LIC Policy : জেনে নিন LIC-র এই সেরা পলিসিগুলি সম্পর্কে, আর কখনো চিন্তা হবে না টাকা নিয়ে

LIC-র এই পলিসি গুলোর ব্যাপারে জানলে অবাক হবেন আপনিও, আর কখনোই থাকবে না টাকা নিয়ে চিন্তা!

2
156
LIC Policy : জেনে নিন LIC-র এই সেরা পলিসিগুলি সম্পর্কে, আর কখনো চিন্তা হবে না টাকা নিয়ে
LIC Policy : জেনে নিন LIC-র এই সেরা পলিসিগুলি সম্পর্কে, আর কখনো চিন্তা হবে না টাকা নিয়ে

আমাদের দেশের সবথেকে নিরাপদ এবং বিশ্বস্ত বীমা কোম্পানি বলতে বোঝায় LIC-কে। এখানে সকল বয়সের এবং সকল স্তরের মানুষের জন্যই আপনারা নানান রকমের পলিসি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু তার থেকেও বড় বৈশিষ্ট্য হলো যে– এখানে কোন রকমে ঝুঁকি থাকে না আর টাকাও থাকে সম্পূর্ণ নিরাপদ। পলিসি চলাকালীন প্রিমিয়ামের অংক নিয়ন্ত্রিত থাকে অর্থাৎ খুব বেশি হয় না। মেয়াদ শেষে খুব ভালো রিটার্ন কিন্তু সহজে পাওয়া যায়। শিশুদের ক্ষেত্রেও কিন্তু এখানে খুব ভালো ভালো পলিসি কালেকশন রয়েছে যা তাদের অভিভাবকেরা খুব সহজেই করতে পারেন।। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

১) এলআইসি জীবন তরুণ পলিসি (LIC Policy):

এটি হলো একটি সীমিত প্রিমিয়ামের পলিসি। শিশুর শিক্ষা থেকে শুরু করে অন্যান্য বিষয়কে মাথায় রেখে এই পলিসিকে সুন্দরভাবে ডিজাইন করেছে কর্তৃপক্ষ। পলিসি কেনার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে শিশুর জন্য ৯০ দিন এবং সর্বোচ্চ বয়স ১৩ বছর। ২৫ বছরে এর মেয়াদ শেষ হয়ে যাবে। সর্বনিম্ন প্ল্যান হিসেবে এখানে ৭৫ হাজার টাকার বীমা প্ল্যান আপনারা কিনতে পারবেন।

Read More: সহজেই হবে আর্থিক উন্নতি! শুধুমাত্র ফলো করুন এই বিশেষ কয়েকটি money management টিপস

২) এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান (LIC Policy) :

চিলড্রেন মানি ব্যাক প্ল্যান হলো নন লিঙ্কড, ইনডিভিজুয়াল, লাইফ অ্যাসুরেন্স, ট্র্যাডিশনাল মানি ব্যাক প্ল্যান। শিশুর শৈশব কালের শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা এবং বিবাহ পর্যন্ত কথা মাথায় রেখে এই পলিসি ডিজাইন করা হয়েছে। নিশ্চিন্তে কিন্তু আপনারা এই পলিসি গ্রহণ করতে পারেন। সন্তানের শূন্য থেকে বারো বছর বয়স পর্যন্ত আপনারা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।সন্তানের বয়স ১৮ পূর্ণ হলে ২০ শতাংশ, ২০ বছর বয়সে ২০ শতাংশ এবং ২২ বছর বয়সে ২০ শতাংশ অর্থ দেওয়া হয়। অবশিষ্ট ৪০ শতাংশ পলিসির মেয়াদ শেষে অর্থাৎ সন্তানের ২৫ বছর বয়সে পাবেন।

Read More: Investment : ন্যূনতম মূলধন দিয়ে বিনিয়োগ করতে চান? জেনে রাখুন এই কয়েকটি বিষয়

৩) এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যান (LIC Policy) :

সদ্যোজাত শিশুর নামে আপনারা খুব সহজেই এই প্ল্যান কিনতে পারেন।সর্বোচ্চ বয়স ১২ বছর। এলআইসি চাইল্ড কেরিয়ার প্ল্যানের বিশেষত্ব হল, পলিসির মেয়াদে তো বটেই, বর্ধিত মেয়াদেও (পলিসির মেয়াদ শেষ হওয়ার ৭ বছর পর্যন্ত) রিস্ক কভার দেওয়া হয়। তাই যদি আরও বেশি কভারেজ পেতে চান তাহলে নিশ্চিন্তে এই প্ল্যান গ্রহণ করুন।