Beauty Tips : কিভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভাট, অভিনেত্রীর মতো রূপ পেতে চাইলে আজ থেকেই ট্রাই করুন এই বিশেষ কয়েকটি টিপস

Beauty Tips : পুজোর আগেই ত্বকে হারানো জেলা ফিরে পেতে চান! দেরি না করে ট্রাই করুন, এই বিশেষ কয়েকটি টিপস!

1
162
Beauty Tips : কিভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভাট, অভিনেত্রীর মতো রূপ পেতে চাইলে আজ থেকেই ট্রাই করুন এই বিশেষ কয়েকটি টিপস
Beauty Tips : কিভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভাট, অভিনেত্রীর মতো রূপ পেতে চাইলে আজ থেকেই ট্রাই করুন এই বিশেষ কয়েকটি টিপস

বলিউডের অন্যতম সুন্দরী এবং সফল অভিনেত্রীদের তালিকায় রয়েছেন আলিয়া ভাট (Alia Bhat)। অন্যান্য অনেক নায়িকার মত মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে ভয় পান না তিনি। বহু সিনেমাতেই নিজের চরিত্রের প্রয়োজনে মেকআপ ছাড়া কাজ করতে হয়েছে আলিয়াকে। একটু লক্ষ্য করলে আপনারা কিন্তু অভিনেত্রীর ইন্সটাগ্রামে বহু এমন ছবি দেখতে পারবেন যেখানে বিন্দুমাত্র মেকআপ নেই তার চেহারায়.. কিন্তু কিভাবে? আসলে নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট এবং সঠিক রূপচর্চার মাধ্যমে নিজের রূপ ধরে রেখেছেন নায়িকা! তাই নিজেকে সুন্দর দেখানোর জন্য তার কাছে মেকআপের প্রয়োজনীয়তা নেই বললেই চলে।

আসন্ন দুর্গাপুজোর আগে আপনারাও কি ঠিক নিজেদের চেহারায় আলিয়ার মতো লুক আনতে চান? ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে চান সমস্ত দাগ ছোপ দূর করে? তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনের শেয়ার করা টিপসগুলোকে ফলো করে চলুন এবং নিয়মিত প্রচুর পরিমাণে জল খান। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক।

১) ক্লিনজ়ার:

মুখ পরিষ্কার রাখার জন্য ক্লিনজিং করাটা কিন্তু বিশেষ রকমের প্রয়োজন।। সকালে উঠেই একবার এই কাজটি ঝটপট করে নিতে পারেন। যদি দীর্ঘ সময় আপনাকে মেকআপ করে থাকতে হয় তাহলে অবশ্যই মেকআপ করার আগে এবং পরে ক্লিনজিং ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। এটি আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে।

২) টোনিং মিস্ট:

কাঁচের মতো জেলা এবং চকচকে ত্বক পেতে আপনারা অবশ্যই কিন্তু টোনিং মিস্ট ব্যবহার করতে ভুলবেন না।আলিয়া রোজ সেরামাইডস আর প্রোবায়োটিক যুক্ত টোনার ব্যবহার করেন। আপনারাও চাইলে সাধারণ টোনার ব্যবহার না করে এটি ট্রাই করতে পারেন।

আরও পড়ুন : Dark Circle : ডার্ক সার্কেল নিয়ে চিন্তায় রয়েছেন? রোজকার পাতে নিয়ম করে রাখুন এই ৫টি খাবার,নিমেষেই হবে সমস্যা দূর!

৩) সিরাম:

বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্বকের স্বাস্থ্য রক্ষা এবং দাগ ছোপ দূর করতে ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা পালন করেছে সিরাম। আপনাদেরও অবশ্যই এটি ব্যবহার করতে হবে।দাগছোপহীন চেহারার জন্য আলিয়া নিয়ম করে পেপটাইড সিরাম ব্যবহার করেন।

৪) ময়েশ্চারাইজ়ার:

অভিনেত্রীর মতো রূপ পেতে চাইলে দৈনন্দিন জীবনে রাখতে হবে ময়শ্চারাইজার এর ব্যবহার।আলিয়ার ময়শ্চারাইজ়ারেও থাকে সেরামাইডস। এই উপাদান ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে সাহায্য করে, ত্বক টানটানে রাখে। সুতরাং মশ্চারাইজারের ভূমিকা ঠিক কতটা আপনারা বুঝতেই পারছেন। এই টিপসটাও কিন্তু মিস করবেন না।

আরও পড়ুন : Weight Loss Tips: পুজোর আগেই সহজে কমিয়ে ফেলুন অতিরিক্ত মেদ, জেনে নিন ১০ টি উপায়!

৫) সানস্ক্রিন:

স্কিন ভালো রাখার জন্য সানস্ক্রিন কতটা ভালো তা হয়তো আপনাকে আর আলাদা করে বোঝাতে হবে না। যদি আপনি দিনের বেশিরভাগ সময় অত্যন্ত বেশি আলো বা রোদে কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এর ব্যবহার রাখতে ভুলবেন না। অভিনেত্রী যেহেতু দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকেন এবং অভিনয়ের কাজে ব্যস্ত থাকেন তাই তিনিও তিন চার ঘন্টা অন্তর অন্তর মুখ পরিষ্কার করে সানস্ক্রিন ব্যবহার করে থাকেন। এবার থেকে খুব বেশি সময় বাইরে থাকলে আপনারাও এটি ট্রাই করুন।।

ব্যস এই কয়েকটি টিপস ফলো করার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার এবং প্রচুর পরিমাণে জল খেলেই কিন্তু আপনার ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে এবং চলে আসবে এক অদ্ভুত জেল্লা।