিষেবা! ইন্টারনেট ছাড়াই Upi দিয়ে টাকা ট্রান্সফার হবে, জেনে নিন বিশদে

Read More: LIC Policy : জেনে নিন LIC-র এই সেরা পলিসিগুলি সম্পর্কে, আর কখনো চিন্তা হবে না টাকা নিয়ে

  • প্রথমেই আপনাকে আপনার ফোনে থাকা ভীম অ্যাপ টি ব্যবহার করতে হবে এবং ‘ইউপিআই লাইট এক্স ব্যালেন্স’ মেনুতে যেতে হবে।Enable বাটনটি চিপে অপশনটি অন করে ফেলুন।
  • দেখুন এর পাশে একটি টিক বক্স থাকবে সেটাকে সিলেক্ট করে দিন।Enable Now এ ক্লিক করে অফলাইন লেনদেনগুলি সক্রিয় করুন।
  • এরপর ইউপিআই লাইট ওয়ালেটে টাকা জমা দিতে হবে। তারপর টাকার পরিমাণ লিখে Enable UPI Lite X বোতামটি নির্বাচন করুন। সবশেষে আপনার ইউপিআই পিনটি এর মধ্যে দিন। ব্যাস তাহলেই আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে।

Read More: FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, FD-তে সুদ বাড়াল এই জনপ্রিয় ব্যাঙ্ক!