আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে? জেনে নিন তার মনের সমস্ত কথা!

0
196
আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে? জেনে নিন তার মনের সমস্ত কথা!
আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে? জেনে নিন তার মনের সমস্ত কথা!

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো একটা সম্পর্কে জড়িয়ে পড়ার আগে খুব বেশি চিন্তাভাবনা করেন না! তবে এই বিষয়টা যে কতটা প্রয়োজনীয় তা আপনারা এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবেন.. যদি আপনি আপনার পার্টনারের মনের মতন সঙ্গী না হতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না! তাই আপনার সঙ্গী বা প্রেমিকা আপনাকে পছন্দ করে নাকি করে না সেটা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে..একটি কথাও প্রচলিত আছে যে ‘স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা’, অর্থাৎ, মেয়েদের মনের হদিশ ঈশ্বরই পান না তো কী করে মানুষ পাবে? তাই প্রেমের বীজ বপন করতে হলে বুঝেশুনে পা ফেলুন। আপনার প্রেমিকা বা কোন মেয়ে আপনাকে পছন্দ করে কিনা কিভাবে বুঝবেন? চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক।

আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে? জেনে নিন তার মনের সমস্ত কথা!
আপনার পার্টনার আপনাকে কতটা পছন্দ করে?

1নিজে থেকে আগ্রহ দেখিয়ে কথা বলতে চাইলে:

যদি মেয়েটি নিজে থেকে আগ্রহ দেখিয়ে আপনাকে মেসেজ করে, আপনার স্ট্যাটাস বা স্টোরির রিপ্লাই করে ইমোজি পাঠায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে আগ্রহী রয়েছে। সুতরাং এবার আপনাকে সুযোগ বুঝে তার সঙ্গে আলাপ করা শুরু করতে হবে এবং সম্পর্কের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে।

2যদি আপনার বিশেষ দিনগুলো সে মনে রাখে:

আপনার বিশেষ বিশেষ দিনগুলো যদি সেই মেয়েটি মনে রাখে বা সেই বিশেষ তারিখগুলোতে আপনাকে সবার প্রথমে শুভেচ্ছা জানায় তাহলে বুঝে নেবেন যে সে আপনার বিষয়ে আগ্রহী এবং আপনাকে অত্যন্ত বেশি পছন্দ করে।বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা তারিখগুলো ভুলে যান না। বিশেষ করে তাঁর পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কিত তারিখগুলো তো তিনি মনে রাখারই চেষ্টা করেন। তাই এটাও কিন্তু একটা পয়েন্ট।

আরও পড়ুন- Love Relationship : প্রেমিক তো বিবাহিত! বাংলাদেশ থেকে ভারতে এসে মন ভাঙলো যুবতীর!

3যদি আগে থেকে স্পর্শ করার অজুহাত খোঁজে:

যদি আপনার প্রেমিকা বা সেই বিশেষ নারীকে আপনাকে আগে থেকেই স্পর্শ করার অজুহাত খোঁজে তাহলে বুঝে নিতে পারেন যে সে আপনাকে দারুন পছন্দ করে। একটু লক্ষ্য করে দেখবেন যে সেই মেয়েটি আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলছে কিনা অথবা হাতে হাত রাখে কিনা! এই ছোটখাটো বিষয়গুলো থেকেই কিন্তু সম্পর্কের শুরু হয়। ধৈর্য ধরলে এখান থেকে ভালোবাসা গভীর হবেই।

4আপনার বিষয়ে অন্যদের সঙ্গে সে আলোচনা করে:

মেয়েরা তাদের পছন্দের পুরুষকে নিয়ে কিন্তু অন্যদের সঙ্গে কথা বলতে বেশ পছন্দ করে থাকে।যদি এমন হয় যে আপনি যাঁকে পছন্দ করছেন তিনি তাঁর পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় আপনার প্রসঙ্গ টানছেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল। বন্ধুবান্ধবের দলের মধ্যে যদি আপনিও থাকেন তাহলে তো সহজেই এই ইশারা বুঝতে পারবেন। তবে অবশ্যই আপনি কিন্তু এখানে আগে থেকে এগিয়ে যাবেন না, একটু ভালোভাবে ধারণা করে নিয়ে তবেই মেয়েটির সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করবেন।

5আপনার রসিকতায় যদি সে হেসে ফেলে:

আপনি যদি এমন কোন রসিকতা করেন যেখানে বিশেষ কিছু হাসার নেই অথবা সেটা কোন প্রাপ্তবয়স্ক রসিকতা, অথচ তারপরেও অপরপক্ষে থাকা মেয়েটি সেই রসিকতায় হেসে ফেলে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে সে আপনার বিষয়ে আগ্রহী। ব্যাস এই কয়েকটি বিষয় আপনি খেয়াল রাখুন এবং তারপর আর সময় নষ্ট করবেন না। যতটা তাড়াতাড়ি সম্ভব সেই সুন্দরীর সঙ্গে আলাপ জামান আর জমিয়ে পুজোর আগে প্রেম করুন।

আরও পড়ুন- Paoli Dam: ৪৩-এও ভরপুর সৌন্দর্য, পাওলি দামের হট ছবি দেখে ঘায়েল হলেন পুরুষ ভক্তরা!