Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল, রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!

Yamaha Bikes : বাইক প্রেমীদের জন্য রইল ২০২৩ সালের সেরা ৫টি বাইক ও স্কুটারের তালিকা, জানুন বিস্তারিত!

2
186
Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল,রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!
Yamaha Bikes : দেখে নিন ইয়ামাহার এই নতুন মডেল,রইল তেইশের সেরা 5 বাইক ও স্কুটার!

স্টাইলিশ ডিজাইন এবং দারুন পারফরমেন্সের দিক থেকে তরুণদের একেবারে পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে ইয়ামাহা (Yamaha Bikes)। এর আগেও এই সংস্থা বেশকিছু বাইকের মডেল লঞ্চ করেছে যা মুহূর্তেই জনপ্রিয় হয়েছে ভারতীয় বাজারে।R15-এর মতো জনপ্রিয় মোটরসাইকেল হোক বা Ray ZR-এর মতো বহুল চর্চিত স্কুটার সবকিছুই অন্তর্গত ইয়ামাহার (Yamaha Bikes)। তবে যদি বর্তমানে এই ২০২৩ সালে দাঁড়িয়ে আপনারা নতুন একটি টু হুইলার কেনার আগ্রহ দেখাচ্ছেন তবে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ে ফেলুন। (Yamaha Bikes) ইয়ামাহার এই মডেলগুলোর সাথে টেক্কা দিতে পারবে এমন কিছু বাইক এবং স্কুটার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই প্রতিবেদনটি শেয়ার করে নিতে ভুলবেন না।

১) Yamaha R15M

অসাধারণ স্টাইলিশ লুক শেয়ার করা এই বাইকটি নিঃসন্দেহে আপনার পছন্দের তালিকায় একেবারে প্রথম স্থানে আসবে।এই বাইকে রয়েছে 155 সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 18.4 পিএস শক্তি এবং 14.2 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং কুইক শিফটার। এছাড়াও থাকছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আপনারা এখানে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। বাইকটির দাম রাখা হয়েছে সংস্থার তরফে 1.95 লাখ টাকা (এক্স-শোরুম)।

২) নতুন Yamaha FZ-S FI V4:

সাম্প্রতিক লঞ্চ হওয়া ইয়ামাহার (Yamaha) নতুন বাইক গুলির মধ্যে রয়েছে এটি। এর মধ্যে ক্রেতারা পেয়ে যাবেন 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল। দু চাকাতেও রয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। পাশাপাশি গোটা বাইকজুড়ে LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে 1.28 লাখ টাকা (এক্স-শোরুম)। মোটামুটি একটু নিম্ন বাজেটের মধ্যে যদি আপনার বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা ভালো ফিচারসহ এই বাইকটিকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।

আরও পড়ুন : Noise Luna Smart Ring : নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে কিনে নিন Noise-এর স্মার্ট রিং, পাচ্ছেন ৩০০০ টাকার ডিসকাউন্ট

৩) Yamaha MT-15:

ইয়ামাহার (Yamaha) দুর্দান্ত বাইকের মধ্যে রয়েছে এই মডেলটি। এতে আপনারা পেয়ে যাচ্ছেন 155 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, ট্র্যাকশন কন্ট্রোল, ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক সাসপেনশন এবং অ্যালমুনিয়াম সুইংআর্ম।ফিচার্সের ক্ষেত্রে LED হেডলাইট এবং মাল্টি ফাংশন LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই বাইকেও পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি যার মাধ্যমে কল এলার্ট ও SMS নোটিফিকেশন পাওয়া যাবে। বাইকের দাম রাখা হয়েছে 1.62 লাখ টাকা (এক্স-শোরুম)

৪) Yamaha Ray ZR Fi Hybrid:

এবার বাইক নয় আমরা বলব ইয়ামাহার (Yamaha) এই স্কুটারের কথা। নতুন লঞ্চ হওয়া এই স্কুটার এর মধ্যে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই স্কুটারে যা সর্বাধিক 8.2 পিএস শক্তি এবং 10.3 এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের মাইলেজ 50 কিলোমিটারের বেশি। এরমধ্যেও আপনারা ফুল ডিজিটাল স্ক্রিনসহ ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। ভারতীয় মুদ্রায় এর দাম রাখা হয়েছে 94,830 টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন : Okaya Motofaast: বাজারে এলো 7 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ও 120 কিমি মাইলেজ সহ ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিশদে!

৫) Yamaha Aerox 155 (2):

যদি স্কুটারের মধ্যেও আপনি একটু হাই পারফরম্যান্স বা ফিচারস চাইছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একেবারে আদর্শ মডেল হতে চলেছে। এই স্কুটারে মিলবে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা স্প্লেন্ডর বাইকের থেকেও বেশি শক্তি তৈরি করতে পারে। পাশাপাশি থাকছে ফুল ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যান্টি লক ব্রেকিং এবং LED লাইটিং। ভারতীয় মুদ্রায় এই স্কুটারটির দাম এত সুবিধার কারণে একটু বেশি রাখা হয়েছে। মোটামুটি এক্স শোরুম 1.46 লাখ টাকা আপনারা এটা কিনে নিতে পারবেন।

৬) Yamaha R3, MT-03:

এবার ইয়ামাহার (Yamaha) দুটি আপকামিং মডেল সম্পর্কে আপনাদের বলব যা খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে।Yamaha R3 এবং MT-03 সম্প্রতি ভারতে অনুষ্ঠিত MotoGP রেসিংয়ে উন্মোচন করেছে সংস্থা। বাইকের দাম 2 লাখ টাকার বাজেট ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন নিয়ে আসছে এই দুই বাইক। এছাড়াও থাকছে আরো বিশেষ কিছু সুবিধা।

আরও পড়ুন : Tech News : দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ উপভোগ করতে চাইলে নিশ্চিন্তে কিনে নিয়ে আসুন এই ল্যাপটপ!