Hair Care: বিশেষ কোনো খরচ ছাড়াই টাক মাথাতেও গজাবে চুল, বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া হেয়ার প্যাক

Hair Care: টাক মাথাতেও চুল গজানো সম্ভব! যদি বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন এই বিশেষ হেয়ার প্যাক

0
274
Hair Care: বিশেষ কোনো খরচ ছাড়াই টাক মাথাতেও গজাবে চুল, বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া হেয়ার প্যাক
Hair Care: বিশেষ কোনো খরচ ছাড়াই টাক মাথাতেও গজাবে চুল, বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া হেয়ার প্যাক

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নারী পুরুষ নির্বিশেষে কম-বেশি সবাই কিন্তু নানান রকম ভাবে স্কিন এবং হেয়ার কেয়ার করছেন। এই পরিস্থিতিতে যদি নিজের টাক নিয়ে আপনারা সমস্যায় থেকে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটা কিন্তু ভুল করেও মিস করবেন না। পুজোর আগেই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি হেয়ার প্যাক সম্পর্কে যা আপনাদের টাকেও চুল গজাতে সাহায্য করতে পারে।এই হেয়ার প্যাক বানাতে আপনাকে খুব বেশি কিছু জিনিস বাজার থেকে কিনতে হবে না, বাড়িতে থাকা মোটামুটি দু একটা জিনিস দিয়ে চটপট বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র টাকে চুল গজাতে নয় আরো অনেক ক্ষেত্রেই কিন্তু এই হেয়ার প্যাক দারুন কার্যকরী হবে।যাদের চুল অতিরিক্ত রুক্ষ, শুষ্ক হয়ে গেছে, যারা চুলে নিয়মিত কালার করেন কিন্তু কোন ভাবে যত্ন করতে পারেন না, যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি আছে, যাদের চুল অকালে পেকে যাচ্ছে সেইসমস্ত মানুষরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।

প্রয়োজনীয় উপকরণ:

দুর্দান্ত এই হেয়ার প্যাক টি বানাতে আপনাদের বেশ কিছু উপকরণের প্রয়োজন হবে যার মধ্যে রয়েছে—

  1. একটি গোটা শসা,
  2. দুটি আমলকি,
  3. টক দই পরিমাণ মতো
  4. গ্রিন টি,
  5. পাতিলেবুর রস এবং
  6. একটি ডিম

একটি পাত্রের মধ্যে এই প্রতিটি উপকরণকে সঠিক পরিমাণে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। তারপর এটাকে আপনার আগে থেকে পরিষ্কার করা চুলে লাগিয়ে ফেলুন। যদি খুব বেশি তেল চিটচিটে বা নোংরা চুলে আপনারা এই হেয়ার প্যাক লাগান তাহলে কিন্তু কোন রকমের ফলাফল পাবেন না, তাই অবশ্যই কিন্তু প্যাক লাগানোর আগে ভালোভাবে চুল পরিষ্কার করে নেবেন। হেয়ার প্যাক লাগানোর কিছুক্ষণ পরে যখন এটা মোটামুটি বসে যাবে তখন ভালোভাবে শ্যাম্পু করে মাথায় কন্ডিশনার লাগিয়ে নিন। অন্ততপক্ষে পূজোর আগে সপ্তাহে দুদিন হলেও এই হেয়ার প্যাক ট্রাই করুন তাহলেই আপনারা ফলাফল বুঝতে পারবেন মুহূর্তেই। টক দই এবং লেবুর গুনাগুন সহ অন্যান্য যা সমস্ত উপকরণ এই হেয়ার প্যাক এ ব্যবহার করা হয়েছে সেই প্রত্যেকটাই কিন্তু আপনাদের চুলের উজ্জ্বলতা বাড়াতে, সাইনি এবং সিল্কি করে তুলতে, নতুন চুল গজাতে এবং সর্বোপরি খুশকি দূর করতে সাহায্য করবে।

আরও পড়ুন- Beauty Tips : বিশেষ কোনো ঝামেলা ছাড়াই এইভাবে দূর করে ফেলুন মুখের অবাঞ্ছিত লোম, জেনে নিন টোটকা