Ananya Panday: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!

ছোটবেলায় বাড়িতে বিজ্ঞাপনের অনুশীলন থেকে শুরু করে বর্তমানে একের পর এক ছবিতে অভিনয়, কেমন ছিল অভিনেত্রী অনন্যা পান্ডের যাত্রা!

0
202
Bollywood Actress: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!
Bollywood Actress: ছোটবেলা থেকেই বিজ্ঞাপনের অনুশীলন করতেন তিনি, দেখুনতো চিনতে পারেন নাকি এই জনপ্রিয় বলিউড নায়িকাকে!

বর্তমান সময়ে হিন্দি চলচ্চিত্র জগতের উঠতি অভিনেত্রীদের (Bollywood Actress) মধ্যে একেবারে প্রথম দিকেই রয়েছেন অনন্যা পান্ডে (Ananya Panday)। চাঙ্কি পান্ডের এই কন্যা অল্প সময়েই কিন্তু জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। যদিও প্রথমদিকে তার বেশ কিছু ছবি বক্স অফিসে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ড্রিম গার্ল ২ তে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করে দারুন হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী (Ananya Panday)। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে আর দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে (Ananya Panday)। সাধারণত অভিনয় ছাড়াও অন্যান্য অনেক বিষয় নিয়ে চর্চায় থাকতে দেখা যায় অনন্যাকে। এবারও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে যা নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।

আরও পড়ুন- Kalki 2898 AD: ‘কল্কি’ থেকে প্রকাশ্যে অমিতাভের ফার্স্ট লুক, পোস্টার ভাইরাল হতেই হইচই!

দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ঘোরাফেরা করছে অনন্যা পান্ডের (Ananya Panday) একটি বহু বছরের পুরনো বিজ্ঞাপনের ভিডিও।যেখানে ছোট্ট অনন্যাকে (Ananya Panday) সুগন্ধীর বিজ্ঞাপনের জন্য অনুশীলন করতে দেখা যাচ্ছে। যেখানে টেবিলের উপর বসে, একটি বোতল হাতে অনন্যাকে বলতে শোনা যাচ্ছে, ‘এই বিজ্ঞাপনে আপনাদের স্বাগত। এই বিজ্ঞাপনটিএকটি পারফিউম এর। এই পারফিউমটি অত্যন্ত সুগন্ধযুক্ত পারফিউম। এটার খুব সুন্দর গন্ধ, এবং এটি একটি পদ্মের গন্ধের মতো।’ এরপরই…ওহ রাইসু বলে বোন রাইসা পান্ডেকে ডাকতে শুরু করেন অনন্যা (Ananya Panday)। ভিডিওটি শেষ হওয়ার পর মেয়ের কাণ্ড দেখে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে হেসে ফেলেন। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে অনন্যার (Ananya Panday) ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করা এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

আরও পড়ুন- সত্যিই কি সম্পর্কে রয়েছেন উজান-সায়নী, কি জানাচ্ছেন কৌশিক পুত্র?

প্রায় ১ লক্ষ ৬০ হাজারের কাছাকাছি বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। অনেকেই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে নানান রকমের মন্তব্য করেছেন। অনন্যার (Ananya Panday) কথা বলার ধরন অথবা বোন রাইসুকে ডাকার ধরনে হেসে ফেলেছেন বহু নেটিজেনরাই। অনন্যর মা ভাবনা পান্ডে থেকে শুরু করে মালাইকা আরোরা সহ আরো অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন। এক কথায় অনন্যার এই ছোটবেলাকার ভিডিওটি কিন্তু বেশ মজাদার ছিল এবং তার নিখুঁত অভিনয়ের একটি উদাহরণ এটি। কত ছোট বয়সেই যে বেশ মিষ্টি করেই অভিনয় করার অনুশীলন করতেন অনন্যা তা ধরা পড়েছে এই ভিডিওতে।

আরও পড়ুন- Ishaa Saha: ডিপনেক ব্লাউজ-লাল শাড়িতে লাস্যময়ী অবতারে ইশা, মুহূর্তেই ভাইরাল হল নায়িকার ছবি!

প্রসঙ্গত উল্লেখ্য,অভিনয়ে আসার আগে অনন্যা পাণ্ডে শাহরুখ খান অভিনীত রইস (২০১৭) এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর ২০১৮ সালের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার 2 চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এটাই ছিল তার প্রথম বলিউড ছবি। তবে বক্স অফিসে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি এই ছবি। এরপর পতি পত্নী অউর ও, লাইগার সহ আরো বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে অনন্যাকে।