সোশ্যাল মিডিয়ার জগতে প্রায় সময় এমন অনেক ভিডিও (Viral Video) ভাইরাল হয়েছে যা আমাদেরকে অবাক করে রেখে দেয়। প্রতিনিয়তই এখানে নানান রকমের হাসি মজা থেকে শুরু করে নাচ গানের অনেক দৃশ্য লক্ষ্য করা যায়। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো এই ভিডিওগুলি বেশ পছন্দ করেন এবং অবসর সময়ে এগুলি দেখেই সময় কাটান। সেই সমস্ত দর্শকদের জন্যই রইল আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন।
সন্তানকে দোকান থেকে কিনে এনেছিলেন বা কুড়িয়ে পেয়েছিলেন এরকম কথা অনেক বাবা-মায়েরাই মজা করে বলে থাকেন। তবে এবার ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে এক পোষ্যের সঙ্গে। সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে উঠেছে এই ঘটনার ভিডিও যা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন আপনিও। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই আপাতদৃষ্টিতে মজাদার ঘটনা।
View this post on Instagram
প্রসঙ্গত ওই পোষ্যের মালিকই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন।তাতে দেখা যাচ্ছে নিকষ কালো রঙের একটি সারমেয়কে বলা হচ্ছে,“তোমাকে আমরা দত্তক নিয়েছিলাম”। কথাটি শুনে আচমকাই বদলে যেতে শুরু করে কুকুরটির ভাব ভঙ্গী।কথাটি শোনার আগে কুকুরটি আপন মনে খেলতে ব্যস্ত ছিল। তাকে বলা হয়, “শোনো তোমাকে একটা কথা বলার আছে চুপটি করে বসো”। অদ্ভুত ভাবে কুকুরটি সে কথা শুনে চুপ চাপ বসেও পড়ে। এরপরেই মালিক যখন তাকে বলেন যে তাকে অ্যাডাপ্ট করা হয়েছে অর্থাৎ দোকান থেকে নিয়ে আসা হয়েছে তখনই কুকুরটির ভাব ভঙ্গি সম্পূর্ণ বদলে যায় এবং চোখে জল চলে আসে।
একজন অবলা প্রাণী কিভাবে এই ব্যাপারটি বুঝে নিজের ভাব ভঙ্গি পরিবর্তন করল তা দেখেই রীতিমতন অবাক হয়ে গিয়েছেন তার মালিকসহ অন্যান্য ভিডিওর দর্শকেরা! তবে অনেকেই কিন্তু এই দৃশ্যে বেশ মজা পেয়েছেন।ভিডিয়ো দেখে নেটাগরিকেদের মধ্যে অনেকেই লিখেছেন, “ওকে দয়া করে সামলাও। ও পুরোপুরি ভেঙে পড়েছে খবরটা শুনে”। প্রতিবেদনের সঙ্গেই দেওয়া হয়েছে এই ভিডিওটি। অবশ্যই জানাতে ভুলবেন না এই অসাধারণ দৃশ্যটি আপনারা কেমন উপভোগ করলেন!